Nadia News: শান্তিপুরে কষ্টিপাথরের নৃসিংহ দেবের আদি মূর্তির আজ প্রাণপ্রতিষ্ঠা, এর পর নৃসিংহ চতুর্দশীতে অভিষেক এবং চলবে যজ্ঞ

Last Updated:

Nadia News: নৃসিংহ দেবের কষ্টিপাথরের এই বিশেষ ধরনের মূর্তি পশ্চিমবঙ্গে আর কোথাও নেই বলেই জানা যায়। মূর্তিটির উচ্চতা চার ফুট হলেও ওজন অনেকখানি বেশি সেই কারণে সড়কপথে নিয়ে আসা হয়েছে মূর্তিটিকে।

+
একাধিক

একাধিক লোকজনেরা মিলে মূর্তি টিকে স্থাপন করতে ব্যস্ত

মৈনাক দেবনাথ, নদিয়া: পশ্চিমবঙ্গে প্রথম এবং ভারতবর্ষের দ্বিতীয় হিসেবে শান্তিপুরে কষ্টিপাথরের নৃসিংহ দেবের আদি মূর্তি এল। মূর্তিটি নির্মাণ করেছেন অযোধ্যার রামলালার মূর্তি নির্মাতা কমিটির অন্যতম কর্নাটকের এক বিখ্যাত শিল্পী। শান্তিপুর বাইগাছি পাড়ার রাসবিহারী জিউ মন্দিরের শচীনন্দন দাস মহন্ত মহারাজ প্রায় মাস তিনেক আগে কর্নাটকে গিয়ে এই মূর্তিটির নির্মাণ করার বায়না করে এসেছিলেন। নৃসিংহ দেবের কষ্টিপাথরের এই বিশেষ ধরনের মূর্তি পশ্চিমবঙ্গে আর কোথাও নেই বলেই জানা যায়। মূর্তিটির উচ্চতা চার ফুট হলেও ওজন অনেকখানি বেশি সেই কারণে সড়কপথে নিয়ে আসা হয়েছে মূর্তিটিকে। নৃসিংহ দেবের মূর্তির পাশাপাশি অষ্টধাতুর রাম-লক্ষণ এবং সীতার মূর্তিও এসেছে ওই একই জায়গা থেকে।
আরও পড়ুন : স্বামীর চোখে নেই আলো, অসাড় পা নিয়ে স্ত্রী চলেন দু’ হাতে ভর দিয়ে…বার্ধক্যে একে অন্যের অবলম্বন হয়ে ভালবাসার গল্প লিখছেন ভিক্ষাজীবী দম্পতি
শুক্রবার, ২৫ বৈশাখ প্রাণপ্রতিষ্ঠা করা হবে এই নৃসিংহ দেবের মূর্তির। এদিন প্রথমে ভোর চারটের সময় ধ্বজা উত্তোলন করা হল। এরপর আনুমানিক বেলা বারোটার সময় প্রাণ প্রতিষ্ঠা হবে বলেই জানা গিয়েছে মন্দির কর্তৃপক্ষের সূত্র মারফত। এরপর আগামী ২৭ বৈশাখ রয়েছে নৃসিংহ চতুর্দশী। ওইদিন ১০৮ ঘড়া জল, ৫০ কেজি দুধ ২৫ কেজি মধু ইত্যাদি বিভিন্ন সামগ্রী দিয়ে করা হবে মূর্তির অভিষেক। এছাড়াও এক সপ্তাহ ধরে মন্দিরের মধ্যে চলবে নৃসিংহ দেবের পাঠ। মূর্তি আনার পর থেকে সাত দিন ধরে যজ্ঞ করা হবে মন্দিরের মধ্যে।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Nadia News: শান্তিপুরে কষ্টিপাথরের নৃসিংহ দেবের আদি মূর্তির আজ প্রাণপ্রতিষ্ঠা, এর পর নৃসিংহ চতুর্দশীতে অভিষেক এবং চলবে যজ্ঞ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement