Rare Record: বিরল রেকর্ড! বছরের এক বিশেষ দিনেই জন্ম এই পরিবারের বাবা মা ও তাঁদের ৭ সন্তানের
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Rare Record: প্রত্যেক সন্তানকে গর্ভে ধারন করা থেকে জন্ম দেওয়া-সম্পূর্ণ প্রক্রিয়াই ছিল স্বাভাবিক
বিরল রেকর্ডের অধিকারী পাকিস্তানের এক পরিবার। পাকিস্তানের লারকানা অংশের মাঙ্গি পরিবারের ৯ সদস্য জন্মগ্রহণ করেছেন বছরের একটি নির্দিষ্ট দিনে। তাঁরা সকলে জন্মেছেন ১ অগাস্ট। তবে বিভিন্ন বছরে। পরিবারের সদস্য সংখ্যা ৯। পরিবারের কর্তা আমির আলি, তাঁর স্ত্রী খাদিজা, তাঁদের সাত সন্তান-সিন্ধু, যমজ বোন সাসুই ও সপনা, আমির, অম্বর এবং যমজ ভাই আম্মার ও আহমার। তাঁদের সকলের বয়স ১৯ থেকে ৩০ বছর। এদের সকলের জন্মদিন ১ অগাস্ট। তবে বিভিন্ন বছরে। ফলে বেনজির রেকর্ডের অধিকারী এই পাকিস্তানি পরিবার। তবে শুধুই সম্মিলিত জন্মদিন নয়। ১ অগাস্ট দিনটির আরও একটি বিশেষত্ব আছে। এই দিনেই বিয়ে করেছিলেন আমির এবং খাদিজা। ১৯৯১ সালে বিয়ে করেছিলেন তাঁরা। তার ঠিক এক বছর পর এই দিনেই ভূমিষ্ঠ হয় তাঁদের প্রথম সন্তান।
এর পর তাঁদের আরও ৬ সন্তান পর পর ভূমিষ্ঠ হয় এই একই দিনে। এর আগে এই ধরনের রেকর্ড ছিল আমেরিকার কামিন্স পরিবারের। তাদের পাঁচ সন্তান ভূমিষ্ঠ হয়েছিল ২০ ফেব্রুয়ারি। ১৯৫২ থেকে ১৯৬৬ পর্যন্ত জন্ম হয়েছিল পাঁচ সন্তানের। এই সমাপতনকে ঈশ্বরের আশীর্বাদ বলেই মনে করেন মাঙ্গি পরিবার।
advertisement
advertisement
সবথেকে বিস্ময়কর বিষয় হল মাঙ্গি পরিবারের প্রত্যেক সন্তানকে গর্ভে ধারন করা থেকে জন্ম দেওয়া-সম্পূর্ণ প্রক্রিয়াই ছিল স্বাভাবিক। আশ্চর্যজনক ভাবে, প্রতি সন্তানের ক্ষেত্রেই খাদিজার প্রসবেদনা উঠেছে ১ অগাস্ট। কোনও বারই তিনি অস্ত্রোপচারের মাধ্যমে নির্ধারিত সময়ের আগে সন্তান প্রসব করেননি।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 12, 2023 11:04 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Rare Record: বিরল রেকর্ড! বছরের এক বিশেষ দিনেই জন্ম এই পরিবারের বাবা মা ও তাঁদের ৭ সন্তানের