স্বাদ বদল করতে জামাই ষষ্ঠী জমে যাক EAGLE BITES PIZZA-র সঙ্গে

Last Updated:

খাঁটি বাঙালি জামাই ষষ্ঠীর দিন টুক করে ঢুঁ মেরে আসুন ইতালীয় স্বাদের আনাচে কানাচে । স্ন্যাক্স হোক বা ডিনার, জমে যেতে পারে ‘ঈগল বাইটস পিৎজা (EAGLE BITES PIZZA)-র সঙ্গে ।

#কলকাতা: জামাই ষষ্ঠী (Jamai Sasthi) -র রীতি, আচার, নিয়ম-কানুন তো আছেই । সঙ্গে রয়েছে ষষ্ঠীর মূল আকর্ষণ, কব্জি ডুবিয়ে খাওয়া-দাওয়া । কন্যা আর জামাইকে এই দিনটায় আদর-আপ্যায়ন, যত্ন-আত্তিতে ভরিয়ে দেন বাবা-মা । থালা সাজিয়ে পঞ্জব্যঞ্জন সহযোগে রসনা তৃপ্তির সমস্ত ব্যবস্থাই করেন তাঁরা । কিন্তু দুপুরে ভুঁড়িভোজ হলেও অনেকেই চান বিকেলের টিফিন বা রাতের ডিনার একটু ছিমছাম ভাবে সম্পন্ন করতে । অনেক সময় ষষ্ঠীর উপোস করেন শ্বাশুড়ি মায়েরা । তাই পুজো, উপোস সামলে, সারাদিনের খাটাখাটুনির পর শেষ বেলায় বাড়িতে কোনও ঝামেলা না রেখে, রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার করলে মন্দ হয় না । একটু স্বাদ বদলও হল আবার হাত পুড়িয়ে রান্নার কষ্টও একটু লাঘব হল ।
তাই খাঁটি বাঙালি জামাই ষষ্ঠীর দিন টুক করে ঢুঁ মেরে আসুন ইতালীয় স্বাদের আনাচে কানাচে । স্ন্যাক্স হোক বা ডিনার, জমে যেতে পারে ‘ঈগল বাইটস পিৎজা’র সঙ্গে । আজ, সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকছে রেস্তোরাঁ । তবে লকডাউনের নিয়ম মেনে বসে খাওয়ার ব্যবস্থা থাকবে না । অর্ডার করতে হবে অনলাইনে ।
advertisement
২৪, সারদা পল্লী, ব্লক-ডি, টেগোর পার্ক, কলকাতা-৩৯ । এই ঠিকানায় রয়েছে জনপ্রিয় EAGLE BITES PIZZA । এখানে খেতে দু’জনের জন্য খরচ পড়বে ৮০০ থেকে ১০০০ টাকা মতো । জামাই ষষ্ঠী স্পেশ্যাল কম্বো অফারে থাকছে ভেজ ও নন-ভেজ দু’ধরনের অপশনই ।
advertisement
নন-ভেজ কম্বোতে পাবেন- বিবিকিউ চিকেন পিৎজা (১০ ইঞ্চি), চিকেন কিমা গার্লিক ব্রেড (৪ পিস), কোক ৫০০ মিলি । ভেজ কম্বোতে পাবেন- ভেজ লভার্স পিৎজা (১০ ইঞ্চি), পেরি পেরি পনীর রোল, কোক- ৫০০ মিলি । নন-ভেজ কম্বোর দাম ৬৬৫ টাকা, ভেজ কম্বোর দাম ৫৬৫ টাকা ।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
স্বাদ বদল করতে জামাই ষষ্ঠী জমে যাক EAGLE BITES PIZZA-র সঙ্গে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement