Small Fish Paturi Recipe: পেঁয়াজ রসুন ধনেপাতা মাখা ছোট মাছ ভাপে রাঁধুন কচুপাতায়, রইল লোভনীয় পাতুরির রেসিপি

Last Updated:

Small Fish Paturi Recipe: রম,বর্ষাকালে যেমন তেমন শীতকালে একটু এক্সপিরিমেন্টাল পদ খেতে ভালই লাগে।তারমধ‍্যে যদি থাকে গ্রাম‍্য ছোঁয়া তাহলে তার স্বাদ বেড়ে হয় দ্বিগুণ।

+
ছোট

ছোট মাছের পাতুড়ি

অনন্যা দে, আলিপুরদুয়ার: মাছের একঘেয়ে পদ খেয়ে বিরক্ত।একটু ভিন্ন ধরনের খাবার হলে মন্দ হয় না।গরম,বর্ষাকালে যেমন তেমন হলেও শীতকালে একটু এক্সপিরিমেন্টাল পদ খেতে ভালই লাগে। তার সঙ্গে যদি থাকে গ্রাম‍্য ছোঁয়া, তাহলে তার স্বাদ বেড়ে হয় দ্বিগুণ।
ভেটকি, ইলিশ মাছের পাতুরি অনেক খেয়েছেন। ছোট মাছের পাতুরি হয়,তা শুনেছেন কি? গ্রামবাংলা তথা আদিবাসী সমাজের অন‍্যতম এই বিশেষ পদ ছোট মাছের পাতুরি। ছোট যে কোনও মাছ দিয়ে তৈরি করা যায় এই পাতুরি। নদীর ট‍্যাংরা,বোরলি যে কোনও মাছ দিয়ে তৈরি হয় এই পদ।গ্রামবাংলায় এই পদটিকে বলা হয় মাছের চাটনি।
advertisement
আরও পড়ুন : পিটুনিয়াগাছে ফুল ফুটছে না? মাত্র ২ টি কাজেই দ্বিগুণ ফুল শীতের পরও অনেকদিন হবে পিটুনিয়া গাছে
গ্রামের যুবক অমল মুণ্ডা জানান, “ছোট মাছ দিয়ে তৈরি হয় এই রান্না।আমরা সরষে ব‍্যবহার করি না। তার বদলে রসুন, ধনেপাতা, পেঁয়াজ, হলুদ, লবণ ব‍্যবহার করা হয়। সরষের তেল ব‍্যবহার করা হয়।” কলাপাতা, হলুদের পাতা আবার কোনও সময় কচুপাতা ব‍্যবহার করে এই রেসিপি তৈরি হয়।পেঁয়াজ, রসুন,ধনেপাতা বেটে নিতে হয়। এরপর পাতার মধ‍্যে এই বেটে নেওয়া জিনিসগুলি রেখে মাছের সঙ্গে মিশিয়ে নিতে হয়। তার পর পাতায় রেখে তা সুতো দিয়ে ভাল করে বেঁধে দিতে হয়। কয়লার উনুনে পুড়িয়ে নিতে হয় ১৫-২০ মিনিটের মতো। তৈরি হয়ে এলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হয়।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Small Fish Paturi Recipe: পেঁয়াজ রসুন ধনেপাতা মাখা ছোট মাছ ভাপে রাঁধুন কচুপাতায়, রইল লোভনীয় পাতুরির রেসিপি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement