Dark Circle: চোখ ঘিরে কালো কালি মুছে ফেলুন রুতুজার দেওয়া ঘরোয়া উপায়ে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Dark Circle: স্বাস্থ্য ও রূপের পক্ষে হানিকর এই কালি মুছে ফেলতে পারে কিছু ঘরোয়া টোটকা
চোখের কোলে কালি পড়ার (Dark Circle) একাধিক কারণ আছে ৷ অপর্যাপ্ত ঘুম, হরমোনাল পরিবর্তন, অতিরিক্ত কাজের চাপ এবং স্ট্রেসের জন্য চোখের কোলে কালি পড়ে ৷ স্বাস্থ্য ও রূপের পক্ষে হানিকর এই কালি মুছে ফেলতে পারে কিছু ঘরোয়া টোটকা ৷ পুষ্টিবিদ রুতুজা দ্বিবেকর সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টে সেগুলি শেয়ার করেছেন ৷
# চোখের কালি মুছে ফেলতে রুতুজা (Rutuja Diwekar) ভরসা রেখেছেন বাড়িতে তৈরি চায়ের উপর ৷ চায়ের সঙ্গে আদা, তুলসি ও কেশর মিশিয়ে তৈরি করুন ৷ রোজ সকালে এই চা পান করতে হবে ৷
# বিকেল বা সন্ধ্যায় ভাজাভুজি না খেয়ে তার পরিবর্তে খেতে হবে ঘরোয়া স্বাস্থ্যকর খাবার ৷ রুতুজার মতে, খেতে হবে একটা পাত্রে একসঙ্গে মেশানো বাদাম, গুড় এবং নারকেল কোরা ৷
advertisement
advertisement

আরও পড়ুন : বাড়তি ওজন থেকে মুক্তি পেয়ে রোগা হতে চাইলে চুমুক দিন কালো কফিতে
# বেসন ও দুধ একসঙ্গে মিশিয়ে তৈরি করা যায় ফেস ক্লেঞ্জার৷ এই পেস্ট দিয়ে মুখ পরিষ্কার করা যায় ৷ রাসায়নিক সাবান ও ফেসওয়াশের পরিবর্তে এই ঘরোয়া মিশ্রণ ত্বকের প্রতি সংবেদনশীল ৷
advertisement
# পর্যাপ্ত ঘুমের জন্য দুপুরে আধঘণ্টার ঘুমের কথা বলেছেন রুতুজা ৷ তাঁর মতে, রাতে ঘুমোতে হবে ১১ টার আগেই ৷
আরও পড়ুন : ভাগ্যশ্রীর মতো সৌন্দর্য চাই? ফলের খোসা না ফেলে ঘষুন গালে
# বিষাক্ত মানুষজনকে এড়িয়ে চলার পরামর্শই দিয়েছেন রুতুজা ৷ কারণ মন সতেজ থাকলে তার প্রভাব পড়ে ত্বকেও ৷
advertisement
# এর আগেও ডার্ক সার্কল নিয়ে পরামর্শ দিয়েছেন রুতুজা ৷ সেই তালিকায় ছিল হার্বাল চা পান থেকে যোগাভ্যাস চর্চাও ৷
চোখে কোল ঘিরে কালো কালি ব্যক্তিত্বের পক্ষেও ক্ষতিকর ৷ তাই এই ঘরোয়া টোটকাগুলি ব্যবহার করে অবিলম্বে সমস্যা থেকে রেহাই পান ৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 24, 2021 1:17 AM IST