বিষ্ণুপ্রিয়ার প্রিয় ফুলের রঙেই সম্পূর্ণ হোক লক্ষ্মী পুজোর সাজ! আপনিও হয়ে উঠতে পারেন সদ্য ফোটা ফুলের মতোই সুন্দর!
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Kojagarai LakshmiPuja 2022: এমনকী প্রচলিত বিশ্বাস অনুযায়ী, দীপাবলী অথবা কোজাগরী পূর্ণিমাতে মা লক্ষ্মীকে পদ্ম ফুল দিয়ে পুজো করা হলে তিনি প্রসন্ন হন। তাই পদ্মের রঙের সঙ্গে রঙ মিলিয়েই কোজাগরী লক্ষ্মী পুজোর পোশাক বেছে নিতে পারেন।
রাত পোহালেই কোজাগরী লক্ষ্মী পুজো। পুজোর সমস্ত জোগাড় নিশ্চয়ই সারা? কিন্তু সে দিন কোন রঙের পোশাক পরে পুজোয় বসবেন, সেটাই ঠিক করে উঠতে পারছেন না? চিন্তা নেই! আমরা আছি তো না কি! দেবী লক্ষ্মীর বড় পছন্দের ফুল হল পদ্ম। আর তিনি নিজেও পদ্ম বা কমলের উপর বিরাজ করেন। তাই তাঁকে ‘কমলা’ বা ‘কমলাসনা’-ও বলা হয়।
এমনকী প্রচলিত বিশ্বাস অনুযায়ী, দীপাবলি অথবা কোজাগরী পূর্ণিমাতে মা লক্ষ্মীকে পদ্ম ফুল দিয়ে পুজো করা হলে তিনি প্রসন্ন হন। তাই পদ্মের রঙের সঙ্গে রঙ মিলিয়েই কোজাগরী লক্ষ্মী পুজোর পোশাক বেছে নিতে পারেন। অর্থাৎ গোলাপি রঙের পোশাক পরেই ওই দিনে পুজোয় বসতে পারেন। আর গোলাপি রঙের কোনও না-কোনও শাড়ি বা সাবেকি পোশাক আলমারিতে একটা অন্তত থাকবেই। তাই দেখে নেওয়া যাক, গোলাপির নানা শেড। আর গোলাপি রঙের শাড়ি পরে নিলেই আপনিও হয়ে উঠতে পারেন একেবারে সদ্য ফোটা পদ্মের মতোই সুন্দর আর স্নিগ্ধ!
advertisement
পাউডার পিঙ্ক:
advertisement
পাউডার পিঙ্ক খুবই হালকা একটা রঙ। যা চোখকেও আরাম দেবে। এই শেডের সুতি কিংবা সিল্কের শাড়ি পরেই বসে যেতে পারেন পুজোয়। পাউডার পিঙ্ক সিল্ক শাড়িতে যদি সোনালি জরির কাজ থাকে, তা-হলে তো সোনায় সোহাগা!
আরও পড়ুন : কোজাগরীর আগেই পুজোর কাঁসা-পিতলের বাসন করে তুলুন চাঁদের মতো উজ্জ্বল; রইল সহজ উপায়ের হদিশ!
বেবি পিঙ্ক:
advertisement
এই শেডের গোলাপিও বড্ড সুন্দর। লিনেন কিংবা খাদির বেবি পিঙ্ক রঙা শাড়ি তো অতুলনীয়! এর সঙ্গে সিলভার জ্যুয়েলারিও দারুন যাবে। তবে যদি রুপোলি জরির কাজ করা বেবি পিঙ্ক রঙা বেনারসি থাকে, তা-হলে তো কথাই নেই! আসলে এই কম্বিনেশনটা বেনারসির ক্ষেত্রে একটু আনকমনই বটে। আর এর সঙ্গে অবশ্যই পরতে হবে সিলভার জ্যুয়েলারি।
advertisement
ঘন গোলাপি:
ঘন গোলাপি রঙটা ভারী উজ্জ্বল। যে কোনও অবস্থাতেই নজর কাড়বেই এই শেড। দক্ষিণী শাড়িতে এই রঙটা যেন আরও বেশি করে ফুটে ওঠে। তাই পুজোয় বসার জন্য বেছে নিতেই পারেন বিভিন্ন ডিজাইনের ঘন গোলাপি মঙ্গলগিরি সিল্ক অথবা কটন শাড়ি। আর শাড়িতে থাকা জরির রঙের সঙ্গে মিলিয়ে গয়নাও পরে নিতে হবে।
advertisement
রানি পিঙ্ক:
যাঁরা ভারী কাজের শাড়ি-গয়না পরে মা লক্ষ্মীর আরাধনায় বসতে চান, তাঁরা বেছে নিতে পারেন এই রানি পিঙ্ক রঙটা। সোনালি জরির কাজের এই শেডের কাতান বেনারসি পুজোর জন্য একেবারে আদর্শ। এ-ছাড়াও বেছে নিতে পারেন রানি রঙা একটা কাঞ্জিভরম সিল্ক। সঙ্গে অবশ্যই পরে নিতে পারেন সোনার সাবেকি গয়না।
advertisement
আরও পড়ুন : নারকেল নাড়ু, পায়েস ছাড়া কোজাগরীর ভোগ হয় না! এবার দুইয়ে মিলিয়ে মা লক্ষ্মীকে নিবেদন করুন নারকেলের পায়েস!
অনিয়ন পিঙ্ক:
পিঁয়াজের খোসার গোলাপি রঙটা ভারী সুন্দর! তাই না? গোলাপির এই শেডটাও কিন্তু খুবই আনকমন। পুজোয় বসার জন্য তাই পিঁয়াজের খোসার গোলাপি রঙের একটা তসর সিল্ক বেছে নিতেই পারেন। কিংবা জমি জুড়ে জরির কাজ করা পিঁয়াজ রঙা সিল্কের শাড়িও বেছে নেওয়া যেতে পারে। তবে তসরের শাড়ি বাছলে পরে নিতে পারেন সিলভার জ্যুয়েলারি।
advertisement
বিশেষ টিপস:
গোলাপি শাড়ির সঙ্গে ম্যাচ করে চুলের খোঁপা অথবা চুলের বিনুনিতে গুঁজে নিতে পারেন গোলাপি রঙের পদ্ম ফুলের দু’টো কুঁড়ি। অথবা চুল খোলা রাখতে চাইলে সাইড দিয়ে আটকে নিতে পারেন পদ্মের কুঁড়ি।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 08, 2022 11:54 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
বিষ্ণুপ্রিয়ার প্রিয় ফুলের রঙেই সম্পূর্ণ হোক লক্ষ্মী পুজোর সাজ! আপনিও হয়ে উঠতে পারেন সদ্য ফোটা ফুলের মতোই সুন্দর!