Women Suffer More With Long Covid: সাবধান! লং কোভিডে পুরুষদের চেয়ে নানাভাবে ঢের বেশি ভুগছেন মহিলারাই! বলছে গবেষণা
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Long Covid Symptoms: পুরুষদের তুলনায় মহিলাদের লং কোভিড সিনড্রোম হওয়ার সম্ভাবনা ২২ শতাংশ বেশি।
Long Covid: পুরুষদের তুলনায় মহিলাদের লং কোভিডে ভোগার সম্ভাবনা ‘উল্লেখযোগ্যভাবে’ বেশি এবং মহিলাদের ক্ষেত্রে উপসর্গগুলিও ভিন্ন ভিন্ন! এমনটাই জানা গিয়েছে সাম্প্রতিক একটি গবেষণায়। লং কোভিড হল এমন একটি সিন্ড্রোম যেখানে জটিলতাগুলি চার সপ্তাহেরও বেশি সময় ধরে থেকে যায়। কোভিড-১৯ এর প্রাথমিক সংক্রমণ ঘটার অনেক মাস পরেও এই উপসর্গ থেকে যেতে পারে।
জনসন অ্যান্ড জনসন অফিসের চিফ মেডিক্যাল অফিসার হেলথ অফ উইমেন টিমের গবেষকরা, প্রায় ১.৩ মিলিয়ন রোগীর তথ্য বিশ্লেষণ করেছেন, পর্যবেক্ষণ করেছেন এবং জানিয়েছেন, দীর্ঘ কোভিডে আক্রান্ত মহিলারা কান, নাক এবং গলার সমস্যা সহ বিভিন্ন উপসর্গে ভুগছেন। মেজাজ হারানো, স্নায়বিক সমস্যা, ত্বকের সমস্যা, গ্যাস্ট্রোইনটেস্টাইনাল এবং বাত সংক্রান্ত ব্যাধি আর সেইসঙ্গে ক্লান্তিতে ভুগছেন বেশি মহিলারাই।
advertisement
advertisement
পুরুষ রোগীদের ডায়াবেটিস এবং কিডনির রোগের সম্ভাবনা বেশি ছিল। তবে, কারেন্ট মেডিকেল রিসার্চ অ্যান্ড ওপিনিয়ন জার্নালে প্রকাশিত গবেষণায় গবেষকরা উল্লেখ করেছেন, পুরুষদের তুলনায় মহিলাদের লং কোভিড সিনড্রোম হওয়ার সম্ভাবনা ২২ শতাংশ বেশি।
“মহিলা এবং পুরুষদের মধ্যে ইমিউন সিস্টেম ফাংশনের পার্থক্য লং কোভিড সিনড্রোমে লিঙ্গ পার্থক্যের একটি গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে। মহিলারা আরও দ্রুত এবং মজবুত সহজাত ও অভিযোজিত প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, যা তাঁদের প্রাথমিক সংক্রমণ এবং সংক্রমণের তীব্রতা থেকে রক্ষা করতে পারে। এই একই পার্থক্যই মহিলাদের দীর্ঘায়িত অটোইমিউন-সম্পর্কিত রোগের ক্ষেত্রে আরও ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে,” বলছে গবেষণা।
advertisement
গবেষণার জন্য, দলটি মোট ৬৪০,৬৩৪ টি প্রবন্ধ পর্যালোচনা করেছে, সব মিলিয়ে যাতে অংশগ্রহণকারীর সংখ্যা ১,৩৯৩,৩৫৫। উল্লেখ্য, নার্সিং এবং শিক্ষার মতো নির্দিষ্ট পেশাগুলিতে মহিলাদের অংশগ্রহণ বেশি থাকায় তাঁদের ভাইরাসের সংস্পর্শে আসার ঝুঁকিও বেশি, বলছেন গবেষকরা।
advertisement
গবেষকরা আরও জানিয়েছেন, “লিঙ্গপরিচয়ের উপর ভিত্তি করে যত্ন নেওয়ার বৈষম্য বেশি টের পান মহিলারাই। এতে রোগের প্রাকৃতিক ইতিহাসকে প্রভাবিত হতে পারে, যার ফলে আরও জটিলতা বাড়তে পারে।”
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 21, 2022 7:18 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Women Suffer More With Long Covid: সাবধান! লং কোভিডে পুরুষদের চেয়ে নানাভাবে ঢের বেশি ভুগছেন মহিলারাই! বলছে গবেষণা