প্রিয় মানুষটা কী আপনাকে ঠকাচ্ছে ? এবার বুঝবেন চেহারা দেখেই !

Last Updated:

হ্যাঁ, এরকমটাই বলছে গবেষণা থেকে পাওয়া তথ্য ৷ আমেরিকার একটি বিশ্ববিদ্যালয় বহুদিন ধরেই চালাচ্ছিল একটি সমীক্ষা ৷ সমীক্ষার বিষয়টিই ছিল সম্পর্কে ঠকানো ৷

#কলকাতা: হ্যাঁ, এরকমটাই বলছে গবেষণা থেকে পাওয়া তথ্য ৷ আমেরিকার একটি বিশ্ববিদ্যালয় বহুদিন ধরেই চালাচ্ছিল একটি সমীক্ষা ৷ সমীক্ষার বিষয়টিই ছিল সম্পর্কে ঠকানো ৷ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা মনে করছেন, দিন দিন সম্পর্ক জটিল হয়ে উঠছে ৷ আর সেই কারণেই নানা ভাবে সম্পর্কের মধ্যে ঢুকে পড়ছে প্রতারণা ৷ সেই থেকেই আরও জটিল হয়ে পড়ছে প্রেম ৷
গবেষণায় দেখা গিয়েছে, প্রচুর মানুষ প্রেমের সম্পর্কে আবদ্ধ ৷ কিন্তু মাঝে মধ্যে প্রেমিকা বা প্রেমিকাকে ঠকাচ্ছেন তাঁরা ৷ আর যা থেকে অশান্তি ৷ ব্রেকআপ বা বিবাহবিচ্ছেদ ৷
মার্কিন বিশ্ববিদ্যালয়ের এই গবেষণা মূলত এই নিয়েই শুরু ৷ আর গবেষণা থেকে সামনে এসেছে চমকে দেওয়ার মতো তথ্য ৷
advertisement
গবেষণায় জানা গিয়েছে, প্রিয় মানুষকে ঠকানোর বৈশিষ্ট্যটি নাকি লুকিয়ে থাকে মানুষের চেহারার গঠনের মধ্যেই ৷
advertisement
হঠাৎ করে যদি আপনার প্রিয়জন ডায়েট কন্ট্রোল ও শরীরচর্চায় মন দেন, তাহলে একটু সচেতন হতে হবে ৷ কিংবা নিজের শরীরে ট্যাটু আঁকতে চায়, তাহলে ডাল মে কুছু কালা হ্যায় !
যদি দেখেন আপনার প্রিয়জন ঘন ঘন আপনারই সঙ্গে দৈহিক মিলন করার চেষ্টা করছে ৷ তাহলে বুঝতে হবে, এটা শুধুই আপনাকে হাতের মুঠোয় রাখার চেষ্টা ৷ অন্য কোথাও ছিপ ফেলেই এসেছেন তিনি ৷
advertisement
চোখে চোখ রেখে কথা বলতে গেলেই, আপনার প্রিয়জন চোখ সরিয়ে নিচ্ছেন ৷ ব্যাপারটাকে সহজ ভাবে নেবেন না ৷
ঘুরতে বেড়িয়ে আপনার সঙ্গে কথা কম ৷ আর চারিদিকে বেশি নজর ঘুরছে, তাহলে কিন্তু বেশ চাপের কারণ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
প্রিয় মানুষটা কী আপনাকে ঠকাচ্ছে ? এবার বুঝবেন চেহারা দেখেই !
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement