Rose Water in Skin Care: গোলাপজলে এই জিনিসগুলি মিশিয়ে মাখছেন? পুজোর দিনগুলিতে ত্বকের কিন্তু দফারফা! এখনই জানুন

Last Updated:

Rose Water in Skin Care: গোলাপজলের সঙ্গে কিছু উপকরণ কোনওভাবেই ব্যবহার করা যাবে না৷ করলে ত্বকের খুবই ক্ষতি হবে

নানা ভাবে আমরা গোলাপজল ব্যবহার করি ত্বকের যত্নে
নানা ভাবে আমরা গোলাপজল ব্যবহার করি ত্বকের যত্নে
পুজোর সময় অল্পবিস্তর প্রসাধন এবং তার জন্য রূপচর্চা সকলেই করেন৷ নামীদামী সিন্থেটিক প্রসাধনীর বাইরে ঘরোয়া উপকরণও আমাদের কাজে লাগে অনেক দিক দিয়েই৷ গোলাপজল আমাদের পছন্দের রূপটান, রূপচর্চার উপকরণ৷ নানা ভাবে আমরা গোলাপজল ব্যবহার করি ত্বকের যত্নে৷
কিন্তু জানেন কি গোলাপজলের সঙ্গে কিছু উপকরণ কোনওভাবেই ব্যবহার করা যাবে না৷ করলে ত্বকের খুবই ক্ষতি হবে৷ এ ব্যাপারে সতর্ক করেছেন রূপ বিশেষজ্ঞ মাধুরী আগরওয়াল৷
অ্যালকোহল প্রধান টোনার:
advertisement
যে টোনারের মূল উপকরণ অ্যালকোহল, তার সঙ্গে গোলাপজল মিশিয়ে মাখলে ত্বক কর্কশ ও শুকনো হয়ে উঠবে৷ ত্বকে লালচেভাব, অতিরিক্ত শুষ্কতা-সহ নানা সংক্রমণ দেখা দিতে পারে৷
advertisement
কড়া অ্যাসিড :
গ্লাইকোলিক বা স্যালিসাইক্লিক অ্যাসিডের সঙ্গেও গোলাপজল ব্যবহার করবেন না৷ এতে ত্বক অতিরিক্ত স্পর্শকাতর হয়ে পড়তে পারে৷
হাইড্রোজেন পারঅক্সাইড:
হাইড্রোজেন পার অক্সাইডের মতো যৌগের সঙ্গে মিশিয়ে ব্যবহার করলেও গোলাপজল থেকে হিতে বিপরীত হতে পারে৷ ত্বকে সংক্রমণ দেখা দিতে পারে৷
advertisement
এসেনশিয়াল অয়েল :
কিছু এসেনশিয়াল অয়েল ত্বকের জন্য উপকারী, তাতে সন্দেহ নেই৷ কিন্তু যেগুলিতে কনসেনট্রেশন অত্যধিক, সেগুলি গোলাপজলের সঙ্গে ব্যবহার করা এড়িয়ে চলাই ভাল৷ জল মিশিয়ে পাতলা করে তবেই এসেনশিয়াল অয়েল ব্যবহার করতে পারেন গোলাপজলের সঙ্গে৷
ব্লিচিং উপাদান :
ত্বকের রং হাল্কা করার জন্য আমরা অনেক সময়ই নানা রকম ব্লিচিং উপাদান ব্যবহার করি৷ ব্লিচিং উপকরণের সঙ্গে গোলাপজল মিশিয়ে মাখলে দেখা দিতে পারে নানা রকমের সংক্রমণ৷
advertisement
কড়া অ্যাস্ট্রিনজেন্টস :
গোলাপজলের সঙ্গে কখনওই কড়া অ্যাস্ট্রিনজেন্ট মিশিয়ে ব্যবহার করবেন না৷ এতে ত্বক থেকে স্বাভাবিক আর্দ্রতা ও তেল দূর হয়ে যায়৷ অত্যন্ত শুষ্ক হয়ে পড়ে ত্বক৷
সিন্থেটিক সুগন্ধি:
প্রাকৃতিক সুগন্ধি যত উপকারী, সিন্থেটিক বা কৃত্রিম সুগন্ধি ততটাই ক্ষতিকর৷ গোলাপজলের সঙ্গে কৃত্রিম সুগন্ধি মিশিয়ে ব্যবহার করলে ত্বকের ক্ষতি হয়৷
advertisement
স্ক্রাবার:
কিছু স্ক্রাবারে বড় বড় দানা থাকে৷ সেগুলি ত্বকের পক্ষে যথেষ্ট ক্ষতিকর৷ সেগুলি কখনওই গোলাপজলের সঙ্গে ব্যবহার করবেন না৷
কেমিক্যাল পিলস:
আমরা অনেকেই রাসায়নিক পিল-এর আবরণ দিয়ে মুখের ত্বকের যত্ন নিই৷ পিলের আস্তরণ তুলে ফেলার পরই গোলাপজল দিলে ত্বকের ক্ষতি হতে পারে৷
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Rose Water in Skin Care: গোলাপজলে এই জিনিসগুলি মিশিয়ে মাখছেন? পুজোর দিনগুলিতে ত্বকের কিন্তু দফারফা! এখনই জানুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement