Rare Record: বিরল রেকর্ড! বছরের এক বিশেষ দিনেই জন্ম এই পরিবারের বাবা মা ও তাঁদের ৭ সন্তানের

Last Updated:

Rare Record: প্রত্যেক সন্তানকে গর্ভে ধারন করা থেকে জন্ম দেওয়া-সম্পূর্ণ প্রক্রিয়াই ছিল স্বাভাবিক

বিরল রেকর্ডের অধিকারী পাকিস্তানের এক পরিবার
বিরল রেকর্ডের অধিকারী পাকিস্তানের এক পরিবার
বিরল রেকর্ডের অধিকারী পাকিস্তানের এক পরিবার। পাকিস্তানের লারকানা অংশের মাঙ্গি পরিবারের ৯ সদস্য জন্মগ্রহণ করেছেন বছরের একটি নির্দিষ্ট দিনে। তাঁরা সকলে জন্মেছেন ১ অগাস্ট। তবে বিভিন্ন বছরে। পরিবারের সদস্য সংখ্যা ৯। পরিবারের কর্তা আমির আলি, তাঁর স্ত্রী খাদিজা, তাঁদের সাত সন্তান-সিন্ধু, যমজ বোন সাসুই ও সপনা, আমির, অম্বর এবং যমজ ভাই আম্মার ও আহমার। তাঁদের সকলের বয়স ১৯ থেকে ৩০ বছর। এদের সকলের জন্মদিন ১ অগাস্ট। তবে বিভিন্ন বছরে। ফলে বেনজির রেকর্ডের অধিকারী এই পাকিস্তানি পরিবার। তবে শুধুই সম্মিলিত জন্মদিন নয়। ১ অগাস্ট দিনটির আরও একটি বিশেষত্ব আছে। এই দিনেই বিয়ে করেছিলেন আমির এবং খাদিজা। ১৯৯১ সালে বিয়ে করেছিলেন তাঁরা। তার ঠিক এক বছর পর এই দিনেই ভূমিষ্ঠ হয় তাঁদের প্রথম সন্তান।
এর পর তাঁদের আরও ৬ সন্তান পর পর ভূমিষ্ঠ হয় এই একই দিনে। এর আগে এই ধরনের রেকর্ড ছিল আমেরিকার কামিন্স পরিবারের। তাদের পাঁচ সন্তান ভূমিষ্ঠ হয়েছিল ২০ ফেব্রুয়ারি। ১৯৫২ থেকে ১৯৬৬ পর্যন্ত জন্ম হয়েছিল পাঁচ সন্তানের। এই সমাপতনকে ঈশ্বরের আশীর্বাদ বলেই মনে করেন মাঙ্গি পরিবার।
advertisement
advertisement
সবথেকে বিস্ময়কর বিষয় হল মাঙ্গি পরিবারের প্রত্যেক সন্তানকে গর্ভে ধারন করা থেকে জন্ম দেওয়া-সম্পূর্ণ প্রক্রিয়াই ছিল স্বাভাবিক। আশ্চর্যজনক ভাবে, প্রতি সন্তানের ক্ষেত্রেই খাদিজার প্রসবেদনা উঠেছে ১ অগাস্ট। কোনও বারই তিনি অস্ত্রোপচারের মাধ্যমে নির্ধারিত সময়ের আগে সন্তান প্রসব করেননি।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Rare Record: বিরল রেকর্ড! বছরের এক বিশেষ দিনেই জন্ম এই পরিবারের বাবা মা ও তাঁদের ৭ সন্তানের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement