Singara at only Rs 2: এই বাজারেও মাত্র ২ টাকা দরে শিঙাড়া বিক্রি করছেন হাওড়ার লকাই! হাওড়ার বাজারে সুপারহিট

Last Updated:

হাওড়ার পাঁচলা, জগৎবল্লভপুরের ও ডোমজুড়ের এক অংশ জুড়ে মানুষের কাছে জনপ্রিয় দু'টাকার শিঙাড়া। প্রতিদিন দুপুর গড়িয়ে বিকেল নামার সঙ্গে সঙ্গে পাড়ায় দু টাকার শিঙাড়া ওয়ালা হাজির।

+
দু'টাকার

দু'টাকার সিঙ্গারা ফেরিওয়ালা হাওড়ার লকাই

হাওড়া: দু’টাকার শিঙাড়া ফেরি করতে ১০-২০ কিমি পথ পাড়ি দেয় হাওড়ার লকাই! প্রতিদিন ভোর রাত থেকে উঠে কয়েক হাজার শিঙাড়ায় পুর ভরে তেলে ভাজা। কয়েক শিঙাড়া তৈরি করে স্বামী-স্ত্রী মিলে।  বেশ কিছুটা শিঙাড়া নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে ফেরি করেন লকাই। আর পাড়ায় বসে শিঙাড়া বিক্রি করেন তাঁর স্ত্রী। এই চড়া মূল্যের বাজারে লকাইয়ের দু’টাকার শিঙাড়া বেশ জনপ্রিয়তা পেয়েছে অল্পদিনেই। ২ টাকার শিঙাড়া আকারে ছোট হলেও অল্প পয়সার শিঙাড়া খেতে ছোট বড় সকলের আগ্রহ রয়েছে বেশ।
বর্তমান সময়ে তেলে ভাজা একটি জনপ্রিয় খাবার, বিভিন্ন তেলে ভাজার মধ্যে অন্যতম শিঙাড়া। বর্তমান সময়ে শিঙাড়ায় আবার ভ্যারাইটি রয়েছে। আলু ফুলকপি চিকেন পনির এর মত বিভিন্ন শিঙাড়া বেশ জনপ্রিয় মানুষের। হাওড়ার পাঁচলা, জগৎবল্লভপুরের ও ডোমজুড়ের এক অংশ জুড়ে মানুষের কাছে জনপ্রিয় দু’টাকার শিঙাড়া। প্রতিদিন দুপুর গড়িয়ে বিকেল নামার সঙ্গে সঙ্গে পাড়ায় দু টাকার শিঙাড়া ওয়ালা হাজির।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
গত কয়েক বছর আগে এক টাকার শিঙাড়া দিয়ে পথ চলা শুরু করেন লকাই। জিনিসের দাম বৃদ্ধি হওয়ায় বর্তমানে তাঁর শিঙাড়ার দাম হয়েছে দু”টাকা। শুরুতে হাওড়ার পাঁচলা ব্লকের জুজারসাহা নিজের গ্রামে একটি অস্থায়ী দোকানে তেলেভাজার দোকান গড়ে শিঙাড়া বিক্রি শুরু করে লকাই হাজরা। বর্তমানে স্ত্রী পাড়ায় বসে শিঙাড়া বিক্রি করেন আর লকাই সাইকেলে বেশ কয়েকটি ব্যাগ ভর্তি সিঙ্গারা নিয়ে বিভিন্ন গ্রাম ঘুরে বিক্রি করেন।
advertisement
প্রতিদিন ১০ থেকে ২০ কিলোমিটার সাইকেল চালিয়ে বিভিন্ন গ্রামে শিঙাড়া বিক্রি করা তাঁর ডিউটি। দু’টাকার শিঙাড়ার সঙ্গে রয়েছে লকাইয়ের ঘরোয়া শস। যা ক্রেতাদের ভীষণ আকর্ষণের।
পাকা তেতুল কাঁচা লঙ্কা টমেটো এবং সরষে মিশিয়ে নিজে হাতে এই সস তৈরি করা বলেই জানান, বিক্রেতা  লকাই হাজরা।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Singara at only Rs 2: এই বাজারেও মাত্র ২ টাকা দরে শিঙাড়া বিক্রি করছেন হাওড়ার লকাই! হাওড়ার বাজারে সুপারহিট
Next Article
advertisement
Mamata Banerjee: ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই, বৈধ ভোটার বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই’: মমতা
‘আতঙ্কিত হওয়ার কিছু নেই, বৈধ ভোটার বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই’: মমতা
  • ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই

  • বৈধ ভোটার বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই

  • মতুয়াগড়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

VIEW MORE
advertisement
advertisement