Dark Circle: চোখ ঘিরে কালো কালি মুছে ফেলুন রুতুজার দেওয়া ঘরোয়া উপায়ে

Last Updated:

Dark Circle: স্বাস্থ্য ও রূপের পক্ষে হানিকর এই কালি মুছে ফেলতে পারে কিছু ঘরোয়া টোটকা

চোখের কোলে কালি পড়ার (Dark Circle) একাধিক কারণ আছে ৷ অপর্যাপ্ত ঘুম, হরমোনাল পরিবর্তন, অতিরিক্ত কাজের চাপ এবং স্ট্রেসের জন্য চোখের কোলে কালি পড়ে ৷ স্বাস্থ্য ও রূপের পক্ষে হানিকর এই কালি মুছে ফেলতে পারে কিছু ঘরোয়া টোটকা ৷ পুষ্টিবিদ রুতুজা দ্বিবেকর সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টে সেগুলি শেয়ার করেছেন ৷
# চোখের কালি মুছে ফেলতে রুতুজা (Rutuja Diwekar) ভরসা রেখেছেন বাড়িতে তৈরি চায়ের উপর ৷ চায়ের সঙ্গে আদা, তুলসি ও কেশর মিশিয়ে তৈরি করুন ৷ রোজ সকালে এই চা পান করতে হবে ৷
# বিকেল বা সন্ধ্যায় ভাজাভুজি না খেয়ে তার পরিবর্তে খেতে হবে ঘরোয়া স্বাস্থ্যকর খাবার ৷ রুতুজার মতে, খেতে হবে একটা পাত্রে একসঙ্গে মেশানো বাদাম, গুড় এবং নারকেল কোরা ৷
advertisement
advertisement
আরও পড়ুন : বাড়তি ওজন থেকে মুক্তি পেয়ে রোগা হতে চাইলে চুমুক দিন কালো কফিতে
# বেসন ও দুধ একসঙ্গে মিশিয়ে তৈরি করা যায় ফেস ক্লেঞ্জার৷ এই পেস্ট দিয়ে মুখ পরিষ্কার করা যায় ৷ রাসায়নিক সাবান ও ফেসওয়াশের পরিবর্তে এই ঘরোয়া মিশ্রণ ত্বকের প্রতি সংবেদনশীল ৷
advertisement
# পর্যাপ্ত ঘুমের জন্য দুপুরে আধঘণ্টার ঘুমের কথা বলেছেন রুতুজা ৷ তাঁর মতে, রাতে ঘুমোতে হবে ১১ টার আগেই ৷
আরও পড়ুন : ভাগ্যশ্রীর মতো সৌন্দর্য চাই? ফলের খোসা না ফেলে ঘষুন গালে
# বিষাক্ত মানুষজনকে এড়িয়ে চলার পরামর্শই দিয়েছেন রুতুজা ৷ কারণ মন সতেজ থাকলে তার প্রভাব পড়ে ত্বকেও ৷
advertisement
# এর আগেও ডার্ক সার্কল নিয়ে পরামর্শ দিয়েছেন রুতুজা ৷ সেই তালিকায় ছিল হার্বাল চা পান থেকে যোগাভ্যাস চর্চাও ৷
চোখে কোল ঘিরে কালো কালি ব্যক্তিত্বের পক্ষেও ক্ষতিকর ৷ তাই এই ঘরোয়া টোটকাগুলি ব্যবহার করে অবিলম্বে সমস্যা থেকে রেহাই পান ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Dark Circle: চোখ ঘিরে কালো কালি মুছে ফেলুন রুতুজার দেওয়া ঘরোয়া উপায়ে
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement