Murir Moa Easy Recipe: শুধু খই নয়, পাতে পড়ুক বাড়িতে বানানো মুড়ি আর নলেন গুড়ের খাস্তা মোয়া! রইল সহজ রেসিপি

Last Updated:

Murir Moa Easy Recipe: খইয়ের মোয়া নরম তুলতুলে জিভে দিলেই মিলিয়ে যাবে। কিন্তু মুড়ির মোয়া খাবার মূল আকর্ষণ হল এই মোয়া খাস্তা।

+
মুড়ি

মুড়ি দিয়ে তৈরি মোয়া

হাওড়া: কনকচূড় ধানের খইয়ের মোয়া বিখ্যাত দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের। বাংলা এবং বাঙালির মিষ্টি মানচিত্রে মোয়ার অবস্থান সুদৃঢ়। কনকচূর ধানের খই আর নলেনগুড় কাজু কিশমিশের মত কয়েকটি উপকরণের মিশ্রণে তৈরি হয় মোয়া। খাদ্যপ্রিয় বাঙালির পছন্দের মিষ্টির তালিকায় একদম প্রথমেই উঠে আসে মোয়ার নাম। মোয়া ছাড়াও তৈরি বিভিন্ন মিষ্টির জনপ্রিয়তা মন্দ নয়। সেরকমই গুড়ের তৈরি মুড়ি বা চিড়ের মোয়াও বেশ পছন্দের। খুব অল্প সময়ে সুস্বাদু মুড়ি বা চিড়ের মোয়া অনেকেই তৈরি করে থাকেন। গুড়, কাজু, কিসমিস এবং মুড়ির মিশ্রণে মোয়া খইয়ের মোয়ার থেকে একটু অন্যরকম। খইয়ের মোয়া নরম তুলতুলে জিভে দিলেই মিলিয়ে যাবে। কিন্তু মুড়ির মোয়া খাবার মূল আকর্ষণ হল এই মোয়া খাস্তা। এই মোয়া ছোটদের দারুণ ভাবে আকর্ষণ করে। তাই সহজ উপায়ে বানিয়ে নিতে পারেন মুড়ির মোয়া।
শীতের মরশুমে দারুণ আকর্ষণীয় মোয়া। আবার যদি বাড়িতে বানানো হয় তাহলে তো আর কথা নেই। বাড়িতে থাকা মুড়ি দিয়েই সুস্বাদু মোয়া বানাতে পারেন। ঘরোয়া উপায়ে তৈরি মুড়ির মোয়া দারুন আনন্দ জোগাবে ছোট বড় সকলের। অল্প সময়ে নলেন গুড়ের এই মিষ্টি বানিয়ে নিতে পারেন। এর জন্য প্রয়োজন নলেন গুড় বা পাটালি গুড়। প্রথমেই গুড় ফুটিয়ে গুড়ের চিট তৈরি করে নিতে হবে। এরপর মৃদু আঁচ রেখে গুড়ের সঙ্গে মুড়ি বা চিড়ে মিশিয়ে ভাল করে মাখিয়ে নিন। এবার তাতে কাজু কিসমিস দিয়ে দিন। হাতের মুঠোয় ভরে আলতো করে গোল আকারের দিলেই তৈরি মোয়া।
advertisement
advertisement
এই নিয়মে মুড়ি বা চিড়ের মোয়া একবার তৈরি করে বেশ কিছুদিন খাওয়া যেতে পারে। শীতের সময় ঘরোয়া উপায় তৈরি এই মিষ্টি পরিবার সদস্য খুশি করতে বা অতিথি আপ্যায়নেও মন্দ নয়।
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Murir Moa Easy Recipe: শুধু খই নয়, পাতে পড়ুক বাড়িতে বানানো মুড়ি আর নলেন গুড়ের খাস্তা মোয়া! রইল সহজ রেসিপি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement