Offbeat Day Out: রায়দিঘির দিঘি সেজে উঠছে মিরিক লেকের আদলে! কলকাতার কাছেই দারুণ ডে আউট
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
মিরিক লেকের আদলে তৈরি করা হয়েছে এই দিঘিটিকে। সম্প্রতি এই দিঘীর গেটের কাজ শেষ হয়েছে। এই গেটটি তৈরি হয়েছে একটি পাতার আদলে।
রায়দিঘি: এই গরমে শীতলতার ছোঁয়া পেতে ঘুরে আসুন রায়দিঘির দিঘি। মিরিক লেকের আদলে তৈরি করা হয়েছে এই দিঘিটিকে। সম্প্রতি এই দিঘীর গেটের কাজ শেষ হয়েছে। এই গেটটি তৈরি হয়েছে একটি পাতার আদলে। প্রায় ৭০ বিঘা জায়গার উপর অবস্থিত এই দিঘিকে ঘিরে তৈরি হয়েছে ইকো ট্যুরিজম পার্ক।
আরও পড়ুনঃ এক লাফে কমবে ৩কেজি! জিম-ডায়েট ছাড়ুন! দুপুরের এক ‘খাবারে’ বুলেট গতিতে কমবে ওজন!
মাত্র ৫ টাকা প্রবেশ মূল্যে এই পার্কে প্রবেশ করতে পারবেন আপনি। নতুন এই গেট নির্মাণ করে পার্কের সৌন্দর্য আরও বেড়েছে। বাইরে থেকে প্রচুর পর্যটক আসছেন এখানে। রায়দিঘির ঐতিহ্য হল এই দিঘি। শতাব্দী প্রাচীন এই দিঘির নামেই এলাকার নাম। সংস্কারের অভাবে একসময় পতিত হয়ে পড়ছিল রায়দিঘী।
advertisement
advertisement
বর্তমানে সুন্দরবন উন্নয়ন পর্ষদ, দক্ষিণ ২৪ পরগণা জেলা পরিষদ, রাজ্যের পর্যটন বিভাগ সহ একাধিক দফতরের উদ্যোগে এই দিঘির সংস্কারের কাজ করা হয়।বর্তমানে আমূল বদলে ফেলা হয়েছে দিঘিটিকে। গাছের ছায়ায় ঘেরা এই দিঘিতে দিনের সবসময় শীতল বাতাস প্রবাহিত হয়। সেজন্য আপনিও এই গরমে শীতলতার ছোঁয়া পেতে ঘুরে আসুন রায়দিঘি থেকে।
নবাব মল্লিক
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 04, 2024 6:18 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Offbeat Day Out: রায়দিঘির দিঘি সেজে উঠছে মিরিক লেকের আদলে! কলকাতার কাছেই দারুণ ডে আউট