আর লুডো নয়! প্রিয়জনের সঙ্গে মেতে উঠুন এই নতুন খেলাতে
Last Updated:
আর লুডো নয়! প্রিয়জনের সঙ্গে মেতে উঠুন এই নতুন খেলাতে
#কলকাতা: জীবন চলছে রকেটের গতীতে! ফাস্ট লাইফে মানুষ যেন রোবোট! হারিয়ে যাচ্ছে ইমোশন, ফিলিংস! সেক্স-লাইফও মরচে পড়া! কেমন যেন ম্যারমেরে, একঘেয়ে, বেরঙিন! অথচ সুস্থ জীবনের জন্য একটা উত্তেজনাময় যৌন জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ! কাজেই, রঙিন করে তুলুন সেক্স লাইফ ! সঙ্গী বা সঙ্গীনিকে আবিষ্কার করুন নতুন করে, নতুন ভাবে! মিলনের আগে একে অপরকে একটু সময় দিন! মজার অথচ সেনশুয়াস কিছু খেলার মধ্যে দিয়ে নিজেদের প্যাম্পার করুন, ঝড় তুলুন শরীরে-
১) রেশমের রুমাল দিয়ে চোখ বেঁধে দিন প্রিয়জনের । অনাবৃত শরীরে একে একে বুলিয়ে দিন পালক, বরফ, নরম দড়ি, সিল্ক, উল, নরম বল! দেখুন ক'টার সঠিক উত্তর দিতে পারে! যতগুলো ঠিক উত্তর, ততগুলো চুমু!
২) রং করার মতো ভাল স্ট্রেস বাস্টার খুব কমই আছে! 'লাক্সারি বাথ আইটেম' বিক্রি করে, এমন দোকানে পাবেন 'বডি পেইন্টস'। পাওয়া যায় ডার্ক চকোলেট ও মিল্ক চকোলেট ফ্লেভারেও। মিলনের আগে একে অপরের ক্যানভাস হলে ক্ষতি কী?
advertisement
advertisement
৩) কথায় বলে, জিভেই সব আনন্দ! তা একদিন থেকে ঠিক! সঙ্গীর চোখ বেঁধে, একে একে খাওয়ান কনট্রাস্ট স্বাদের খাবার! যেমন প্রথমে চকোলেট মাখানো হালকা উষ্ণ ব্রাউনি, তারপরেই ঠান্ডা আইসক্রিম।
৪) হাতের প্রতিটি আঙুলে হুইপড ক্রিম মাখিয়ে ছুঁয়ে যান প্রিয়জনের ঠোঁটে! হালকা উষ্ণ টোম্যাটো স্যুপও কিন্তু সেক্স্যুয়াল চাহিদা বাড়াতে এক্সপার্ট!
৫) নগ্নতায় কোনও শিহরণ নেই! কাজেই, ধীরে ধীরে সঙ্গীকে নিরাভরণ করুন!
advertisement
৬) মিলনের পর জল দিয়ে স্নান তো করবেনই! কাজেই, মিলনের সময় চকোলেট সিরাপের স্নানে মাতলে মন্দ কী? আর হ্যাঁ, সেক্সের পর, একসঙ্গে স্নান করা মাস্ট!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 29, 2018 4:20 PM IST