Recipe: পুষ্টিকর, প্রোটিনের বড় উৎস! এই রান্নাটা একবার খেলে বারবার খাবেন, রইল রেসিপি

Last Updated:

অন্য সব সাবেকি অহমিয়া খাবারের মতো এটিও কাঠের আগুনে রান্না করাই প্রথা, তবে গ্যাসেও করা যায়। এতে কম মশলা ও তেল দেওয়া হয়।

বৈচিত্র্যে ভরা এই দেশ, ভারতবর্ষ। এক এক অঞ্চলের মানুষের এক এক রকম জীবনধারা, এক এক রকম খাদ্যাভ্যাস। কোনও কোনও অঞ্চলের খাদ্যাভ্যাস সম্পর্কে জানলে তাজ্জব হয়ে যান অন্য এলাকার বাসিন্দারা। এই যেমন অসম। এই এলাকার কোনও কোনও অংশের মানুষ বিশেষ উৎসব-অনুষ্ঠানে পোকামাকড় দিয়ে তৈরি খাবার খান। তার মধ্যে যেমন থাকে পলু বা রেশম কীট, তেমনই থাকে আমরোলি পোরুয়ার থুপ বা লাল পিঁপড়ের ডিম। অসমের বহু উপজাতি সম্প্রদায়ের মধ্যে এগুলি জনপ্রিয়। বিশেষ করে এপ্রিল মাসে উদযাপন হয় যে ফসল কাটার উৎসব বোহাগ বিহু সেখানে এই খাওয়াদাওয়া হয়। ঘরে ঘরে তৈরি হয় পানীয়ও।
রঙ্গোলি বিহু বা বোহাগ বিহু উৎসবের জন্য আম, কাঁঠালের গাছ থেকে লাল পিঁপড়ার ডিম সংগ্রহ করা হয়। এই পিঁপড়ে সুন্দর পাতার বাসা তৈরি করে তার ভিতরে বাস করে, ডিম পাড়ে। বসন্তকালে এরা প্রচুর পরিমাণে সাদা ডিম পাড়ে, যা দেখতে ধানের শিষের মতো।
মানুষ খুব সন্তর্পণে পিঁপড়েদের সরিয়ে ডিমগুলি নিয়ে নেয়। না হলে পিঁপড়ের আক্রমণে সমস্যা তৈরি হতে পারে।
advertisement
advertisement
পিঁপড়ের শরীরের থাকে অ্যাসিড জাতীয় তরল। যা তারা আত্মরক্ষার জন্য ব্যবহার করে। উচ্চ অসমে বসবাসকারী উপজাতি সম্প্রদায়ের মানুষ লাল পিঁপড়ের ডিম দিয়ে এক অম্লজাতীয় খাবার তৈরি করে খান।
মনে করা হয় এই খাবার খুবই পুষ্টিকর, প্রোটিনের একটি বড় উৎস। এছাড়াও এতে আয়রন, ক্যালসিয়াম এবং ভিটামিন বি ১২ পাওয়া যায়। কিছু রোগ থেকে রক্ষা করতে পারে বলেও বিশ্বাস।
advertisement
রেসিপি—
অন্য সব সাবেকি অহমিয়া খাবারের মতো এটিও কাঠের আগুনে রান্না করাই প্রথা, তবে গ্যাসেও করা যায়। এতে কম মশলা ও তেল দেওয়া হয়।
– একটি পাত্রে তেল গরম করে কুচোনো পেঁয়াজ ভাজতে হবে বাদামি হওয়া পর্যন্ত।
– এবার এতে লাল পিঁপড়ের ডিম দিয়ে দিতে হবে।
– হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে ভাল করে ভেজে নিতে হবে।
advertisement
– এর মধ্যে নুন, কাঁচা লঙ্কা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখতে হবে হালকা আঁচে।
– এতে টম্যাটোও দেওয়া যেতে পারে।
– পরে এর সঙ্গে মিশিয়ে দিতে হবে গরম মশলা। মিনিট দুয়েক ভেজে নেওয়ার পর গ্যাস থেকে নামিয়ে নিতে হবে।
– চাইলে এটি স্টার্টার হিসেবে খাওয়া যায়। অথবা ভাত বা রুটির পদ হিসেবেও খাওয়া যেতে পারে।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Recipe: পুষ্টিকর, প্রোটিনের বড় উৎস! এই রান্নাটা একবার খেলে বারবার খাবেন, রইল রেসিপি
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement