Propose Day: I Love U বস্তাপচা, এবার না হয় অন্য কিছু ?

Last Updated:
#কলকাতা: ইউ সো বোরিং ৷ নতুন কিছু নেই ! প্রোপোজ ডে-তে শুনতেই পারেন একথা ৷ তাই বলি কী, আই লাভ ইউ এবারটা না-ই বা বললেন ! ভাবছেন তাহলে প্রেম প্রকাশ হবে কি করে ? চটপট পড়ে ফেলুন নীচে দেওয়া লাভ টিপস !
১) i love u বড্ড পুরনো ৷ একঘেঁয়ে ৷ সেই আদিম কাল থেকে সিনেমার পর্দা হোক কিংবা রিয়্যালিটি, প্রেম মানেই সেই বস্তাপচা ইংরেজির তিনটে শব্দ ৷ এর মানে এই নয়, যে শব্দ তিনটেকে নিন্দে করছি ৷ বরং স্মার্ট ফোনের যুগে, আই ফোনের যুগে বদলে যাক না প্রেমের ভাষা !
২) ভালোবাসার কথা হোক আপনার ভাষাতেই ৷ প্রিয় মানুষকে বলে উঠুন আমি তোমাকে ভালবাসি ৷ দেখবেন আই লাই ইউ-এর থেকে বেশি মিষ্টি হবে ব্যাপারটা ৷
advertisement
advertisement
৩) ভালোবাসার মানুষটিকে চমকে দিতে, একেবারে অন্য ভাষায় প্রেম প্রকাশ করুন ৷ ফরাসী, চাইনিজ, কিংবা জাপানী হলেও ক্ষতি নেই ৷ ভাবছেন এ ভাষা তো আপনার জানা নেই ৷ তাহলে ? গুগল ট্রান্সলেটরে গিয়ে চটপট জেনে ফেলুন ‘আই লাভ ইউ’-এর জাপানী !
৪) প্রেমিক- প্রেমিকা যদি ভিনদেশি, অন্যভাষার হয়, তাহলে তো কথাই নেই ৷ তার ভাষাতেই নিজের ভালোবাসাকে রঙিন করে তুলুন ৷ আপনি তাকে কতটা ভালোবাসেন, সেটা প্রকাশ করার এর থেকে ভালো উপায় কিন্তু আর নেই ৷
advertisement
৫) শুধু মুখে কেন ? কাগজে লিখেও প্রকাশ করতে পারেন আপনার ভালোবাসা ৷ প্রিয় মানুষকে অবাক করে দিতে, সাদা কাগজে বড় বড় করে লিখে ফেলুন 143 ৷ এর মানে, 1 = I, 4= LOVE , 3= YOU ৷ ব্যাপারটা কিন্তু জমে যাবে ৷
৬) নিজেই লিখে ফেলুন কবিতা ৷ ছন্দ মিলুক বা না মিলুক, কবিতার লাইনে যেন থাকে প্রিয় মানুষের নাম ৷ এতে প্রকাশ পাবে, জীবনের ছন্দে, ছন্দ পতনে, যাই হোক না কেন ৷ আপনি থাকবেন তার সঙ্গেই ৷
advertisement
৭) জোরে জোরে পড়ে শোনান রোমিও-জুলিয়েট ! কিংবা রবি ঠাকুরেরে প্রেমের কবিতা ৷ পড়তে পারেন জয় গোস্বামীও ৷ হলপ করে বলতে পারি, আই লাভ ইউ-এর থেকে এর জোর অনেক বেশি ৷
সব শেষে রইল শুভেচ্ছা ৷ জমে উঠুক আপনার প্রোপোজ দিবস ! তবে হ্যাঁ, প্রেম প্রকাশের কিন্তু নির্দিষ্ট দিন হয় না ৷ যে কোনও দিন, যে কোনও সময়ই আপনি প্রোপোজ করতে পারেন বিন্দাস !
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Propose Day: I Love U বস্তাপচা, এবার না হয় অন্য কিছু ?
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement