Cyclone May Form In Bay Of Bengal: মে মাসের মাঝামাঝি নাগাদ কি বঙ্গোপসাগরে সাইক্লোন তৈরির পরিস্থিতি, কবে নাগাদ কোথায় আঘাত হানতে পারে...
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Cyclone May Form In Bay Of Bengal: বিভিন্ন বিদেশি ওয়েদার সিস্টেম পূর্বাভাস দিচ্ছে মে মাসের তৃতীয় সপ্তাহে সাইক্লোন তৈরি হতে পারে...
advertisement
advertisement
advertisement
advertisement
একইভাবে, EC-AIFS মডেলটি ১৫ মে নাগাদ পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর ঘূর্ণিঝড়ের সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে, যা প্রাথমিকভাবে উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে উত্তর বঙ্গোপসাগরের কেন্দ্রীয় অংশের উপর দিয়ে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারপর ২০ মে নাগাদ উত্তর-পূর্ব দিকে বাংলাদেশ উপকূলের দিকে ঘুরে দাঁড়াবে।
advertisement
ECMWF এনসেম্বল মডেলটি ১৭ এবং ১৮ মে পূর্ব-মধ্য এবং সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কম থেকে মাঝারি (৩০-৪০%) বলে পূর্বাভাস দিয়েছে৷ ফলে এখনই ঘূর্ণিঝড় নিয়ে অত্যধিক কোনও ভাবনার কারণ নেই৷ এই সময়ে তাপমাত্রা বৃদ্ধির যে প্যাটার্ন থাকে তাতে ঘূর্ণিঝড় তৈরির পরিস্থিতি থাকা ও ঘূর্ণিঝড়় তৈরি হওয়ার মধ্যে ফারাক বিস্তর৷