উল্টোরথে পিএইচডি ডিগ্রিধারীদের বিশেষ কীর্তন ! দেখুন ভিডিও
Last Updated:
ঠাকুরপুকুর ক্লাবের পুজো ৷ কর্মকর্তাদের উদ্যোগে উল্টো রথে দড়ি টানল কচিকাচারা ৷ তবে এরা সকলেই ক্যান্সারের সঙ্গে পাঞ্জা লড়ছে ৷ চলছে কেমোথারাপি ৷ ছোট ছোট ছেলেমেয়েদের মুখে হাসি ফোটাতে এই প্রচেষ্টা কর্তৃপক্ষের ৷ আর এর সঙ্গে জুড়ে ছিলেন কিছু বিশিষ্টরা ৷ এরা সকলেই পিএইডি ডিগ্রিধারী ৷
#কলকাতা: ঠাকুরপুকুর ক্লাবের পুজো ৷ কর্মকর্তাদের উদ্যোগে উল্টো রথে দড়ি টানল কচিকাচারা ৷ তবে এরা সকলেই ক্যান্সারের সঙ্গে পাঞ্জা লড়ছে ৷ চলছে কেমোথারাপি ৷ ছোট ছোট ছেলেমেয়েদের মুখে হাসি ফোটাতে এই প্রচেষ্টা কর্তৃপক্ষের ৷ আর এর সঙ্গে জুড়ে ছিলেন কিছু বিশিষ্টরা ৷ এরা সকলেই পিএইডি ডিগ্রিধারী ৷ সকলেই কলেজের অধ্যাপক ৷ সারা সপ্তাহ ছাত্র পড়ান ৷ কিন্তু পড়ানো ছাড়া এঁদের ভাললাগাল বিষয় কীর্তন ৷
advertisement
বাংলার লোক সংস্কৃতির অঙ্গ কীর্তন গান ৷ কীর্তন জনপ্রিয় করে তোলেন মহাপ্রভু শ্রীচৈতন্য ৷ তিনি মনে করতেন ঈশ্বরের অর্চনায় গানের থেকে সহজ মাধ্যম আর কিছু হতে পারে না ৷ তবে ধীরে ধীরে গ্রাম বাংলায় সীমাবদ্ধ হয়ে পড়ে এই ভক্তি গান ৷ কিন্তু বাংলার এই গৌরব ধরে রাখতে বদ্ধপরিকর প্রভুজি সংঘ ৷ এই সংঘের সদস্যরা সকলেই শিক্ষিত এবং সমাজে প্রতিষ্ঠিত ৷
advertisement
এই সংঘের সদস্যদের মধ্যে রয়েছেন ডঃ গৌতম বন্দ্যোপাধ্যায় ( অ্যাসোসিয়েট প্রফেসর, NIT, দুর্গাপুর ), ডঃ সিদ্ধকাম ভট্টাচার্য ( চার্টর্ড আক্যাউন্টেন্ট ), ডঃ অরিজিত ঘোষ ( অ্যাসিস্টেন্ট প্রফেসর, সেন্ট জেভিয়ার্স কলেজ ), সায়ন গুপ্ত ( পিএইচডি স্কলার ) এমন আরও অনেকেই ৷ শুধুমাত্র রবিবারের উল্টোরথে নয়, কলকাতায় এমন অনেক অনুষ্ঠানে কীর্তন পরিবেশন করে চলেছে প্রভুজি সংঘ ৷ বাংলার লোকসংস্কৃতিকে পুনরদ্ধার করতে এঁদের প্রয়াসকে সাধুবাদ আমাদের ৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 22, 2018 6:36 PM IST