Purulia in Monsoon: সবুজে ঘেরা জলপ্রপাত, পাহাড়ি ঝর্ণা! পশ্চিমবঙ্গের 'পহেলগাঁও-এ' গিয়েছেন? একবার গেলে ফিরতে চাইবেন না
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Purulia in Monsoon: লালমাটির এই জেলাতে পাহাড় ঝর্ণার অপরূপ দৃশ্যের সাক্ষী হয়ে থাকতে পারা যায়। জেলা রয়েছে একাধিক পর্যটন কেন্দ্র। আর এই পর্যটন কেন্দ্র গুলির মধ্যে বর্তমানে আকর্ষণীয় হয়ে উঠেছে টুর্গা জলপ্রপাত সংলগ্ন উপত্যকা।
পুরুলিয়া: রাজ্য পর্যটন মানচিত্রে পুরুলিয়া অন্যতম। লালমাটির এই জেলাতে পাহাড় ঝর্ণার অপরূপ দৃশ্যের সাক্ষী হয়ে থাকতে পারা যায়। জেলা রয়েছে একাধিক পর্যটন কেন্দ্র। আর এই পর্যটন কেন্দ্র গুলির মধ্যে বর্তমানে আকর্ষণীয় হয়ে উঠেছে টুর্গা জলপ্রপাত সংলগ্ন উপত্যকা। যেন এক টুকরো বৈসরণভ্যালির ছোট্ট রূপ ফুটে উঠেছে বাংলার এই জেলাতে। পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে এই জায়গা। অনেকেই বলছেন এটা পুরুলিয়ার মিনি পেহেলগাঁও। প্রায় প্রতিদিনই পর্যটকদের ভিড় থাকছে চোখে পড়ার মতো। রীতিমতো মেলা বসে যাচ্ছে এই এলাকায়। পাহাড় বিস্তীর্ণ তৃণভূমি এবং নীল জলরাশি মুগ্ধ করছে পর্যটকদের।
আরও পড়ুনঃ ৯০ মিনিটে ৯ হাজার রেট! অচেনা পুরুষদের জড়িয়ে ধরে কোটি কোটি টাকা আয় করেন এই মহিলা, এ আবার কেমন পেশা?
এ বিষয়ে এখানে বেড়াতে আসা পর্যটকেরা বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় পুরুলিয়ার এই উপত্যকা ভীষণভাবে ভাইরাল। তাই তারাও পুরুলিয়া বেড়াতে এসে স্বচক্ষে এই মিনি পেহেলগাঁও বা বৈসরন ভ্যালির সৌন্দর্য উপভোগ করছেন। তাদের ভীষণই মনে ধরেছে এই জায়গাটি।
advertisement
advertisement
ইতিপূর্বে ঝালদা পুরুলিয়া ঝালদা থানার পুরানো ঝালদা এলাকার বেরহাতলের মাঠ মিনি পেহেলগাঁও হিসাবে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছিল। সেখানেও ভিড় জমাচ্ছেন পর্যটকেরা। তারপরেই টুর্গা জলপ্রপাতের এই উপত্যকা। পুরুলিয়ার এই জোড়া ল্যান্ডস্কেপে বাংলার মধ্যে যেন এক টুকরো কাশ্মীরকে খুঁজে পাচ্ছেন পর্যটকেরা। পুরুলিয়ার পর্যটন মানচিত্রে নয়া সংযোজন হয়ে উঠেছে এই জোড়া ল্যান্ডস্কেপ।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
Location :
Kolkata,West Bengal
First Published :
June 17, 2025 7:03 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Purulia in Monsoon: সবুজে ঘেরা জলপ্রপাত, পাহাড়ি ঝর্ণা! পশ্চিমবঙ্গের 'পহেলগাঁও-এ' গিয়েছেন? একবার গেলে ফিরতে চাইবেন না