Puja Recipes 2023: কমলা লেবুর পোলাও! মুখে দিলেই অমৃত! জেনে নিন কীভাবে রাঁধবেন!
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Puja Recipes 2023: খুব সহজে বাড়িতেই বানান কমলা লেবুর পোলাও! রইল রেসিপি!
কলকাতা: দুর্গা পুজো বাঙালির সেরা উৎসব! পুজোর চারদিন ঠাকুর দেখা! মণ্ডপে আড্ডা, বন্ধুদের সঙ্গে প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখা! আর দারুণ দারুণ সব খাবার না হলে মন যেন ভরে না! এই সময় সকলেই নানা রেস্তোরাঁতে ভিড় জমান! আবার এই ক’দিন বাড়িতেও চলে নানা রকম রান্না! পুজোয় এবার বাড়িতে খাবার বানিয়ে সকলের মন জয় করতে পারেন খুব সহজেই! বাড়িতে বানান কমলা লেবুর পোলাও! জানুন কীভাবে রাঁধবেন!
প্রথমেই জেনে নিতে হবে এই রান্নার জন্য কী কী উপকরণ লাগবে! বাসমতি চাল – দেড় কাপ | কমলা লেবু – ১ | কিশমিশ – ১২টি | কাজু, আখরোট, পেস্তা – কয়েকটি | ঘি – পরিমাণ মতো | দুধ- ১/৪ কাপ| চিনি- ৬ টি স্পুন | গুড় দুধ – ৩ টি স্পুন | কেওড়ার জল – ১/৪ টি স্পুন | কমলা ফুড কালার – ১/৪ টি স্পুন! খুব সহজেই পাওয়া যাবে এই সব উপকরণ!
advertisement
advertisement
প্রথমে গরম জলে কমলা ফুড কলার দিন। এরপর তাতে বাসমতি চাল দিয়ে দিন। চাল সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে নিন। এবার একটি কমলা লেবুর খোসাকে পেস্ট করুন আর কমলা লেবু কেটে নিন, বিচি জেন না থাকে সেটা খেয়াল রাখতে হবে। কড়াই তে ঘি গরম করে তাতে কয়েকটি এলাচ, লবঙ্গ দিন। গন্ধ বেরল কুচি করে কাটা কমলা লেবু দিন, সঙ্গে চিনি দিয়ে দিন। ভাল করে নাড়ার পর লেবুর যেস্ট, কিশমিশ দিন। এবার ভাত দিয়ে হালকা হাতে নেরে দিন, খেয়াল রাখবেন যেন চাল ভেঙে না যায়। ৩ মিনিট নাড়াচাড়ার পরে তাতে দুধ আর গুড় দুধ দিন। আবার নারাছারা করে তাতে কাজু, আখরোট দিন। এরপর কেওড়ার জল দিয়ে ঢাকা দিয়ে ধিমে আঁচে পাকতে দিন। ভাত হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন ।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 10, 2023 8:59 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Puja Recipes 2023: কমলা লেবুর পোলাও! মুখে দিলেই অমৃত! জেনে নিন কীভাবে রাঁধবেন!