শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ বেদ ও পুরাণে শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র এমনই উল্লেখ করা হয়েছে ৷ এই মাসে ভক্তিভরে ভগবান শিবের পুজো করলে বিশেষ শুভ ফল পাওয়া যায় ৷ শাস্ত্রমতে এই শ্রাবণ মাসে যদি ভক্তিভরে কোনও পূজার্চনা করলে কোনও কিছুই ব্যর্থ হবেনা ৷ শিব ভক্তদের মনষ্কামনা পূরণ হবে ৷ বাধা বিপত্তি কেটে যাবে ৷ আটকে থাকা ভাগ্যের তালা খুলে যাবে ৷
আয় বৃদ্ধির সঠিক উপায় শ্রাবণ মাসে পারদের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে হবে ৷ সোমবার এমন করলে মঙ্গল হতে পারে ৷ এরপরেই ওম শ্রী নমঃ এই মন্ত্রটি ১০৮ বার জপ করতে হবে ৷ প্রতিবার মন্ত্র জপ করার পরে বেলপাতা দিতে অর্পিত করতে হবে ৷ বেলপাতায় লিখতে হবে এ হি শ্রী ৷ মন্ত্র উচ্চারণ করে ১০৮টি বেলপাতা পুজোর স্থানে রাখতে হবে ৷ রোজ এই বেলপাতা পুজো করতে হবে ৷ আয় বাড়বে, ধন সম্পত্তি সংক্রান্ত সমস্যা মিটে যাবে ৷
শ্রাবণ মাসে ভক্তরা শিবকে অভিষেক করালে বিশেষ ফল ৷ অভিষেকের পদ্ধতি বদলাতে হবে ৷ শ্রাবণ মাসের যেকোনও দিনই দুধ ও কালো তিল দিয়ে অভিষেক করালে অত্যন্ত শুভ হবে ৷ তবে অভিষেক করার সময়ে তামার রেকাবি ব্যবহার করতে হবে ৷ না হলে অন্য কোনও ধাতুও ব্যবহার করাযেতে পারে ৷ অভিষেক করার সময় ওমঃ জুঁ স: মন্ত্র উচ্চারণ করাটা অত্যন্ত জরুরি ৷ এই ভাবে ভগবান শিবের কৃপায় রোগমুক্তি ঘটবে ৷
আরও পড়ুন: Banana Eating benefits: কলা উপকারি বলেই যখন-তখন খেলে হবে না, রয়েছে নির্দিষ্ট সময়
নিজের সামনাসামনি ইতিবাচক শক্তির সঞ্চার হতে পারে, নেতিবাচক মনোভাব দূর করতে হবে ৷ শ্রাবণ মাসে ভগবান শিবকে সুগন্ধি তেলের সাহায্যে অভিষেক করতে হবে ৷ এরফলে ঘরে সুখ-সমৃদ্ধি আসবে ৷ অন্যদিকে চিনি মিশিয়ে দুধের মাধ্যমে শিবলিঙ্গ করলে মস্তিষ্ক আরও তেজ হবে ৷
আরও পড়ুন: Curd In Monsoon: দই ছাড়া থাকতেই পারেন না? এই বাদলার মরশুমে 'এইভাবে' খান দই! নইলে কিন্তু বড় বিপদ
মহাদেবের বেলপাতা ও রুদ্রাক্ষ অত্যন্ত পছন্দের ৷ শ্রাবণ মাসে প্রতিদিন বেলপাতায় চন্দন দিয়ে ওঃ নমঃ শিবায় লিখে দিতে হবে ৷ বেলপাতার সংখ্যা ২১ হলে বিশেষ শুভ হবে ৷ এরসঙ্গে একমুখী রুদ্রাক্ষ শিবের প্রতি অর্পণ করলে শিব অত্যন্ত মনষ্কামনা পূরণ হবে ৷ শ্রাবণ মাসে প্রতিদিন ঘরে গোমুত্র ছড়িয়ে দিলে বিশেষ উপকার পাওয়া যায় ৷ এই উপায়ে ঘরের সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে ৷ গোমুত্র ছিটিয়ে ধূপকাঠি জ্বালতে হবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sawan, Sawan 2022, Sawan Somwar 2022