Purulia Tourism: বর্ষায় অপরূপ অযোধ্যা পাহাড়, ঢল নামছে পর্যটকের! পুজোয় পুরুলিয়া গেলে কী কী অবশ্যই ঘুরে দেখবেন? জানুন

Last Updated:

Purulia Tourism: রুক্ষ জেলা পুরুলিয়া। এই জেলার অন্যতম আকর্ষণ সুন্দরী অযোধ্যা। সুন্দরী এই পাহাড়ের রূপে মোহিত হয়ে বছরের বিভিন্ন সময়ই পর্যটকেরা ভিড় জমান অযোধ্যা পাহাড়ে। ঋতু পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে এই জেলার রূপ পরিবর্তন হয়।

+
পুরুলিয়ার

পুরুলিয়ার অযোধ্যা পাহাড়

অযোধ্যা, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: রুক্ষ জেলা পুরুলিয়া। এই জেলার অন্যতম আকর্ষণ সুন্দরী অযোধ্যা। সুন্দরী এই পাহাড়ের রূপে মোহিত হয়ে বছরের বিভিন্ন সময়ই পর্যটকেরা ভিড় জমান অযোধ্যা পাহাড়ে। ঋতু পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে এই জেলার রূপ পরিবর্তন হয়। ‌তাই বর্ষার এই মরশুমে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে ঢল নামছে পর্যটকদের। ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে অনেকেই বাইকে করে বেড়াতে চলে আসছেন সুন্দরী অযোধ্যায়। বন্ধু-বান্ধব কিংবা প্রিয়জনকে সঙ্গী করে দু-একদিনের ছুটি কাটাতে অনেকেই আসেন এই পাহাড়ে।
আঁকাবাঁকা পাহাড়ি পথ। সারি সারি গাছের সম্ভার। বর্ষায় অযোধ্যা পাহাড় একেবারেই অন্যরকম রূপে সেজে ওঠে। রুক্ষ পাহাড়ের বুকে সবুজের সম্ভার প্রকৃতিপ্রেমী ও ভ্রমণ পিপাসু মানুষদের মনে অনেকখানি দাগ কাটে। ‌ তাইতো এই বৃষ্টিকে উপেক্ষা করে পর্যটকেরা ছুটে আসেন অযোধ্যায়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ‘চিকিৎসকের জন্যই…!’ গর্ভেই সন্তানের মৃত্যুর দায় কার? সোহিনীর গাইনোকলজিস্ট এসএন দাস কেমন ডাক্তার? ঘটনার দিন মদ্যপ ছিলেন তিনি? জানালেন রোগীরাই
এ প্রসঙ্গে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে বেড়াতে আসা পর্যটক বলেন, অযোধ্যা পাহাড়ের কথা তারা বহুবার শুনেছেন। এই প্রথমবার তারা অযোধ্যা পাহাড় বেড়াতে এসেছেন। বাইকে করে তারা অযোধ্যায় এসেছেন। বৃষ্টির এই মরশুমে অযোধ্যা পাহাড়ের রূপ একেবারেই অন্যরকম। মনোরম প্রাকৃতিক দৃশ্য ও পরিবেশের স্নিগ্ধ রূপ, যা দেখে মন ভরে গিয়েছে তাদের। প্রকৃতিকে কাছ থেকে উপভোগ করার জন্য বর্ষায় অযোধ্যা পাহাড়ে প্ল্যান করা যেতেই পারে।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Purulia Tourism: বর্ষায় অপরূপ অযোধ্যা পাহাড়, ঢল নামছে পর্যটকের! পুজোয় পুরুলিয়া গেলে কী কী অবশ্যই ঘুরে দেখবেন? জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement