Saraswati Puja Fashion Tips: সরস্বতী পুজোর সাজ হোক ছিমছাম! উজ্জ্বল হলুদের শোভায় লাগুক স্নিগ্ধতার ছোঁয়া

Last Updated:

পলাশপ্রিয়ার আরাধনায় সাজ হোক হলুদ আর সাদায়। তাহলে দেখে নেওয়া যাক, সরস্বতী পুজোয় কীভাবে সেজে ওঠা যায়।

কলকাতা: হাতে আর মাত্র দুটো দিন। তার পরেই সকলেই মেতে উঠবেন বীণাপাণির আরাধনায়। সরস্বতী পুজো মানেই তো সক্কাল সক্কাল স্নান করে অঞ্জলি দেওয়া, কুল খাওয়া এবং তার পর স্কুলে স্কুলে প্রতিমা দর্শন করে বেড়ানো। এই দিনের ভোগের খিচুড়ির কথাও আলাদা করে না-বললেই নয়। আসলে সরস্বতী পুজোর সঙ্গে সঙ্গেই যেন একরাশ দখিনা বাতাস নিয়ে দোরগোড়ায় হাজির হয় বসন্ত। আর বসন্ত মানেই তো নানা রকম উজ্জ্বল রঙের সমাহার। তাই পলাশপ্রিয়ার আরাধনায় সাজ হোক হলুদ আর সাদায়। তাহলে দেখে নেওয়া যাক, সরস্বতী পুজোয় কীভাবে সেজে ওঠা যায়।
পুজোর সাজ:
সরস্বতী পুজো মানেই তো সাজে থাকা উচিত হলুদ আর সাদা। আর এমনিতে আমরা সকলেই জানি যে, সরস্বতী পুজো আর শাড়ির এক নিবিড় সম্পর্ক রয়েছে। তবে মাথায় রাখা উচিত যে, পুজোর সাজে সব সময় স্নিগ্ধতাই যেন বিরাজ করে। উগ্র সাজ কিন্তু একেবারেই চলবে না। তবে হলুদ কিংবা সাদা রঙের বাইরে বেছে নেওয়া যেতে পারে উজ্জ্বল কমলা কিংবা সবুজও।
advertisement
advertisement
সরস্বতী পুজো মানেই তো শাড়ি। এই দিনে কচি-কাঁচাদের মধ্যে শাড়ি পরার উন্মাদনাই থাকে আলাদা। আবার বলা যায়, জীবনের প্রথম শাড়ি পরার হাতেখড়ি হয়ে যায় এই দিনটি থেকেই। সত্যি বলতে কী সরস্বতী পুজোর ঠিক আগে থেকেই বিভিন্ন শাড়ির দোকানে চোখে পড়ে ছোট্ট ছোট্ট মেয়েদের জন্য লাল পাড় হলুদ শাড়ির সম্ভার। যা সত্যিই মনটা ভাল করে দেয়। আর পুজোর দিনে সেই ছোট্ট ছোট্ট শাড়ি পরে মায়ের হাতে সেজে স্কুলে হাজির হয় তারা।
advertisement
আরও পড়ুন - ব্লাড সুগার থেকে বাঁচতে চান? মেনে চলুন এই কয়েকটি টোটকা, রক্তে চিনি কমবেই
এ তো গেল ছোটদের কথা। বড়রাও কিন্তু এই দিনে সাধারণত শাড়িই বেছে নেন। সরস্বতী পুজো মূলত সকালের দিকেই হয়, তাই সাজগোজও হওয়া উচিত সে-রকমই। হলুদের নানা শেডের সুতি কিংবা হ্যান্ডলুম কিংবা খাদির শাড়ি এই দিনটির জন্য আদর্শ। লাল অথবা সবুজ পাড়ের হলুদ শাড়ি তো চিরন্তনী। আবার সাদাও খুবই সুন্দর লাগে এই দিনটির জন্য। অন্য রকম সাজতে চাইলে হালকা হলুদ পাড়ের সাদা শাড়িও বেছে নেওয়া যেতে পারে। সঙ্গে থাকুক কনট্রাস্ট অথবা ম্যাচিং ব্লাউজ। আর মাথায় রাখা দরকার যে, সরস্বতী পুজোর মেক-আপ হবে হালকা এবং ছিমছাম। চড়া মেক-আপ কিন্তু একেবারেই যাবে না। আর চুল খোঁপা করে কিংবা খোলা রেখে জড়িয়ে নেওয়া যায় উজ্জ্বল হলুদ গাঁদার মালা।
advertisement
ছেলেদের সাজ:
সরস্বতী পুজোয় ছেলেদের সাজেও থাকুক হলুদ আর সাদার ছোঁয়া। হলুদ সুতির কিংবা খাদির পাঞ্জাবি এই দিনের জন্য আদর্শ। বেছে নেওয়া যেতে পারে চিকনকারি হালকা সেলফ কাজের সাদা কিংবা হলুদ রঙের পাঞ্জাবিও। যাঁরা ধুতি পরতে পছন্দ করেন তাঁরা হলুদ অথবা সাদা পাঞ্জাবির সঙ্গে বেছে নিতে পারেন সরু লাল পাড়ের সাদা ধুতি। আবার চুড়ি পাজামা কিংবা জিনসের সঙ্গেও টিম-আপ করা যেতে পারেন পাঞ্জাবি। যাঁরা পুরোপুরি সাবেকি লুক চান না, তাঁরা বেছে নিতে পারেন হলুদ অথবা সাদা রঙের কুর্তা কিংবা এথনিক ব্লক প্রিন্টের শার্টও। পরিবারের খুদে সদস্যটির সাজও হবে হলুদ কিংবা সাদায়। ছোট্ট হলুদ পাঞ্জাবির সঙ্গে পরিয়ে দেওয়া যেতে পারে সাদা ধুতি কিংবা পাজামা।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Saraswati Puja Fashion Tips: সরস্বতী পুজোর সাজ হোক ছিমছাম! উজ্জ্বল হলুদের শোভায় লাগুক স্নিগ্ধতার ছোঁয়া
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement