Onion Recipe: একেবারেই অবাঙালি রেসিপি, কিন্তু গরম হবে জব্দ, খেতেও দারুণ সুস্বাদু, রইল পেঁয়াজ কারির রেসিপি

Last Updated:

Onion Recipe: অবাঙালি এই পদ হাওড়ার মানুষের খুব পছন্দের এই গরমে চেখে দেখুন পেঁয়াজ কারি

+
অবাঙালির

অবাঙালির পেঁয়াজ তরকারি হাওড়া জেলার মানুষের দারুণ পছন্দের

হাওড়া: অবাঙালি এই পদকে হাওড়ার মানুষ আপন করে নিয়েছে এই পদ! গরম মানেই বাঙালি অবাঙালি বহু হেসেলে রেসিপি দারুন পছন্দের। এই রেসিপিতে আলাদা উপকরণ প্রয়োজন হয় না। লাগে না বিশেষ কোনও সবজি। ছোট সাইজের পেঁয়াজ এবং রান্না ঘরের কিছু মশলা ব্যবহার করলেই যথেষ্ট। প্রয়োজন জিরে, ধনে, লঙ্কা ও হলুদ গুঁড়ো, গোটা জিরে, মৌরি এবং কালোজিরে, তেঁতুল, টক দই, অল্প আদা বাটা ও কারি পাতা এবং সামান্য হিং।
ছোট পেয়াঁজ খোলা ছাড়িয়ে সামনে পেছনে অল্প করে কেটে নিতে হবে। এ বার কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ একটু ভেজে নিন।
এবার একটি পাত্রে লবণ, হলুদ, ধনে, লঙ্কার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সঙ্গে সামান্য জল দিয়ে মিশ্রণ বানিয়ে নিন। কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখা তেঁতুল হাতে করে চটকে রাখুন। অন্যদিকে সামান্য টক দই ভাল করে ফেটিয়ে রাখুন। অন্যদিকে কড়াইয়ে অল্প তেল দিয়ে গোটা জিরে, মৌরী, কালোজিরে, কারিপাতা এবং হিং দিয়ে ভাজুন। তা থেকে সুগন্ধ বেরোলে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে কিছু ক্ষণ ভেজে নিন।
advertisement
advertisement
এদিকে পেঁয়াজ স্বচ্ছ হয়ে এলে ওর মধ্যে দিন আদাকুচি, মোটা মোটা টুকরোয় কাটা কাঁচালঙ্কা এবং জলে গোলা গুঁড়োমশলা। ভাল ভাবে নাড়াচাড়া করে তেল ছেড়ে এলে ওর মধ্যে দিন গুলে রাখা তেঁতুল ও টক দই। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে রাখা গোটা পেঁয়াজগুলো ঢেলে দিন। মশলা দিয়ে নাড়াচাড়া করে চাপা দিয়ে রান্না করুন কয়েক মিনিট রেখে নামিয়ে নিন। এভাবেই খুব সহজে তৈরি করে নিতে পারেন পেঁয়াজ তরকারি। এই রেসিপি ভাত অথবা রুটি-পরোটা, সব কিছুর সঙ্গে বেশ মানানসই হবে।
advertisement
Rakesh Maity
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Onion Recipe: একেবারেই অবাঙালি রেসিপি, কিন্তু গরম হবে জব্দ, খেতেও দারুণ সুস্বাদু, রইল পেঁয়াজ কারির রেসিপি
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement