Pigeons: ভারতের এই গ্রামে কোটি কোটি টাকার মালিক পায়রা, রয়েছে বিঘের পর বিঘে জমি, সারি সারি দোকান-ও

Last Updated:
#রাজস্থান: রাজস্থান রাজা-রাজরাদের রাজ্য! এখানে লাখোপতি- কোটিপতির দেখা মেলে ফুৎকারে! কিন্তু জানেন কি, এখানে এমন অনেক পায়রা (Pigeons) আছে যারা কোটি কোটি টাকার মালিক? হেঁচকি উঠছে তো? ভাবছেন এ আবার কীরকম গাঁজাখুড়ি কথা? কিন্তু এ এক্কেবারেই গল্পকথা নয়, ঘোর বাস্তব! রাজস্থানের নওগরে অবস্থিত ছোট্ট গ্রাম জাসনগরে বাস কোটিপতি সব পায়রাদের (Pigeons)! একেক জনের নামে রয়েছে লক্ষ-কোটি টাকার সম্পত্তি। কিন্তু কীভাবে ?
এই গ্রামের ধনি পায়ারাদের সম্পত্তির ফিরিস্তি শুনলে চোখ কপালে উঠবে! তাদের নামে রয়েছে একাধিক দোকান, কিলোমিটারের পর কিলোমিটার জমি, নগদ টাকা তো রয়েছেই! জানা গিয়েছে, ওই অঞ্চলের প্রায় ২৭টি দোকান , মোট ১২৬ বিঘা জমি রয়েছে ও ব্যাংকে ৩০ লক্ষ টাকা গচ্ছিত রয়েছে। এখানেই শেষ নয়! প্রায় দশ বিঘা জমির উপর তৈরি ৪০০টি গৌশালার মালিকও পায়রারা, সেখানে রয়েছে ৫০০টি গরু, সেরি দুগ্ধযাত পণ্য বিক্রি করেও প্রচুর টাকা রোজগার হয়।
advertisement
advertisement
কিন্তু কীভাবে এই পাখির দল এত টাকার মালিক হল? স্থানীয় বাসিন্দা প্রভুসিং রাজপুরোহিত জানান, প্রায় ৪ দশক আগে ব্যবসায়ী সজ্জনরাজ জৈন তৈরি করেছিলেন কবুতরণ ট্রাস্ট। এরপর সেই প্রথা চলে আসছে। পাখিদের দেখভালের জন্য তৈরি করা ট্রাস্টে সবাই নিজেদের সাধ্য মতো অনুদান দেন। এই ট্রাস্টের টাকায় তৈরি হয়েছে ২৭ টি দোকান, সেই দোকানের ভাড়ার টাকায় পাখিদের দেখাভাল চলে। তাদের যত্ন-আত্তি, রোজগার দানাপানির যোগান। ২৭টি দোকানের মাসিক ভাড়া ৮০ হাজার টাকা। পায়রাদের নামে রয়েছে বহু জমি যা ভাড়া দেওয়া হয়, এবং সব টাকাই জমা পড়ে ব্যাঙ্কে! সেখান থেকে সমস্ত খরচা হয় এবং বর্তমানে ব্যাঙ্কে গচ্ছিত টাকার অঙ্ক ৩০ লাখ।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Pigeons: ভারতের এই গ্রামে কোটি কোটি টাকার মালিক পায়রা, রয়েছে বিঘের পর বিঘে জমি, সারি সারি দোকান-ও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement