Food Allergy in Children: কী করে বুঝবেন আপনার বাচ্চার কোন খাবারে অ্যালার্জি? উপায় বলে দিলেন শিশু বিশেষজ্ঞ
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
কাংড়া ফোর্টিসের শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ পুনীত আনন্দ সম্প্রতি তাঁর সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে এই বিষয়ক একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন।
নয়াদিল্লি: মায়েরা যখন প্রথমবার শিশুদের শক্ত খাবার খাওয়ানো শুরু করেন, তখন অনেক সময়েই তাঁদের মনে একটা প্রশ্ন জাগে, এই খাবারটায় বাচ্চার অ্যালার্জি নেই তো? কিন্তু, অত ছোট বাচ্চার কোন খাবারে অ্যালার্জি আছে, কোন খাবারে নেই তা আমরা জানব কী করে? কাংড়া ফোর্টিসের শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ পুনীত আনন্দ সম্প্রতি তাঁর সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে এই বিষয়ক একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। আপনার সন্তানের কোন খাবারে অ্যালার্জি রয়েছে, তা জানার একটি বিজ্ঞানসম্মত উপায় নেটিজেনদের সাথে শেয়ার করেছেন তিনি৷
আমাদের অনেকেরই অনেক ধরনের খাবারে অ্যালার্জি থাকে৷ কারও গরুর দুধে, ডিমে, কিছু বিশেষ ধরনের মাছে, এমনকি, চিনে বাদাম, আখরোট বা কাজুতেও অ্যালার্জি থাকতে পারে অনেকের৷
অ্যালার্জির কিছু প্রাথমিক লক্ষণও রয়েছে৷ আমরা প্রত্যেকেই লক্ষণগুলোর কথা কম বেশি জানি৷ সেই সমস্ত লক্ষণ দেখা দেওয়া মাত্রই আমরা সতর্ক হয়ে পড়ি৷
advertisement
আরও পড়ুন: ওষুধ খেয়েও কমছে না কোলেস্টেরল! এই ৩ আয়ুর্বেদিক টোটকা অব্যর্থ দাওয়াই, দারুণ কাজ
যেমন, সারা শরীরে, ত্বকের বিভিন্ন জায়গায় লালচে ভাব এবং ফুসকুড়ি, ঠোঁটের চারপাশে জ্বালা, বা পোড়ার অনুভূতি৷ ফুলে যাওয়া৷ বমি, ডায়ারিয়া, শ্বাস নিতে অসুবিধা হওয়া, খাওয়ার ১ থেকে ২ ঘণ্টা পরে, শিথিলতা, অজ্ঞান হওয়া ইত্যাদি।
advertisement
বাচ্চার কোনও খাবারে অ্যালার্জি রয়েছে কি না জানতে ৩ দিনের নিয়ম (থ্রি ডে’স রুল) মেনে চলুন –
ডাঃ পুনীতের মতে, যে কোনও খাবারের অ্যালার্জির দিকে নজর রাখতে, আপনার শিশুকে ৩ দিন ধরে একই খাবার দিন। খাওয়ার পরে যদি আপনার শিশুর শরীরে অ্যালার্জির লক্ষণ দেখা যায়, তাহলে অবিলম্বে তা খাওয়ানো বন্ধ করুন এবং চিকিৎসকের সাথে যোগাযোগ করুন।
advertisement
advertisement
আরও পড়ুন: সুগারের রোগীদের কোন পর্যায়ে নিতে হয় ইনসুলিন? ওষুধ খেয়েও কি এড়ানো যায় না! জানালেন চিকিৎসক
আর যদি কোনও লক্ষণ দেখা না যায়, তাহলে চতুর্থ দিনে নতুন খাবার খাওয়ানোর চেষ্টা করতে পারেন। এইভাবে আপনি শনাক্ত করতে পারবেন কোন খাবারে বাচ্চার অ্যালার্জি হচ্ছে আর কোনটায় নয়।
যদি আপনার সন্দেহ হয় যে, আপনার বাচ্চার কোনও খাবারে অ্যালার্জি আছে, তাহলে তাকে অবিলম্বে ডাক্তারের কাছে নিয়ে যান। শিশুদের মধ্যে খাদ্য অ্যালার্জির দ্রুত শনাক্তকরণ এবং চিকিৎসা তাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতএব, এক্ষেত্রে এক সেকেন্ডও দেরি করা কাম্য নয়৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
August 07, 2024 6:55 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Food Allergy in Children: কী করে বুঝবেন আপনার বাচ্চার কোন খাবারে অ্যালার্জি? উপায় বলে দিলেন শিশু বিশেষজ্ঞ