Valentines Day 2020 : কন্ডোম মানেই সেফ সেক্স নয় ! তবে গর্ভপাতেও আছে আপনার অধিকার
- Published by:Piya Banerjee
- redwomb
Last Updated:
কন্ডোম কোম্পানি গুলো তাদের বিজ্ঞাপনে সব সময় উল্ল্যেখ করে যে ৯৯ শতাংশ সেফ সেক্স। ১০০ শতাংশ গ্যারান্টি তারাও দিতে পারে না।
#কলকাতা: যারা নিজেদের জীবনে সেক্সুয়ালি অ্যাক্টিভ তারা এক কথায় বলবে সেক্স বা যৌনতা শুধুই ফান বা মজার। কিন্তু দূর্ভাগ্যবশত জীবনে ভাল জিনিস এত সহজে পাওয়া যায় না। শান্তির সেক্স পাওয়াও অত সোজা নয়। তার পথেও থাকে অনেক বাধা। আর যৌন মিলনের ক্ষেত্রে সব থেকে বড় চিন্তার বিষয় হল অযাচিত মাতৃত্ব। আর একবার মাতৃত্ব এসে গেলে পুরো সেক্সের মজাটাই যেন মাটিতে মিশে যেত বাধ্য। যদিও এটা বিবাহিত কাপলদের সমস্যা খুব একটা নয়। তবুও তাদেরকেও এই সমস্যার মুখে পড়তে হয়। আর ভারতে গর্ভপাত নিয়ে প্রচুর মিথ রয়েছে। যা সত্যিই যেকোনও কাউকে ভাবতে বাধ্য করতে পারে। গবেষণা বলছে ভারতে ৮০ শতাংশ মহিলা জানেই না যে ভারতে গর্ভপাত লিগাল। শুধু মাত্র ওষুধের দিয়েই আটকানো যায় আনওয়ান্টেড প্রেগন্যান্সি ! আর প্রেগন্যান্ট হওয়ার ২৪ সপ্তাহের মধ্যে গর্ভপাত করানো যেতেই পারে। যা ভারতে লিগাল।
যাইহোক, আমরা এই বিষয় নিয়ে এত কেয়ার করবো কেন? অনেক মানুষই আছেন যারা ভাবেন, গর্ভপাত এমন কোনও বিষয় নয় যা নিয়ে আলোচনা করতে হবে। যেমন উত্তরপ্রদেশের ২৫ বছরের যুবক মানস বলছে, "আমি একজন পুরুষ। আমি কখনও প্রেগন্যান্ট হব না। তাই গর্ভপাত নিয়ে আমার ভাবার কিছু নেই।" কিন্তু গর্ভপাত সম্পর্কে তার ধারণা পুরো বদলে যায় ২০১৭ সালে। যখন তার প্রেমিকা হটাৎ করেই প্রেগন্যান্ট হয়ে পড়ে। মানস বলছে এটা এমন একটা বিষয় যা মানসিকভাবে বিপর্যস্ত করে দিতে পারে। 'আমরা সব সময় সতর্ক থেকেছি। তাও জানিনা কি করে এটা হল ! আমরা কখনও কন্ডোম ছাড়া সেক্স করিনি।' যদিও সঠিক চেতনা থাকার জন্য তারা কন্ডোম ব্যবহার করেছে। কিন্তু শুধু কন্ডোম ব্যবহার করলেই সেফ সেক্স হবে এমন কোনও সিওরিটি নেই। আর এই জন্যই কন্ডোম কোম্পানি গুলো তাদের বিজ্ঞাপনে সব সময় উল্ল্যেখ করে যে ৯৯ শতাংশ সেফ সেক্স। ১০০ শতাংশ গ্যারান্টি তারাও দিতে পারে না। আর মানস হল সেই ১ শতাংশের মধ্যে পড়ে গিয়েছে যাদের কপাল খারাপ।
advertisement
মানস জানায়, "যখন সে আমায় জানায় তার পিরিয়ডস হচ্ছে না। আমি বুঝতে পারিনি কি করা উচিত। আমরা জানতাম না কোথায় যাব? কার সঙ্গে কথা বলবো? অনেকটা ভয় নিয়ে আমরা প্রেগন্যান্সি টেস্ট করাই। আর আমরা যা ভাবছিলাম সেটা সত্যি হয়।" মানস আর তার প্রেমিকার কোনও ধারণাই ছিল না গর্ভপাত সম্পর্কে। তারা একজন ডাক্তারের কাছে যায় গর্ভপাতের জন্য। কিন্তু সেই ডাক্তার তাদের বিয়ের পরামর্শ দেন। এবং যা তা অপমান করে তাড়িয়ে দেন। এর পর তারা আরো একজন ডাক্তারের কাছে যায়। তবে সেখানে গিয়ে তারা মিথ্যে বলে যে তারা বিবাহিত। এবং ডাক্তার রাজি হয় গর্ভপাত করাতে। অনেক মানসিক ও শারীরিক যন্ত্রণা পেরিয়ে তারা সফল হয় গর্ভপাত করাতে ! মুক্তি পায় ট্রমা থেকে। তবে এধরণের ঘটনা যে কোনও কারও সঙ্গে হতে পারে। তবে শুধু মাত্র খুল্লামখু্ল্লা সেক্সেই যে প্রগন্যান্সি হতে পারে তা নয়। আর গর্ভপাতও অনেক সময়ই দরকার হয়। অনেক সময় মায়ের শরীরের দিকে খেয়াল রেখেও গর্ভপাত করাতে হতে পারে। আবার কখনও কেউ বাচ্চা না চাইতেই পারেন। তবে কারণ যাই হোক না কেন? গর্ভপাত সবার অধিকার। আর প্রেগন্যান্সি শুধু শরীরের নয়, মনেরও একটা পার্ট। তাই কাউকে জোর করে বাধ্য করানো যেতে পারে না, মা হওয়ার জন্য।
advertisement
আর সঠিক পদ্ধতিতে গর্ভপাত জীবন বাঁচাতেও সক্ষম। আমাদের দেশে ২১ থেকে ৪০ শতাংশ প্রেগন্যান্সির ফল গর্ভপাত। যেসব দেশে গর্ভপাত লিগাল নয়। সেখানে লুকিয়ে গর্ভপাত করাতে গিয়ে অনেক মেয়েদের মৃত্যু হয়। রোগ হয়। তাই আমাদের দেশে যখন গর্ভপাত লিগাল তাই সমাজ কি ভাববে না ভেবে, সঠিক পদ্ধতিতে গর্ভপাত করান। সুস্থ থাকুন।
advertisement
আর যদি কখনও কারও গর্ভপাত করার প্রয়োজন হয়। তাহলে সঠিক ডাক্তারের কাছে যান। লাইসেন্স থাকা ডাক্তারকেই দেখান। গর্ভপাত করান। আর মনে রাখতে হবে আপনার বয়ফ্রেন্ডের বয়স ১৮ হলেই হবে। তার ও আপনার মিলিত অনুমতিতেই গর্ভপাত করাতে আপনি সক্ষম। কাউকে ভয় পাওয়ার দরকার নেই। অবাঞ্ছিত মানসিক ট্রমাতে না গিয়ে গর্ভপাতের পথ বেছে নেওয়াই ভাল। তবে প্রোটেকশন নিয়ে সেফ সেক্স করাই ভাল। কি দরকার অহেতুক মানসিক ঝামেলাতে পড়ার। তবে গর্ভপাত নিয়েও ভাবার বা ভয় পাওয়ার কিছু নেই। প্রয়োজন হলে করাতে হবে বৈকি !
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 13, 2020 5:06 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Valentines Day 2020 : কন্ডোম মানেই সেফ সেক্স নয় ! তবে গর্ভপাতেও আছে আপনার অধিকার