যেমন খুশি নয়, বাস্তু মেনে আসবাব রাখলেই সংসারে শ্রীবৃদ্ধি আসবে
Last Updated:
বাড়ির দিক অনেকসময় বাস্তু মেনে করা সম্ভব হয় না ৷ শহরের ফ্যালটবাড়ির ক্ষেত্রে তো বাস্তুসম্মতভাবে বাড়ি তৈরি করা প্রায় অসম্ভব ৷ তবে ঘরের ভিতরের আসবাবপত্র ইচ্ছে করলেই বাস্তু মেনে সাজাতে পারেন ৷
#কলকাতা: বাড়ির দিক অনেকসময় বাস্তু মেনে করা সম্ভব হয় না ৷ শহরের ফ্যালটবাড়ির ক্ষেত্রে তো বাস্তুসম্মতভাবে বাড়ি তৈরি করা প্রায় অসম্ভব ৷ তবে ঘরের ভিতরের আসবাবপত্র ইচ্ছে করলেই বাস্তু মেনে সাজাতে পারেন ৷ এতে সংসারে সমৃদ্ধি আসবে ৷ জেজে নিন বাস্তু মেনে কোথায় রাখবেন কোন আসবাব ৷
১। আলমারী সর্বদা উত্তরদিকে রাখা উচিত। চেক বুক, পাস বুক ইত্যাদিও উত্তরে ডান হাতের দিকে রাখা উচিত।
advertisement
২। এয়ার কুলার পশ্চিমদিকে রাখা উচিত।
৩। ফার্নিচার দক্ষিণ বা পশ্চিম দিকে রাখা উচিত।
৪। হাল্কা ফার্নিচার উত্তরদিকে রাখা যেতে পারে।
advertisement
৫। ফার্নিচার সরাসরি মেঝের উপর না বসিয়ে ফার্নিচারের নীচে কাঠের টুকরো পাটাতন হিসাবে রাখা উচিত।
৬। কোনো কক্ষে বসার সময় গৃহ কর্তার মুখ পূর্ব বা উত্তর দিকে যাতে থাকে সেদিকে লক্ষ্য রাখা উচিত।
বাস্তুশাস্ত্রের কোনও জাত নেই। বাস্তু হল স্থাপত্যের কলা ও বিজ্ঞান। বাস্তু যে মানবে ফল তারই।
Location :
First Published :
July 16, 2018 9:14 AM IST