Pradosh Vrat 2023 : আজ পুণ্য প্রদোষ ব্রত, আপনার রাশি মিলিয়ে এই বিশেষ জিনিস দান করুন, অর্থকষ্ট থাকবে না

Last Updated:

Pradosh Vrat 2023 : রাশি অনুযায়ী দান করতে হবে বিশেষ জিনিস

শিবভক্তদের কাছে প্রদোষ ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ পঞ্জিকা অনুযায়ী, বছরের প্রতি মাসে প্রদোষ ব্রত পড়ে৷ দুই ধরনের প্রদোষ ব্রত হয়৷ একটি শুক্লপক্ষে পালিত হয়, অন্যটি পালিত হয় কৃষ্ণপক্ষে৷ শনিবার, ১৫ জুলাই পালিত হবে প্রদোষ ব্রত৷ অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কল্কি রামের মতে, এই তিথি পালন রলে মহাদেব এবং শনিদেবের আশীর্বাদ পাওয়া যাবে৷ রাশি অনুযায়ী দান করতে হবে বিশেষ জিনিস৷ তবেই জীবনে ধনসম্পদ, অর্থ ও সমৃদ্ধির অভাব থাকবে না৷
মেষ রাশি- এই রাশির জাতকদের পুণ্যতিথিতে দান করতে হবে ছাতা৷
বৃষ রাশি- শনিবারের পুণ্যতিথিতে এই রাশির জাতক জাতিকারা দান করুন কালো রঙের পোশাক৷
advertisement
মিথুন রাশি- সর্ষের তেল দান করুন এই রাশির জাতকরা৷
কর্কট রাশি- দরিদ্রদের দান করুন পোশাক৷ তাহলেই এই রাশির জাতক জাতিকাদের কোনও কষ্ট থাকবে না৷
advertisement
সিংহ রাশি- পোশাক ও খাবার দান করুন এই রাশির মানুষ৷
কন্যা রাশি- কম্বল ও কালো রঙের পোশাক দান করতে হবে এই রাশির জাতক জাতিকাদের৷
তুলা রাশি- দরিদ্রদের হাতে তুলে দিন অন্ন৷ তাহলে দেবতাদের আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন না৷
বৃশ্চিক রাশি- এই রাশির জাতক জাতিকাদের দান করতে হবে লোহার বাসন বা কালো পোশাক৷
advertisement
ধনু রাশি- যাঁরা এই রাশিতে জন্মগ্রহণ করেছএন, তাঁরা দান করুন কালো ছাতা বা জুতো৷
মকর রাশি- কালো ডাল, কালো তিল বা কালো পোশাক দান করুন দরিদ্রদের৷ এই রাশির জাতক জাতিকাদের কোনও কষ্ট থাকবে না৷
কুম্ভ রাশি- এই রাশির জাতক জাতিকারা দানাশস্য এবং কালো তিল দান করুন দরিদ্রদের৷ উপাসনা করুন শনিদেবের৷
advertisement
মীন রাশি- সাদা পোশাক ও সাদা ফুল দান করতে হবে এই রাশির জাতক জাতিকাদের৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Pradosh Vrat 2023 : আজ পুণ্য প্রদোষ ব্রত, আপনার রাশি মিলিয়ে এই বিশেষ জিনিস দান করুন, অর্থকষ্ট থাকবে না
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement