#কলকাতা: বাড়ির দিক অনেকসময় বাস্তু মেনে করা সম্ভব হয় না ৷ শহরের ফ্যালটবাড়ির ক্ষেত্রে তো বাস্তুসম্মতভাবে বাড়ি তৈরি করা প্রায় অসম্ভব ৷ তবে ঘরের ভিতরের আসবাবপত্র ইচ্ছে করলেই বাস্তু মেনে সাজাতে পারেন ৷ এতে সংসারে সমৃদ্ধি আসবে ৷ জেজে নিন বাস্তু মেনে কোথায় রাখবেন কোন আসবাব ৷
আরও পড়ুন: গ্রহ দোষ? জেনে নিন কোন গ্রহের জন্য কোন রুদ্রাক্ষ ধারণ করবেন
১। আলমারী সর্বদা উত্তরদিকে রাখা উচিত। চেক বুক, পাস বুক ইত্যাদিও উত্তরে ডান হাতের দিকে রাখা উচিত। ২। এয়ার কুলার পশ্চিমদিকে রাখা উচিত। ৩। ফার্নিচার দক্ষিণ বা পশ্চিম দিকে রাখা উচিত। ৪। হাল্কা ফার্নিচার উত্তরদিকে রাখা যেতে পারে। ৫। ফার্নিচার সরাসরি মেঝের উপর না বসিয়ে ফার্নিচারের নীচে কাঠের টুকরো পাটাতন হিসাবে রাখা উচিত। ৬। কোনো কক্ষে বসার সময় গৃহ কর্তার মুখ পূর্ব বা উত্তর দিকে যাতে থাকে সেদিকে লক্ষ্য রাখা উচিত। বাস্তুশাস্ত্রের কোনও জাত নেই। বাস্তু হল স্থাপত্যের কলা ও বিজ্ঞান। বাস্তু যে মানবে ফল তারই।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Furniture, Home Decoration, Room decoration, Vastu