Pre-Wedding Photoshoot Location: প্রি-ওয়েডিং ফটোশ্যুটের লোকেশন খুঁজছেন? এই অপূর্ব জায়গায় এলে ছবির নায়ক-নায়িকার মতো দেখাবে যুগলকে
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
- hyperlocal
- Published by:Teesta Barman
Last Updated:
Pre-Wedding Photoshoot Location: ছোট বড় একাধিক সিনেমার শ্যুটিংও হয়ে থাকে এখানে। আর এই জায়গার সৌন্দর্যের টানে বারে বারে ছুটে আসেন মানুষেরা।
পুরুলিয়া: রাজ্য পর্যটন মানচিত্রে জেলা পুরুলিয়া অন্যতম স্থান অর্জন করেছে। ভ্রমণ পিপাসু মানুষদের পছন্দের ডেস্টিনেশনের তালিকায় অনেকখানি জায়গা করে নিয়েছে জেলা পুরুলিয়া। দু-একদিনের ছুটি পেলেই মানুষ চলে আসেন লাল মাটির এই জেলাতে। ফটো সেশনের জন্য আদর্শ জায়গা এই পুরুলিয়া। ছোট বড় একাধিক সিনেমার শ্যুটিংও হয়ে থাকে পুরুলিয়ার সুন্দরী অযোধ্যা পাহাড়ের আনাচে-কানাচে। আর এই অযোধ্যা পাহাড়ের সৌন্দর্যের টানে বারে বারে ছুটে আসেন মানুষেরা।
তবে এখন বেড়ানোর পাশাপাশি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে হচ্ছে প্রি-ওয়েডিং ফটোশ্যুট। বহু দম্পতি এখন বেছে নিচ্ছেন এই লাল মাটির জেলা। পুরুলিয়ার অযোধ্যা সুন্দরীর প্রকৃতির মাঝে প্রি-ওয়েডিং ফটোশ্যুট করতে। কারণ অযোধ্যা পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই মনোরম যে এখানে ফটোসেশন দুর্দান্ত হয়।
advertisement
advertisement
এ বিষয়ে অযোধ্যা পাহাড়ে প্রি-ওয়েডিং ফটোশ্যুট করতে আসা এক যুগল বলেন, ”পুরুলিয়া খুবই ভাল জায়গা, এখানে ভীষণ সুন্দর ভিউ পাওয়া যায়। এছাড়াও এখানে দুর্দান্ত বেশ কিছু রিসর্ট রয়েছে। বেশি টাকা খরচ করে অনেক দূরে গিয়ে প্রি ওয়েডিং ফটোশ্যুট করার থেকে কাছেপিঠে এই পাহাড়ি জেলাই ভাল। তাই এই জায়গাকেই আমরা বেছে নিয়েছি প্রি-ওয়েডিং-এর জন্য।”
advertisement
এক ফটোগ্রাফার বলেন, ”পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের লোকেশন ভীষণ সুন্দর। পাহাড় ও ঝর্ণার সংমিশ্রণে পুরুলিয়া অনন্য রূপে সেজে থাকে। তাই এখানে ফটোশ্যুট করলে ভীষণ সুন্দর দেখতে লাগে। তাঁরা অন্যান্য অনেক জায়গাতেই প্রি-ওয়েডিং ফটোশ্যুট করেছেন কিন্তু পুরুলিয়ার সৌন্দর্য একেবারেই আলাদা।”
আর দরকার নেই দূরে কোথাও যাওয়ার। মানুষ চাইলেই কাছেপিঠে এই সুন্দর জায়গাতেই নিজেদের বিশেষ মুহূর্তকে ক্যামেরাবন্দি করতে পারেন। তাই শুধুমাত্র বেড়ানোর জায়গায় নয়, পুরুলিয়ার অযোধ্যা পাহাড় হয়ে উঠেছে প্রি-ওয়েডিং ফটোশ্যুটের অন্যতম আদর্শ জায়গা।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 16, 2024 6:04 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Pre-Wedding Photoshoot Location: প্রি-ওয়েডিং ফটোশ্যুটের লোকেশন খুঁজছেন? এই অপূর্ব জায়গায় এলে ছবির নায়ক-নায়িকার মতো দেখাবে যুগলকে









