• Home
 • »
 • News
 • »
 • life-style
 • »
 • ঘরের জানলা খুলে রাখুন!‌ বদ্ধ ঘরে সহজে সংক্রমিত হয় করোন ভাইরাস

ঘরের জানলা খুলে রাখুন!‌ বদ্ধ ঘরে সহজে সংক্রমিত হয় করোন ভাইরাস

একটি গবেষণায় প্রকাশ পেয়েছে, করোনা ভাইরাসের মাপ ১০০ মাইক্রোনের থেকে কম কম।

একটি গবেষণায় প্রকাশ পেয়েছে, করোনা ভাইরাসের মাপ ১০০ মাইক্রোনের থেকে কম কম।

একটি গবেষণায় প্রকাশ পেয়েছে, করোনা ভাইরাসের মাপ ১০০ মাইক্রোনের থেকে কম কম।

 • Share this:

  #‌লন্ডন:‌ অনেকেই হয়ত জানেন, গবেষকরা বলেছেন যেখানে হাওয়া খেলবে, এখানে করোনা সংক্রমণের সম্ভবনা কম। সেই কারমে গাড়িতে এসি না চালিয়ে ভ্রমণ করা পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ঘরের ক্ষেত্রেও সেটি প্রযোজ্য। গবেষকরা বলছেন, বাড়িতে যদি যথেষ্ট হাওয়া বাতাস খেলতে পারে, তাহলেই করোনা সংক্রমণের পরিমাণ কমতে পারে। হাওয়া বাতাস না চলাচল করলে বায়ুবাহিত করোনা সংক্রমণের পরিমাণ বাড়তে পারে।

  একটি গবেষণায় প্রকাশ পেয়েছে, করোনা ভাইরাসের মাপ ১০০ মাইক্রোনের থেকে কম কম। এটি হাঁচি বা কাশির মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে। কিন্তু এর মধ্যে থাকে জল, লবন ইত্যাদি নানারকম উপাদান। কিন্তু এটি থেকে জল বাস্প হয়ে গেলে অন্য উপাদান গুলি হাল্কা হয়ে যায় এবং সেটি বাতাসে উঠে বেড়ানোর যোগ্য হয়ে ওঠে। সেই কারণেই যদি একটি ঘরে দরজা বন্ধ করা থাকে, তাহলে ঘরের মধ্যে সহজে বাতাসে ঘুরে বেড়াতে পারে ভাইরাস। কিন্তু হাওয়া চলাচল করলে সেটি বাতাসের সঙ্গে ভেসে যেতে পারে।

  তাঁরা বলেছেন, অনেক সময়েই যান্ত্রিক ভেন্টিলেশনের ফলে ভাইরাস ঘরের মধ্যেই থেকে যেতে পারে। সেই কারণেই প্রাকৃতিক ভেন্টিলেশনের প্রয়োজন। সারে ইউনিভার্সিটির প্রশান্ত কুমার জানিয়েছেন, বাড়ির বা যে কোনও নির্মাণের ভিতরে যদি যথেষ্ট হাওয়া খেলার উপায় থাকে, তাহলে ভাইরাসের সংক্রমণ অনেকটাই কমে যেতে পারে।

  Published by:Uddalak Bhattacharya
  First published: