Puja Fashion 2023: এ বার পুজোয় পুরুষদের ফ্যাশনেও মুর্শিদাবাদ সিল্ক! ট্রাই করতে পারেন অষ্টমী সন্ধ্যায়

Last Updated:

Puja Fashion 2023: সামনেই দুর্গাপুজো। আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি। শুধু মহিলাদের নয়, এবছর পুজোতে নজর কেড়েছে মুর্শিদাবাদের রেশমের তৈরি সিল্কের বিভিন্ন রকমের শার্ট পিস। 

+
এ

এ বার পুজোয় পুরুষদের ফ্যাশনেও মুর্শিদাবাদ সিল্ক!

মুর্শিদাবাদঃ সামনেই দুর্গাপুজো। আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি। শুধু মহিলাদের নয়, এবছর পুজোতে নজর কেড়েছে মুর্শিদাবাদের রেশমের তৈরি সিল্কের বিভিন্ন রকমের শার্ট পিস। শার্ট পিসে তৈরি করতে পারেন জামা বা পাঞ্জাবী। মুর্শিদাবাদ রেশম সিল্ক জগৎ জোড়া বিখ্যাত। তবে, শাড়ির যেমন কদর রয়েছে, ঠিক তেমনই এবছর বেশ চাহিদা তুঙ্গে সিল্কের শার্ট পিসের।
মুর্শিদাবাদ সিল্কের কথা সকলেই জানেন। সেই সিল্কের শাড়ি মুর্শিদাবাদে তৈরি হয়ে রওনা দেয় বিভিন্ন জেলা ও রাজ্যে। তবে এবছর নজর কাড়ছে এই সিল্কের জামার পিস। সিল্কের বিভিন্ন রকমের শার্ট পিস ছেলেদের পোষাকের জন্য তৈরী করা হচ্ছে। প্রায় ৫০০ টাকা প্রতি মিটার হিসেবে বিক্রি করছেন বিক্রেতারা। মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ, খড়গ্রাম, নবগ্রামে এই সিল্কের ছিটের চাহিদা তুঙ্গে। কেউ জামা, কেউ বা পাঞ্জাবী তৈরি করার জন্য ক্রয় করছেন ক্রেতারা।
advertisement
advertisement
মুর্শিদাবাদ সিল্কের ইতিহাস রয়েছে। অধুনা বাংলাদেশের রাজশাহী জেলা ও ভারতের মালদা ও মুর্শিদাবাদ বেঙ্গল সিল্কের প্রধান উৎপাদনস্থল হিসেবে হয় পরিগণিত। মুর্শিদাবাদ সিল্ক ইতিহাসের সেই নজিরই বহন করে এখনও। রেশম ও রেশম শাড়ি তৈরির কারখানা ইতিহাসের সিল্ক যুগের কথা মনে করিয়ে দেয়। বেঙ্গল সিল্ক বলতে মূলত বাংলাদেশের রাজশাহী, এই রাজ্যের মালদা ও মুর্শিদাবাদের সিল্ককেই বোঝানো হত সে কালে। কথিত আছে, রেশমচাষের পদ্ধতি, সিল্কের কার্যক্রম ও ব্যবসায় হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের জন্য টিপু সুলতান সুদূর মহীশুর থেকে শিক্ষানবিশ হিসেবে স্থানীয় তাঁতিদের পাঠিয়েছিলেন অবিভক্ত বাংলায়।
advertisement
প্রায় পাঁচ হাজার বছর আগে চিনে প্রথম রেশম আবিষ্কৃত হয়। আবিষ্কারের পর দীর্ঘদিন চিন সন্তর্পণে রেশমচাষ ও উৎপাদনে গোপনীয়তা বজায় রাখে। যা আজও বজায় রেখে তৈরী চলছে এই মুর্শিদাবাদ সিল্ক। মুর্শিদাবাদের মির্জাপুরে তৈরি করা হয় এই সিল্ক শাড়ি। পাশাপাশি নবগ্রাম ও খড়গ্রামে তৈরি হচ্ছে এই সিল্কের পুরুষদের জন্য শার্ট পিস।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Puja Fashion 2023: এ বার পুজোয় পুরুষদের ফ্যাশনেও মুর্শিদাবাদ সিল্ক! ট্রাই করতে পারেন অষ্টমী সন্ধ্যায়
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement