উল্টোরথে পিএইচডি ডিগ্রিধারীদের বিশেষ কীর্তন ! দেখুন ভিডিও

Last Updated:

ঠাকুরপুকুর ক্লাবের পুজো ৷ কর্মকর্তাদের উদ্যোগে উল্টো রথে দড়ি টানল কচিকাচারা ৷ তবে এরা সকলেই ক্যান্সারের সঙ্গে পাঞ্জা লড়ছে ৷ চলছে কেমোথারাপি ৷ ছোট ছোট ছেলেমেয়েদের মুখে হাসি ফোটাতে এই প্রচেষ্টা কর্তৃপক্ষের ৷ আর এর সঙ্গে জুড়ে ছিলেন কিছু বিশিষ্টরা ৷ এরা সকলেই পিএইডি ডিগ্রিধারী ৷

#কলকাতা: ঠাকুরপুকুর ক্লাবের পুজো ৷ কর্মকর্তাদের উদ্যোগে উল্টো রথে দড়ি টানল কচিকাচারা ৷ তবে এরা সকলেই ক্যান্সারের সঙ্গে পাঞ্জা লড়ছে ৷ চলছে কেমোথারাপি ৷ ছোট ছোট ছেলেমেয়েদের মুখে হাসি ফোটাতে এই প্রচেষ্টা কর্তৃপক্ষের ৷ আর এর সঙ্গে জুড়ে ছিলেন কিছু বিশিষ্টরা ৷ এরা সকলেই পিএইডি ডিগ্রিধারী ৷ সকলেই কলেজের অধ্যাপক ৷ সারা সপ্তাহ ছাত্র পড়ান ৷ কিন্তু পড়ানো ছাড়া এঁদের ভাললাগাল বিষয় কীর্তন ৷
advertisement
বাংলার লোক সংস্কৃতির অঙ্গ কীর্তন গান ৷ কীর্তন জনপ্রিয় করে তোলেন মহাপ্রভু শ্রীচৈতন্য ৷ তিনি মনে করতেন ঈশ্বরের অর্চনায় গানের থেকে সহজ মাধ্যম আর কিছু হতে পারে না ৷ তবে ধীরে ধীরে গ্রাম বাংলায় সীমাবদ্ধ হয়ে পড়ে এই ভক্তি গান ৷ কিন্তু বাংলার এই গৌরব ধরে রাখতে বদ্ধপরিকর প্রভুজি সংঘ ৷ এই সংঘের সদস্যরা সকলেই শিক্ষিত এবং সমাজে প্রতিষ্ঠিত ৷
advertisement
এই সংঘের সদস্যদের মধ্যে রয়েছেন ডঃ গৌতম বন্দ্যোপাধ্যায় ( অ্যাসোসিয়েট প্রফেসর, NIT, দুর্গাপুর ), ডঃ সিদ্ধকাম ভট্টাচার্য ( চার্টর্ড আক্যাউন্টেন্ট ), ডঃ অরিজিত ঘোষ ( অ্যাসিস্টেন্ট প্রফেসর, সেন্ট জেভিয়ার্স কলেজ ), সায়ন গুপ্ত ( পিএইচডি স্কলার ) এমন আরও অনেকেই ৷  শুধুমাত্র রবিবারের উল্টোরথে নয়, কলকাতায় এমন অনেক অনুষ্ঠানে কীর্তন পরিবেশন করে চলেছে প্রভুজি সংঘ ৷ বাংলার লোকসংস্কৃতিকে পুনরদ্ধার করতে এঁদের প্রয়াসকে সাধুবাদ আমাদের ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
উল্টোরথে পিএইচডি ডিগ্রিধারীদের বিশেষ কীর্তন ! দেখুন ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement