সাজে লাগাম পরান, ষষ্ঠীর সকালে সুতির পোশাকে নজর কাড়ুক বেল্ট
- Published by:Rachana Majumder
Last Updated:
অনেকের ছুটি পরবে আজকের পর। তাই সকালটা দারুন সেজেগুজে অফিসে যাওয়া যেতেই পারে।
ষষ্ঠীর সন্ধ্যায় বিল্বতলে দেবীর বোধন। আজ থেকে চারটে দিন হই হই করে কাটিয়ে দেওয়ার মহাপার্বণশুরু।কিন্তু বাঙালির তো তর সয় না। বোধনের আগেই শুরু হয়ে যায় উৎসব। দু’টি বছর বাড়িতে বসে কাটিয়ে দেওয়ার পর এ বার আবার ষষ্ঠীর সকাল থেকেই টই টই করে ‘ঠাকুর দেখা’র পালা। শুধু দেখলেই তো হবে না। নিজেকেও করে নিতে হবে পুজোর জন্য প্রস্তুত।
কেমন হবে ষষ্ঠীর সকালের সাজ, কী পোশাক, কেমন মেক-আপ, কোন বিশেষত্বে দেওয়া যাবে অন্যকে মাত— দেখে নেওয়া যাক এক নজরে।
মেয়েদের পোশাক
advertisement
বিধি অনুসারে ষষ্ঠীর সকালে পুজো শুরুই হয়নি, কিন্তু ‘মন বসে কি আর’! তাও হয় তো অফিস যেতে হবে। অনেকের ছুটি পরবে আজকের পর। তাই সকালটা দারুন সেজেগুজে অফিসে যাওয়া যেতেই পারে।
advertisement
বেছে নেওয়া যেতে পারে শাড়ি, কিম্বা সালোয়ার বা একেবারে পশ্চিমা কোনও পোশাক যেমন জিনস-টপ বা স্কার্ট। তবে পোশাক যাই হোক না কেন, সকালবেলার পরিবেশের সঙ্গে মানানসই হওয়া চাই সাজগোজ। হালকা সুতির পোশাক বেছে নেওয়া যেতে পারে এ দিন সকালে। রঙে থাক আরামের ছোঁয়া। প্যাস্টেল শেডের উজ্জ্বল পোশাক পরা যেতে পারে। শাড়ি পরলে তার সঙ্গে টিম-আপ করে নেওয়া যেতে পারে টি-শার্ট, ক্রপ টপ অথবা শার্ট। আবার শার্টের সঙ্গে অন্য দিনের মতো প্যান্ট না পরে একটা লং বা মিড লেন্থ এথনিক স্কার্টও বেছে নেওয়া যায়।
advertisement
আরও পড়ুন : সঙ্গমে অনিচ্ছা? যৌন জীবনে জোয়ার আনবে এই সমস্ত খাবার
মেক-আপ
গরমের সকালে চড়া মেক-আপ করলে মোটেও ভাল লাগে না দেখতে। তাই হালকা বেস মেক-আপে চোখের কাজল, ঠোঁটের রঙে রাঙিয়ে তোলা যাক শারদীয়ার প্রথম দিনটি। তবে একটু সুগন্ধী দিনটিকে আলাদা করে দিতে পারে অন্য কাজের দিনের থেকে। নিত্য ব্যবহারের সুগন্ধী সরিয়ে আজ অফিসে একটি নতুন সুগন্ধী ব্যবহার করা যেতেই পারে।
advertisement
আলাদা হওয়ার চাবিকাঠি—
ষষ্ঠীর দিনের জন্য থাক একটা বেল্ট। চামড়ার যে কোমর বন্ধনীখানা প্রায় রোজই প্যান্টের সঙ্গে পরা হয়, সেটিই আজ না হয় বেঁধে ফেলুক শাড়ির অবাধ্য প্লিট। লং স্কার্টের ভিতরে টি-শার্ট বা শার্ট গুঁজে পরলেও একখানা জমকালো বেল্ট বেঁধে নেওয়া যায় কোমরে। সে ক্ষেত্রে অন্য অ্যাকসেসারিজ একটু কম হওয়াই ভাল। যেমন মানানসই একটা ঝোলা কানের দুল পরা যাক। গলা থাক খালি।
advertisement
ছেলেদের পোশাক
অফিসে কি আর সেজে যাওয়া যায়! কিন্তু অফিস ফেরত দু’একটা মণ্ডপ যে ঘুরে আসতে হবে! আজ তাই একটু আলাদা রকম পোশাকেই যাওয়া যাক অফিসে। যেমন রোজের প্যান্টের উপর পরে নেওয়া যেতে পারে একটু অন্য রকমের শার্ট। স্ট্রাইপ, চেক, সলিডের বাইরে এথনিক মোটিফের শার্ট বেছে নেওয়া যায়। সুতির হলে মন্দ কি! আজকাল বাগরু, ডাবু, কলমকারি, ব্লক প্রিন্ট মাত করে রেখেছে পুরুষের শার্টের বাজার। বেছে নিলেই হল।
advertisement
হালকা রঙের শর্ট কুর্তাতেও দারুন লাগবে ষষ্ঠীর কেজো অথচ ‘মন বসে কি আর’ সকালটা।
বিশেষ বিষয়—
করোনার দাপট কমলেও ভাইরাস এখনও বিদায় নেয়নি। তাই অতিরিক্ত ভিড়ে যাওয়ার সময় মাস্কে নাক-মুখ ঢাকতে ভুলে গেলে চলবে না। প্রয়োজনে পোশাকের সঙ্গে মানানসই মাস্ক নিয়ে বেরোতে হবে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 30, 2022 9:42 AM IST