Postpartum Depression : সদ্য মা হয়েও সন্তানের প্রতি অনীহা? আত্মহত্যার ইচ্ছে? আপনি এই জটিল রোগের শিকার নন তো?

Last Updated:

Postpartum Depression : প্রতি ১০ জন মহিলার মধ্যে ১ জন এই সমস্যার শিকার হন৷ প্রতি ১০০ জনের মধ্যে ১ জনের ক্ষেত্রে এই সমস্যা জটিল হয়ে দেখা দেয়৷ তখন তাকে বলা হয় পোস্টপার্টাম সাইকোসিস৷

আপনি তখনই মানসিকভাবে ক্লান্ত বোধ করতে পারেন, যখন মনে হয় আপনি আপনার  দায়িত্ব পালনে অক্ষম। কাজটি তখন আরও বোঝার মতো মনে হবে৷ শেষে আপনার পেশাগত জীবনকে ব্যাহত হবে।
 বিরতি ছাড়া দীর্ঘ সময় কাজ করা আপনাকে মানসিক অবসাদগ্রস্ত করে তুলতে পারে।
আপনি তখনই মানসিকভাবে ক্লান্ত বোধ করতে পারেন, যখন মনে হয় আপনি আপনার দায়িত্ব পালনে অক্ষম। কাজটি তখন আরও বোঝার মতো মনে হবে৷ শেষে আপনার পেশাগত জীবনকে ব্যাহত হবে। বিরতি ছাড়া দীর্ঘ সময় কাজ করা আপনাকে মানসিক অবসাদগ্রস্ত করে তুলতে পারে।
শুধু শারীরিক নয়, অন্তঃসত্ত্বা অবস্থায় মহিলাদের মানসিক পরিবর্তনের মধ্যে দিয়েও যেতে হয়৷ ফলে তাঁদের মধ্যে আচরণগত পরিবর্তনও দেখা দেয় বহু ক্ষেত্রে৷ এই পরিবর্তন থেকে যায় সন্তানের জন্মের পরও৷ সেই সমস্যার পোশাকি নাম পোস্টপার্টাম ডিপ্রেশন বা পিপিডি৷ প্রতি ১০ জন মহিলার মধ্যে ১ জন এই সমস্যার শিকার হন৷ প্রতি ১০০ জনের মধ্যে ১ জনের ক্ষেত্রে এই সমস্যা জটিল হয়ে দেখা দেয়৷ তখন তাকে বলা হয় পোস্টপার্টাম সাইকোসিস৷
সমস্যার মূল কারণ এখনও অজ্ঞাত৷ তবে মনে করা হয় মাতৃত্বের ফলে শরীরে যে হরমোনাল পরিবর্তন দেখা দেয়, তার ফলেই এই সমস্যা দেখা দেয়৷
advertisement
একাধিক ক্ষেত্রে বিভিন্ন উপসর্গ দেখা দিলেও কিছু লক্ষণ বহুল প্রচলিত৷
advertisement
অস্বাভাবিক ক্লান্তি
অনিদ্রা
ঘন ঘন মুড পরিবর্তন
শারীরিক সম্পর্কের ইচ্ছে কমে যাওয়া
খিদে কমে যাওয়া
আরও পড়ুন : তীব্র গরমে আরাম পেতে ও সুস্থ থাকতে চুমুক দিন নিমফুলের শরবতে, সহজ রেসিপি রুজুতার
এই সাধারণ লক্ষণের পাশাপাশি দেখা দেয় আরও কিছু উপসর্গ৷ সদ্য মা হওয়ার পর অনেকেই সন্তানের দেখভাল করতে চান না৷ কেউ কেউ খুব অল্প কথাতেই রেগে যান৷ খিটখিটে হয়ে পড়েন৷ অকারণে কান্না চলে আসে৷ এমনকি, আত্মঘাতী হওয়ার ইচ্ছেও বিরল নয়৷ যদি এই সমস্যা দু সপ্তাহের বেশি স্থায়ী হয়, তাহলে মহিলাদের উচিত চিকিৎসকের পরামর্শ নেওয়া৷
advertisement
আরও পড়ুন : শারীরিক সম্পর্কের মূল পর্বের আগে ফোর প্লে-তেই রোমাঞ্চকর যৌনজীবন
রোগের তীব্রতা বুঝে বিভিন্ন ভাবে চিকিৎসা করা হয় পিপিডি-র৷ দেওয়া হয় অ্যান্টি ডিপ্রেস্যান্ট এবং অ্যান্টি অ্যাংজাইটি মেডিসিন৷ সাইকোথেরাপির পাশাপাশি চলতে থাকে কাউন্সেলিংও৷ এই রোগের চিকিৎসা চলাকালীন ডিপ্রেশনের সমস্যা থাকলে চিকিৎসককে সেটা বিশদে জানাতে হবে৷ প্রেগন্যান্সি ও পোস্ট ডেলিভারি পর্বে আপনার মনের গতিপ্রকৃতি অনুসন্ধান করবেন চিকিৎসক৷ উপযুক্ত চিকিৎসা ও ওষুধে এই সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Postpartum Depression : সদ্য মা হয়েও সন্তানের প্রতি অনীহা? আত্মহত্যার ইচ্ছে? আপনি এই জটিল রোগের শিকার নন তো?
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement