Pedicure at Home: বাড়িতেই পেডিকিওর! বিনা খরচে দূর হবে পায়ের কালো ছোপ, কাজে লাগান এই ফলের খোসা
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
পায়ের সৌন্দর্য ফিরিয়ে আনতে পার্লারে গিয়ে একগাদা টাকা খরচ করার কোনও প্রয়োজন নেই৷ বাড়িতেই করে ফেলুন দুর্দান্ত পেডিকিওর৷ চাই শুধু কলার খোসা৷
পুজোয় কেনা নতুন জুতো মোটেই ভাল লাগবে যদি পা সুন্দর না দেখায়৷ মনে হবে পুরো সাজটাই মাটি৷ ব্যস্ত জীবনে রোদে ঘুরে পায়ের কালো ছোপের সমস্যায় ভোগেন অনেকেই৷ পায়ের সৌন্দর্য ফিরিয়ে আনতে পার্লারে গিয়ে একগাদা টাকা খরচ করার কোনও প্রয়োজন নেই৷ বাড়িতেই করে ফেলুন দুর্দান্ত পেডিকিওর৷ চাই শুধু কলার খোসা৷
কলার গুণের শেষ নেই৷ তবে শুধু কলা নয়, গুণের নিরিখে কলার খোসাটিও কিন্তু মোটেই ফেলনা নয়৷ ত্বকের কালো ছোপ দূর করতে বেশ কার্যকরী কলার খোসা৷ কলার খোসা শুধু ত্বকের সৌন্দর্যই বাড়ায় না হাত ও পায়ের ত্বক সুস্থও রাখে।
কলার খোসা দিয়ে পেডিকিওর করলে পায়ের পাতা নরম হবে, কালো ছোপও দূর হবে৷ পুজোর সাজে পূর্ণ মাত্রা এনে দিতে বাড়িতে থাকা কলার খোসা দিয়ে করে ফেলুন পেডিকিওর৷ কীভাবে করবেন, সেই সঠিক উপায় জানান হল এই প্রতিবেদনে৷
advertisement
advertisement
১. প্রথমে পা ভাল করে পরিষ্কার করে নিন৷ এবার কলার খোসা দিয়ে পায়ের ত্বক ভাল করে ঘষে নিন। এর নিয়মিত ব্যবহারে আপনার পায়ের ত্বকের মৃত কোষ এবং ময়লা দূর হবে এবং আপনার পা পরিষ্কার দেখাবে।
advertisement
২. শীতকালে অনেকেই ফাটা গোড়ালির সমস্যায় ভোগেন৷ কলার খোসা গোড়ালিতে ঘষে কিছুক্ষণ রেখে দিন। তারপর জল দিয়ে গোড়ালি পরিষ্কার করুন। এটি নিয়মিত করলে উপকার দেখতে পাবেন।
৩. কলার খোসায় সামান্য বেকিং সোডা নিয়ে তা দিয়ে পা ঘষুন। বেকিং সোডা ক্লিনিং এজেন্ট হিসেবে কাজ করে। পা ভাল করে ঘষে ৫ মিনিট রেখে দিন। এবার প্রায় হাফ বালতি জলে পা ডুবিয়ে কিছুক্ষণ রাখুন৷ তারপর তোয়ালে দিয়ে মুছে ক্রিম বা ময়েশ্চারাইজার লাগান৷
advertisement
৪. একটি মিক্সারে কলার খোসা, দই এবং মধু যোগ ভাল করে পিষে নিন। এই পেস্টটি পায়ে এবং গোড়ালিতে লাগান৷ শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করুন৷ তারপর গরম জল দিয়ে ধুয়ে নিন৷ সবশেষে ময়শ্চারাইজার বা তেল লাগাতে ভুলবেন না৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 21, 2023 11:17 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Pedicure at Home: বাড়িতেই পেডিকিওর! বিনা খরচে দূর হবে পায়ের কালো ছোপ, কাজে লাগান এই ফলের খোসা