গোলাপি নুন! মাত্র এক চিমটেতেই ত্বকে ছড়িয়ে দেবে পদ্মের আভা, নজর সরবে না লাবণ্যের ছটায়!

Last Updated:

Benefits of pink Salt: পিঙ্ক সল্টে এমন অনেক ভিটামিন এবং খনিজ পাওয়া যায় যেগুলো ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে।

গোলাপি নুনে পাওয়া যায় ৮৪ রকমের খনিজ এবং স্ট্রেস উপশমকারী উপাদান
গোলাপি নুনে পাওয়া যায় ৮৪ রকমের খনিজ এবং স্ট্রেস উপশমকারী উপাদান
পিঙ্ক ফ্লয়েড তো জানা আছে কিন্তু পিঙ্ক সল্ট! রক ব্যান্ডের মতো এরও দেশ জোড়া খ্যাতি। তবে রূপচর্চায়। পিঙ্ক সল্ট মানে গোলাপি নুন। সাধারণ নুনে সোডিয়াম এবং ক্লোরাইড থাকে। কিন্তু গোলাপি নুনে পাওয়া যায় ৮৪ রকমের খনিজ এবং স্ট্রেস উপশমকারী উপাদান। এর মধ্যে পটাশিয়াম, ক্যালসিয়ামের মতো সাধারণ খনিজের পাশাপাশি রয়েছে স্ট্রন্টিয়াম, মলিবডেনামের মতো কম পরিচিত খনিজও। ত্বকচর্চায় এগুলোই কামাল দেখায়।
পিঙ্ক সল্টের উপকারিতা: পিঙ্ক সল্টে এমন অনেক ভিটামিন এবং খনিজ পাওয়া যায় যেগুলো ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। পাশাপাশি এটা ত্বককে বলিরেখা মুক্ত করতেও সহায়ক।
মুলতানি মাটির সঙ্গে পিঙ্ক সল্ট: মুলতানি মাটি ত্বক ঠান্ডা রাখে। পাশাপাশি ব্রণ কমাতেও সাহায্য করে। এর সঙ্গে পিঙ্ক সল্ট মিশিয়ে তৈরি করতে হবে ফেস মাস্ক। এ জন্য লাগবে ১/৪ চা চামচ পিঙ্ক সল্ট, ২ চা চামচ মুলতানি মাটির গুঁড়ো এবং গোলাপ জল। প্রথমে একটা পাত্রে মুলতানি মাটি নিয়ে তাতে পিঙ্ক সল্ট এবং গোলাপ জল ভাল করে মিশিয়ে নিতে হবে। এবার ব্যবহার করতে হবে ঘরে তৈরি ফেস মাস্ক।
advertisement
advertisement
লাগানোর পদ্ধতি: প্রথমে মুখ ভাল করে ধুয়ে মুছে নিতে হবে। তারপর লাগাতে হবে পেস্ট। ২৫ মিনিট পর পেস্ট শুকিয়ে গেলে ধুয়ে ফেলতে হবে মুখ।
আরও পড়ুন :  রাসায়নিক ছেড়ে বাড়িতেই বানান রুজ-লিপস্টিক, ঠোঁট-গাল হবে গোলাপের মতো
গোলাপের পাপড়ির পাউডার এবং পিঙ্ক সল্ট: গোলাপের পাপড়ির গুঁড়ো শুকনো ত্বকের মহৌষধ। ত্বকের নিস্তেজ ভাব কমাতেই এর জুড়ি নেই। পাশাপাশি এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টের মতো উপাদান যা ত্বকের ক্ষতিগ্রস্ত কোষগুলোকেও মেরামত করে। এই পেস্ট তৈরি করতে লাগবে ১/৪ চা চামচ পিঙ্ক সল্ট, ১ টেবিল চামচ গোলাপের পাপড়ির গুঁড়ো এবং গোলাপ জল।
advertisement
পেস্ট বানানো এবং লাগানোর পদ্ধতি: প্রথমে একটা পাত্রে গোলাপের পাপড়ির গুঁড়ো, গোলাপ জল এবং পিঙ্ক সল্ট ভাল করে মিশিয়ে নিতে হবে। তারপর মুখে লাগাতে হবে প্যাক। শুকোনোর জন্য মিনিট ২০ অপেক্ষার পর মুখ ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে।
আরও পড়ুন :  ভারতীয় স্বামীর সঙ্গে হরিয়ানভি সুরে মজলেন তাঁর অস্ট্রেলীয় তরুণী স্ত্রী
কমলালেবুর খোসার গুঁড়ো দিয়ে পিঙ্ক সল্ট: কমলালেবুর খোসা ব্রণ, ব্ল্যাকহেডস এবং হোয়াইটহেডসের মতো সমস্যা দূর করতে সাহায্য করে। পাশাপাশি মুখকে নরম ও সতেজ রাখে। পেস্ট তৈরি করতে লাগবে ১/৪ চা চামচ পিঙ্ক সল্ট এবং ১টা বড় কমলালেবুর খোসার গুঁড়ো। প্রথমে সবকটা উপাদান ভাল করে মিশিয়ে নিতে হবে। তারপর লাগাতে হবে মুখে। ২৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
গোলাপি নুন! মাত্র এক চিমটেতেই ত্বকে ছড়িয়ে দেবে পদ্মের আভা, নজর সরবে না লাবণ্যের ছটায়!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement