Fathers Day: বাবাকে কী উপহার দেবেন ভাবছেন? তাহলে তো পড়তেই হবে

Last Updated:
#কলকাতা: সত্যিই তো বাবা কে যে আপনি ভালোবাসেন তা বোঝানোর জন্য কি আলাদা করে দিন লাগে? মোটেই নয় ৷ ভাবছেন এ সব পাশ্চত্য থেকে চলে আসা ব্যবসার ফাঁদ ৷ কিন্তু একবার ভাবুন না, রোজের ব্যস্ততার মধ্যে দিয়ে যদি একটা দিন বাবার জন্য আলাদা করে সময় দেওয়ার হয়, তাহলে মন্দ কি? এভাবে ভাবলেই চলবে ৷ আর ভাবা মানেই সঙ্গে জব্বর প্ল্যানিং ! একটু আলাদা করে বাবা বলা ‘তুমিই সেরা ৷ তোমাকে প্রাণপণ ভালোবাসি !’
দেখা গিয়েছে বাবা-রা কখনই মুখ ফুটে কিছু চায় না ৷ উল্টে নিজের সব কিছু উজাড় করে দেন সন্তানকে বড় করতে ৷ যে কোনও বিপদে আগলে রাখেন, যে কোনও ব্যাপারে এগিয়েও আসেন ৷ তাই সন্তান হয়ে আজকের দিনটাতে বাবাকে উপহার দিন এমন কিছু যাতে থাকবে ভালোবাসা, সম্মান মাখানো ৷
১) বাবা ঠিক কী পছন্দ করেন, তা অবশ্যই জানা রয়েছে আপনার ৷ তাই আজকের দিনটাতে বাবাকে সেই উপহারটাই দিন ৷
advertisement
advertisement
২) হয়তো অনেক সময় ধরে বাবা কিছু একটা কেনার প্ল্যান করছে ৷ কিন্তু কিছুতেই সেটা হয়ে উঠছে না ৷ আজকের দিনটা বাবার সঙ্গে সেটাই নিয়েই একটা সঠিক প্ল্যান করে ফেলুন ৷
৩) বাবাকে না জানিয়ে সারপ্রাইজ পার্টির প্ল্যান করুন ৷ আমন্ত্রণ করুন বাবার পুরনো বন্ধুদের ৷ এ ভাবে বাবাকে উপহার দিতে পারেন একটা ভালো সময় ৷
advertisement
৪) আজ না হয়, মা-বাবাকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ুন ৷ দিনটা কাটুক একেবারে নিজের মতো করে, সিনেমা দেখা হোক, রেস্তোরাঁতে খাওয়া-দাওয়া হোক, একদিন না হয় সংসার সংগ্রাম থেকে ছুটি নিন ৷
৫) গান শুনুন ৷ বাবাকে উপহার দিন তাঁর সবচেয়ে প্রিয় জিনিসটি ৷ ফিরিয়ে দিন তাঁর পুরনো হবি ৷
৬) আজকের দিনে মন খুলে কথা বলুন ৷ সবচেয়ে বড় হল সময় দিন তাঁদের ৷ এটাই তো তাঁরা সবচেয়ে বেশি চান সন্তানদের কাছ থেকে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Fathers Day: বাবাকে কী উপহার দেবেন ভাবছেন? তাহলে তো পড়তেই হবে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement