স্বামী/বয়ফ্রেন্ডের পুরুষে আসক্তি? কী করণীয়, বলছেন বিশেষজ্ঞা
- Published by:Ananya Chakraborty
Last Updated:
যাঁদের যৌন টান সমলিঙ্গ এবং বিপরীত লিঙ্গ দুইয়ের প্রতি-ই থাকে, এমন মানুষের সমংখ্যা সমাজে নেহাত কম নয়
#কলকাতা: সেক্সুয়াল ওরিয়েন্টেশনের দিক থেকে কেউ শুধুই বিপরীত লিঙ্গের প্রতি যৌন টান বোধ করবেন, কেউ করবেন সমলিঙ্গের প্রতি- এই জায়গায় ব্যাপারটা থেমে থাকে না। এই দুইয়ের মধ্যবর্তী স্তরে যাঁরা থাকেন, যাঁদের যৌন টান সমলিঙ্গ এবং বিপরীত লিঙ্গ দুইয়ের প্রতি-ই থাকে, এমন মানুষের সমংখ্যা সমাজে নেহাত কম নয়। এই পর্বে একজন পাঠিকা তেমনই তাঁর বাইসেক্সুয়াল বয়ফ্রেন্ডের বিষয়ে চিঠি দিয়েছেন বিশেষজ্ঞা পল্লবী বার্নওয়ালকে।
এই পাঠিকা জানিয়েছেন যে তাঁদের যৌনজীবনে কোনও সমস্যা নেই! কিন্তু সম্প্রতি বয়ফ্রেন্ড জানিয়েছেন যে তাঁর পুরুষাঙ্গের প্রতি একটা আকর্ষণ তৈরি হয়েছে। তিনি তাঁর গার্লফ্রেন্ডের সঙ্গে কারও পুরুষাঙ্গ উপভোগ করতে চান! পাঠিকার প্রশ্ন- তাঁর কি আতঙ্কিত বোধ করার কোনও কারণ আছে?
সবার প্রথমে পল্লবী জানিয়েছেন যে বিষয়টাকে একটা Fetish বা বিশেষ কোনও অঙ্গের প্রতি যৌন ইচ্ছা হিসেবে দেখতে হবে। তাঁর দাবি, যদি ওই পাঠিকা বয়ফ্রেন্ডের এই ইচ্ছাপূরণে দ্বিধাগ্রস্ত বোধ না করেন, এর পরেও যদি তাঁর বয়ফ্রেন্ডের পৌরুষ নিয়ে কোনও সন্দেহ না থাকে, তাহলে বিচলিত বা আতঙ্কিত বোধ করার কোনও কারণ নেই। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তিনি অস্বস্তিবোধ না করছেন, ততক্ষণ পর্যন্ত সব কিছু ঠিক আছে।
advertisement
advertisement
আর এই জায়গায় এসে পল্লবী বিষয়টি একটু গুরুত্ব দিয়ে বিবেচনা করতে বলেছেন। যদি দু'জনেই পুরুষাঙ্গ উপভোগ করতে চান কিছুক্ষণের জন্য একসঙ্গে, তাহলে অনিবার্য ভাবেই সঙ্গমে অন্তর্ভুক্ত হচ্ছেন একজন তৃতীয় ব্যক্তি। ইংরেজিতে একে বলা হয় Cuckold Fantasy। অর্থাৎ যিনি স্ত্রী বা বান্ধবীর সঙ্গে সম্মিলিত ভাবে আরেকজন পুরুষের সঙ্গে সঙ্গমে লিপ্ত হচ্ছেন, তাঁকে বলা হয় Cuckold। এবার পল্লবী এই পাঠিকাকে ভেবে দেখতে বলছেন যে তিনি এরকম সম্পর্ক চালিয়ে যেতে চান কি না! কেন না, ব্যাপারটা একবারে থেমে যাবে, এটা মনে করার কোনও কারণ নেই। বয়ফ্রেন্ড মাঝে মাঝেই এমন সঙ্গম চাইবেন- সেটাই স্বাভাবিক!
advertisement
তাই পল্লবীর দাবি- কারও সঙ্গে এরকম হলে বিষয়টি নিয়ে স্পষ্ট ভাবে তাঁদের যৌন সঙ্গীর সঙ্গে কথা বলতে হবে, একটা আলোচনায় আসতে হবে। সঙ্গী কী চান, সেটা শুনতে এবং বুঝতে হবে। পাশাপাশি, নিজে কী ব্যাপারে স্বচ্ছন্দবোধ করেন, বলতে হবে সেটাও। এর পর যদি ঠিক মনে হয়, তাহলে এগোনো যায়। না হলে অনিচ্ছার কথাও স্পষ্ট ভাবেই বলতে হবে!
advertisement
Pallavi Barnwal
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 06, 2021 11:25 AM IST