Long Covid: পুরুষদের তুলনায় মহিলাদের লং কোভিডে ভোগার সম্ভাবনা ‘উল্লেখযোগ্যভাবে’ বেশি এবং মহিলাদের ক্ষেত্রে উপসর্গগুলিও ভিন্ন ভিন্ন! এমনটাই জানা গিয়েছে সাম্প্রতিক একটি গবেষণায়। লং কোভিড হল এমন একটি সিন্ড্রোম যেখানে জটিলতাগুলি চার সপ্তাহেরও বেশি সময় ধরে থেকে যায়। কোভিড-১৯ এর প্রাথমিক সংক্রমণ ঘটার অনেক মাস পরেও এই উপসর্গ থেকে যেতে পারে।
জনসন অ্যান্ড জনসন অফিসের চিফ মেডিক্যাল অফিসার হেলথ অফ উইমেন টিমের গবেষকরা, প্রায় ১.৩ মিলিয়ন রোগীর তথ্য বিশ্লেষণ করেছেন, পর্যবেক্ষণ করেছেন এবং জানিয়েছেন, দীর্ঘ কোভিডে আক্রান্ত মহিলারা কান, নাক এবং গলার সমস্যা সহ বিভিন্ন উপসর্গে ভুগছেন। মেজাজ হারানো, স্নায়বিক সমস্যা, ত্বকের সমস্যা, গ্যাস্ট্রোইনটেস্টাইনাল এবং বাত সংক্রান্ত ব্যাধি আর সেইসঙ্গে ক্লান্তিতে ভুগছেন বেশি মহিলারাই।
আরও পড়ুন- বিশ্বের সবচেয়ে লম্বা কান! সেলিব্রিটি ছাগলছানার কানের মাপ জানলে অবাক হবেন!
পুরুষ রোগীদের ডায়াবেটিস এবং কিডনির রোগের সম্ভাবনা বেশি ছিল। তবে, কারেন্ট মেডিকেল রিসার্চ অ্যান্ড ওপিনিয়ন জার্নালে প্রকাশিত গবেষণায় গবেষকরা উল্লেখ করেছেন, পুরুষদের তুলনায় মহিলাদের লং কোভিড সিনড্রোম হওয়ার সম্ভাবনা ২২ শতাংশ বেশি।
“মহিলা এবং পুরুষদের মধ্যে ইমিউন সিস্টেম ফাংশনের পার্থক্য লং কোভিড সিনড্রোমে লিঙ্গ পার্থক্যের একটি গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে। মহিলারা আরও দ্রুত এবং মজবুত সহজাত ও অভিযোজিত প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, যা তাঁদের প্রাথমিক সংক্রমণ এবং সংক্রমণের তীব্রতা থেকে রক্ষা করতে পারে। এই একই পার্থক্যই মহিলাদের দীর্ঘায়িত অটোইমিউন-সম্পর্কিত রোগের ক্ষেত্রে আরও ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে,” বলছে গবেষণা।
আরও পড়ুন- সময় ঘোরে উল্টোদিকে, বরকনে ঘোরেন উল্টো সাতপাক! ভারতের এ রাজ্যে চলে আজব ঘড়ির কাঁটা
গবেষণার জন্য, দলটি মোট ৬৪০,৬৩৪ টি প্রবন্ধ পর্যালোচনা করেছে, সব মিলিয়ে যাতে অংশগ্রহণকারীর সংখ্যা ১,৩৯৩,৩৫৫। উল্লেখ্য, নার্সিং এবং শিক্ষার মতো নির্দিষ্ট পেশাগুলিতে মহিলাদের অংশগ্রহণ বেশি থাকায় তাঁদের ভাইরাসের সংস্পর্শে আসার ঝুঁকিও বেশি, বলছেন গবেষকরা।
গবেষকরা আরও জানিয়েছেন, “লিঙ্গপরিচয়ের উপর ভিত্তি করে যত্ন নেওয়ার বৈষম্য বেশি টের পান মহিলারাই। এতে রোগের প্রাকৃতিক ইতিহাসকে প্রভাবিত হতে পারে, যার ফলে আরও জটিলতা বাড়তে পারে।”
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus COVID 19, Long Covid