Relationship: আপনার শ্বশুর বা শাশুড়ি কি জীবনে একা? তাঁর সঙ্গে আপনার একটুতেই ঝামেলা? রইল মানিয়ে চলার সহজ টিপস

Last Updated:

Relationship: তাঁদের সঙ্গে থাকার জন্য পরিস্থিতি মাঝে মাঝেই স্পর্শকাতর হয়ে ওঠে৷ জেনে নিন এই পরিস্থিতিতে মানিয়ে চলার জন্য কী করতে হবে৷ বলছেন সম্পর্ক বিশারদ

পরিস্থিতি মাঝে মাঝেই স্পর্শকাতর হয়ে ওঠে
পরিস্থিতি মাঝে মাঝেই স্পর্শকাতর হয়ে ওঠে
শ্বশুরবাড়িতে নতুন পরিবেশে মানিয়ে নেওয়া সব সময়ই চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জ বা প্রতিবন্ধকতা বেড়ে যায় যখন শ্বশুর বা শাশুড়ি সিঙ্গল হন। অর্থাৎ যে কোনও কারণেই হোক না কেন, শ্বশুর বা শাশুড়ির পাশে তাঁর জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীর ভরসা, উপস্থিতি ও সাহচর্য নেই৷ তাই তাঁদের সঙ্গে থাকার জন্য পরিস্থিতি মাঝে মাঝেই স্পর্শকাতর হয়ে ওঠে৷ জেনে নিন এই পরিস্থিতিতে মানিয়ে চলার জন্য কী করতে হবে৷ বলছেন সম্পর্ক বিশারদ জীবিকা শর্মা৷
# জীবনে চলার পথে একা হয়ে পড়া শ্বশুর বা শাশুড়ির আবেগের ভরসাস্থল হয়ে উঠুন৷ তাঁরা নিরাপদ বোধ করবেন৷ আপনিও মানিয়ে নিতে পারবেন৷
# একসঙ্গে থাকলেও তাঁদের স্পেস দিন৷ নিশ্চিত করুন তাঁরাও যেন আপনাকে স্পেস দেন৷ তাঁদের জীবন কিছুটা তাঁদের মতো করেই উপভোগ করতে দিন৷
advertisement
# মাঝে মাঝে তাঁদের পছন্দমতো খাবার বানিয়ে বা অর্ডার করে আনিয়ে প্যাম্পার করতে ভুলবেন না৷ যদি শ্বশুর বা শাশুড়ি আলাদা থাকেন, তাহলে নিয়মিত তাঁর কাছে যান৷ যোগাযোগ রাখুন৷
advertisement
আরও পড়ুন : পৌষ পূর্ণিমা কবে? কত ক্ষণ আছে এই পুণ্যতিথি? জানুন পঞ্জিকা কী বলছে
# কথায় কথায় তাঁদের উপর রেগে যাবেন না৷ ধরেই নিন, তাঁরা তুচ্ছ কারণে বা বিনা কারণেই খিটমিট করবেন৷ আপনাকে সহ্য করে নিতে হবে৷ একটা সীমা পর্যন্ত অপেক্ষা করুন৷ মুখে মুখে তর্ক করবেন না একটুতেই৷
advertisement
# যদি কোনও কিছুতে খারাপ লাগে, সেটা স্পষ্ট করে বলুন৷ তবে তাঁকে আঘাত করে কর্কশভাবে বলবেন না৷ মনের মধ্যে ক্ষোভ পুষে রাখবেন না৷
# দরকারে তাঁদের আর্থিকভাবে সাহায্য করুন৷ সম্ভব হলে মাসে এক বার শপিং বা প্রিয় রেস্তরাঁয় নিয়ে যান৷ ছোট্ট ছুটির প্ল্যান করুন৷
# সাংসারিক সিদ্ধান্তে তাঁদের মতামত নিন৷ হাল্কা কাজ তাঁদের করতে দিন৷ তাহলে তাঁরা অবহেলিত মনে করবেন না নিজেকে৷ চেষ্টা করুন তাঁদের বন্ধু হয়ে ওঠার৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Relationship: আপনার শ্বশুর বা শাশুড়ি কি জীবনে একা? তাঁর সঙ্গে আপনার একটুতেই ঝামেলা? রইল মানিয়ে চলার সহজ টিপস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement