Shantinikaten Tourism: শান্তিনিকেতনে বেড়াতে যাচ্ছেন? বিশ্বভারতীতে পর্যটকদের জন্য সুবর্ণ সুযোগ! জানুন খুঁটিনাটি
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Souvik Roy
Last Updated:
Shantinikaten Tourism:এই হেরিটেজ ওয়াক করার সময় যাতে কোনও সমস্যা না হয় সেজন্য নিরাপত্তারক্ষীদের যথেষ্ট প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কারণ ক্যাম্পাসে পাঠভবন ও বিভিন্ন ক্লাসের পড়ুয়াদের হস্টেলও রয়েছে।
বীরভূম, সৌভিক রায়: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর শান্তিনিকেতন। আর এই বোলপুর শান্তিনিকেতনে হেরিটেজ রক্ষায়। বিশ্বভারতীর ‘অন্দরে’ বেশ কয়েকদিন আগে পর্যন্ত প্রবেশ নিষিদ্ধ ছিল পর্যটকদের। প্রসঙ্গত কয়েকমাস আগে শান্তিনিকেতনকে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে বিশ্ব ঐতিহ্যক্ষেত্রের। আর এই ঐতিহ্যক্ষেত্রকে অক্ষুণ্ণ রাখতেই এবার শুরু হয়েছে ‘হেরিটেজ ওয়াক’। ঐতিহ্যক্ষেত্র এলাকায় রয়েছে আশ্রম চত্বর, পাঠভবন, কলাভবন, সঙ্গীত ভবন এবং উত্তরায়ণ। রবীন্দ্রনাথের বাসভবন উত্তরায়ণের মধ্যে রয়েছে উদয়ন, উদীচী, শ্যামলী, পুনশ্চ, কোণার্ক-এই পাঁচটি বাড়ি। এছাড়াও উপাসনাগৃহ ও ছাতিমতলা সবই ঐতিহ্যেক্ষেত্রের তালিকায়।
প্রাথমিকভাবে প্রায় ২০টি ঐতিহ্যবাহী স্থানকে চিহ্নিত করা হয়েছে। যে জায়গাগুলিকে দূর দূরান্তের দেশ-বিদেশের পর্যটকের জন্য হেরিটেজ ওয়াক হিসাবে তুলে ধরেছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। তবে এই হেরিটেজ ওয়াক করার সময় যাতে কোনও সমস্যা না হয় সেজন্য নিরাপত্তারক্ষীদের যথেষ্ট প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কারণ ক্যাম্পাসে পাঠভবন ও বিভিন্ন ক্লাসের পড়ুয়াদের হস্টেলও রয়েছে। তাই পর্যটকেরা যাতে কোনও ভাবেই খোলামেলা পরিবেশে পঠন-পাঠনে কোনও অসুবিধা সৃষ্টি না করে সেদিকেও জোর দিয়েছে কর্তৃপক্ষ। প্রসঙ্গত, ২০২৩ সালে সেপ্টেম্বরে সৌদি আরবের রিয়াধে অনুষ্ঠিত ইউনেস্কোর হেরিটেজ কমিটি শান্তিনিকেতনকে আনুষ্ঠানিকভাবে বিশ্বঐতিহ্য হিসাবেই ঘোষণা করে।
advertisement
প্রত্যেক রবিবার ৫ দফায় ‘হেরিটেজ ওয়াক ‘ চালু থাকবে বোলপুর বিশ্বভারতীতে। পর্যটকদের রবীন্দ্র ভবন থেকে টিকিট কেটে তারপরে প্রবেশ করতে হবে। খুব শিগগিরই চালু হবে অনলাইন টিকিটের ব্যবস্থাও। তবে এবার প্রশ্ন প্রবেশ মূল্য ঠিক কত টাকা? জানা গেছে রবীন্দ্রভবন সংগ্রহশালার টিকিট মূল্য – ১০০ টাকা, গাইড নিয়ে গেলে ২৫০ টাকা। রবীন্দ্রভবন সংগ্রহশালা থেকেই ক্যাম্পাস ঘুরে দেখার টিকিট মিলবে।শান্তিনিকেতন ঘুরে দেখার টিকিট ৩০০ টাকা। পড়ুয়াদের কোনও ব্যাচ এলে মাথাপিছু ৫০ টাকা। একা কোনও পড়ুয়া এলে ১৫০ টাকা। বিদেশি পর্যটকদের ক্ষেত্রে টিকিট মূল্য ১০০০ টাকা। পায়ে হেঁটেই ঘুরতে হবে সকলকে ৷
advertisement
advertisement
আরও পড়ুন : প্রথম বার গড়াল এসি লোকালের চাকা! কখন কোন স্টেশন থেকে পাবেন বাতানুকূল লোকাল? জেনে নিন
এক সঙ্গে ২৫ জনের একটি করে পর্যটকদের ব্যাচকে ঘুরে দেখানো হবে৷ তবে এটা তো গেল টাকা পয়সার কথা এবার প্রশ্ন কোন পথে কী কী দেখতে পারবেন পর্যটকরা! মূলত রবীন্দ্রভবন সংগ্রহশালার বিপরীতের গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ,ছাতিমতলা থেকে শুরু হবে ভ্রমণ। প্রথমে পর্যটকেরা পাঠভবন চত্বর দেখতে পারবেন। এরপর যেতে হবে মাধবীবিতান, ঘণ্টাতলা থেকে ঐতিহ্যবাহী গৌরপ্রাঙ্গণ,সেখান থেকে চৈতি বাড়ি হয়ে চিনাভবন,হিন্দি ভবন এরপর ফের ঘণ্টাতলার সামনের রাস্তা দিয়ে এসে শালবীথি হয়ে আম্রকুঞ্জের জওহরবেদি দেখার সুযোগ। এরপর ক্যাম্পাসের সবচেয়ে প্রাচীন শান্তিনিকেতন গৃহ দেখতে পাবেন পর্যটকরা। সব শেষে ঐতিহ্যবাহী উপাসনা গৃহ। এই গৃহ দেখে ক্যাম্পাসের বাইরে বেরিয়ে যেতে হবে পর্যটকদের।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 11, 2025 5:50 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Shantinikaten Tourism: শান্তিনিকেতনে বেড়াতে যাচ্ছেন? বিশ্বভারতীতে পর্যটকদের জন্য সুবর্ণ সুযোগ! জানুন খুঁটিনাটি