সুখী হতে চান? তবে মিশবেন না এই ধরনের মানুষের সঙ্গে

Last Updated:
#কলকাতা: আপনি চান জীবনটা যেন কাটে একটু ফুরফুরে মেজাজে ৷ মন্দ সময়গুলো যাতে দূরে থাকে, সেই চেষ্টার কোন কসুর করতে ছাড়েন না আপনি ৷ তবে কিছুতেই তা হয়ে উঠছে না ৷ জীবনটা হাসিখুশির করে তুলতে একটা অব্যর্থ টোটকা রয়েছে ৷ তা হল সব ধরনের মানুষকে নিজের আশপাশে ঘেষতে না দেওয়া ৷ আপনাদের চারপাশে এমন অনেক মানুষ ঘোরাফেরা করছেন, যাঁদের মানসিকতা সব সময়ই নেতিবাচক ৷ এই সব মানুষের সঙ্গ ধীরে ধীরে বিষিয়ে দিতে পারে আপনার জীবনকে ৷ ভাবছেন কী ভাবে সেই সব মানুষকে আলাদা করে চিনবেন ? নো টেনশন ৷ ন’টি চরিত্রগত বৈশিষ্ট্য দেখে সহজেই চিনে নিন এমন মানুষদের।
অহংকারী মানুষের সঙ্গ ত্যাগ করুন। আপনার কোনও বন্ধু বা অফিসের সহকর্মী কি কথায় কথায় আপনাকে ছোট করার চেষ্টা করে? দেখায়, নিজেই মহান, একাই কাজের? আপনার যে কোনও কাজকেই অবহেলা করে? তাহলে সাবধান!
কিছু মানুষ আছেন, যাঁরা ভুল হলেই কড়া শাস্তির বিধান দেন। ভুল শোধরানোর বিন্দুমাত্র চেষ্টা করে না। দেখবেন, চাহিদা পূরণ না হলেই এদের মানসিকতার আমূল পরিবর্তন হয়ে গিয়েছে। বদলে গিয়েছে কথা বলার ধরনও। এই ধরনের মানুষের থেকে যতোটা সম্ভব দূরত্ব বজায় রাখাটাই শ্রেয় ৷
advertisement
advertisement
আপনি আরও অনেকটা উন্নতি করতে চান ৷ তবে লক্ষ্যহীন এবং ছন্নছাড়া সহকর্মীদের এড়িয়ে চলুন ৷
আপনার পাশের মানুষটি কি খুব গসিপ করে? ভুলেও এঁদের ফাঁদে পা দেবেন না । এই ধরনের মানুষজন চূড়ান্ত নেতিবাচক। যার প্রভাব পড়তে বাধ্য আপনার জীবনেও ।
advertisement
সমালোচক এবং বিচারক মানসিকতার মানুষদের সঙ্গ এড়িয়ে চলুন। এমন কিছু মানুষ আছে যারা সবসময় একপেশে বিচারবুদ্ধি নিয়ে চলে। নিজের মানসিকতাকেই জাহির করার চেষ্টা করে। সমালোচনা ভাল তখনই, যখন সেটা যুক্তিগ্রাহ্য। কিন্তু এরা সব কাজেই অনাবশ্যক খুঁত ধরে বেড়ায়—সেটা ভাল হোক বা মন্দ। এই ধরনের মানুষের সঙ্গ জীবনে নেতিবাচক প্রভাব ফেলে।
advertisement
অলস প্রকৃতির মানুষদের কাছে ঘেঁষতে দেবেন না। এই ধরনের মানুষ কখনওই কোনও কাজে উৎসাহ দেখান না। যার প্রভাব চারপাশের মানুষজনের উপরেও পড়ে। এই সঙ্গে পড়লে কিছুদিন পর দেখবেন আপনিও কোনও কাজে উৎসাহ পাচ্ছেন না। জীবনে অবসাদ নেমে আসছে।
ঈর্ষাকাতর সহকর্মী বা বন্ধুর সঙ্গ নৈব নৈব চ। এই মানসিকতার লোকজন সামনে খুব ভাল মানুষটির মতো থাকেন। যেন আপনার একান্ত শুভাকাঙ্খী। কিন্তু আড়ালে আপনারই ক্ষতি করার চেষ্টা করতে থাকেন। হিংসার মনোভাব পতনের কারণ। এঁদের উপেক্ষা করুন।
advertisement
এমন কিছু মানুষ আছেন যাঁরা সব সময় মিথ্যার আশ্রয় নেন? এই ধরনের মানুষকে উপেক্ষা করুন। আপনার মনকে যে কোনও কারণে বিষিয়ে দিতে এদের জুড়ি মেলা ভার।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
সুখী হতে চান? তবে মিশবেন না এই ধরনের মানুষের সঙ্গে
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement