নারকেল নাড়ু, পায়েস ছাড়া কোজাগরীর ভোগ হয় না! এবার দুইয়ে মিলিয়ে মা লক্ষ্মীকে নিবেদন করুন নারকেলের পায়েস!

Last Updated:

Coconut Payas Recipe : স্বল্প কিছু উপকরণ ব্যবহার করেই বানিয়ে নেওয়া যেতে পারে সুস্বাদু এবং পবিত্র এই নারকেলের পায়েস।

লক্ষ্মী পুজো মানেই সাধ্যমতো ভোগের থালা সাজিয়ে দেওয়া, ঘরে মিষ্টি তৈরির পালা
লক্ষ্মী পুজো মানেই সাধ্যমতো ভোগের থালা সাজিয়ে দেওয়া, ঘরে মিষ্টি তৈরির পালা
লক্ষ্মী পুজো মানেই সাধ্যমতো ভোগের থালা সাজিয়ে দেওয়া, ঘরে মিষ্টি তৈরির পালা। সাধারণত মিষ্টির পাতে থাকে নানা ধরনের নাড়ু। চিনির নারকেল নাড়ু, গুড়ের নারকেল নাড়ু, তিলের নাড়ু ইত্যাদি। এ-ছাড়াও থাকে মিষ্টি, পায়েস, সুজিও। কিন্তু এ-বার এর পাশাপাশি মিষ্টির পাতে একটু অন্য ধারার ছোঁয়া আনতে বানানো যেতে পারে নারকেলের পায়েস। এটাও অনেকটা চালের পায়েসের মতোই খেতে হয়। আর সারা দেশেই বেশ জনপ্রিয়ও। স্বল্প কিছু উপকরণ ব্যবহার করেই বানিয়ে নেওয়া যেতে পারে সুস্বাদু এবং পবিত্র এই নারকেলের পায়েস। শুধু লক্ষ্মী পুজো কেন, অন্যান্য সময়েও মিষ্টিমুখের জন্য বানিয়ে নেওয়া যেতে পারে মিষ্টির এই পদ! তা-হলে দেখে নেওয়া যাক, নারকেলের পায়েস বানানোর সহজ উপায়।
নারকেলের পায়েসের রেসিপি:
চাল, নারকেলের দুধের এক অপূর্ব সংমিশ্রণ। সেই সঙ্গে থাকবে বাদামের মতো ক্যারামেল এবং গোলাপের পাপড়ির সুগন্ধও। ক্রিমের মতো অতুলনীয় স্বাদের এই পায়েস এক বার খেলে সেই স্বাদ একদম মুখে লেগে থাকবে!
advertisement
উপকরণ:
১০০ গ্রাম চাল
৩ টিন নারকেল দুধ
১ টিন কনডেন্সড মিল্ক
advertisement
২০০ গ্রাম খোয়া ক্ষীর
১ টেবিল-চামচ সবুজ রঙ
১০০ গ্রাম পেস্তা (খোসা ছাড়ানো)
৫০ গ্রাম আখরোট
৩টে কলা
১০ ফোঁটা গোলাপ জল
১ টেবিল চামচ মৌরি গুঁড়ো
১ টেবিল-চামচ এলাচ গুঁড়ো
১ টেবিল-চামচ দারচিনি গুঁড়ো
৬টা তবক
৩ টেবিল-চামচ মধু
আধ-কাপ নারকেলের ক্রিম
১০০ গ্রাম নারকেল কোরা
advertisement
১৫ মিনিট মতো চাল ভিজিয়ে রাখতে হবে।
এ-বার সমস্ত ধরনের দুধ এবং দুগ্ধজাত দ্রব্য মিশিয়ে নিতে হবে। অর্থাৎ নারকেলের দুধ, নারকেলের ক্রিম, খোওয়া, চিনি একসঙ্গে মেশাতে হবে। তার মধ্যে যোগ করতে হবে মৌরি, এলাচ, দারচিনি গুঁড়ো। এর পর তা আঁচ বাড়িয়ে ফুটিয়ে নিতে হবে।
দুধের মিশ্রণ ফোটানো হলে তার মধ্যে ভিজিয়ে রাখা চাল দিতে হবে। চাল সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
advertisement
এ-বার একটা অন্য পাত্রে রেখে এই মিশ্রণ ঠান্ডা করে নিতে হবে।
এর পর আলাদা একটা প্যান গ্যাসে বসিয়ে ১ টেবিল-চামচ চিনি যোগ করতে হবে।
চিনি গলতে শুরু করলে তাতে মধু, পেস্তা, আখরোট ও তিলের বীজ যোগ করতে হবে।
আরও পড়ুন :  মাথায় ঘাসের বোঝা চাপিয়ে হেঁটে যাচ্ছেন ভারতীয় যুবকের অস্ট্রেলীয় স্ত্রী, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
সব শেষে, কলার টুকরো যোগ করে এক টেবিল-চামচ মাখন ছড়িয়ে নিতে হবে।
advertisement
কিছু পেস্তা কুচিয়ে নিয়ে সবুজ রঙ যোগ করে পাত সাজানোর জন্য ব্যবহার করতে হবে।
পাত সাজানোর পদ্ধতি:
একটি পরিষ্কার বাটিতে পায়েস ঢেলে নিয়ে তার উপর কুচোনো পেস্তা, আখরোট, তিলের মিশ্রণ এবং তবক দিয়ে সাজিয়ে নিতে হবে।
সরিয়ে রাখা ক্যারামেল এবং গোলাপের পাপড়ি ছড়িয়ে মা লক্ষ্মীকে অর্পণ করতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
নারকেল নাড়ু, পায়েস ছাড়া কোজাগরীর ভোগ হয় না! এবার দুইয়ে মিলিয়ে মা লক্ষ্মীকে নিবেদন করুন নারকেলের পায়েস!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement