Weekend Trip: মিরিকেই লুকিয়ে ভূস্বর্গ 'কাশ্মীর'! বর্ষায় পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে 'এই' জায়গা, ঠিকানা জেনে ঘুরে আসুন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Weekend Trip: উত্তরবঙ্গের পাহাড়ি এই এলাকাগুলি এখন স্বস্তির ঠিকানা হয়ে উঠেছে পর্যটকদের জন্য। বর্ষার দেখা না পেয়ে গরমে নাভিশ্বাস উঠছে সমতলে। বাধ্য হয়ে ঠান্ডার খোঁজে ডুয়ার্স ও পাহাড়ে পর্যটকের ঢল।
জলপাইগুড়ি: বর্ষায় পাহাড়ে ভিড় পর্যটকদের। একদিকে গরমের আঁচ, অন্যদিকে বৃষ্টির দেখা নেই, এমন অবস্থায় উত্তরবঙ্গের পাহাড়ি এই এলাকাগুলি এখন স্বস্তির ঠিকানা হয়ে উঠেছে পর্যটকদের জন্য। বর্ষার দেখা না পেয়ে গরমে নাভিশ্বাস উঠছে সমতলে। বাধ্য হয়ে ঠান্ডার খোঁজে ডুয়ার্স ও পাহাড়ে পর্যটকের ঢল।
কোথায় যাবেন? রইল খোঁজ। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার বহু জেলার মানুষ ভিড় জমাচ্ছেন ডুয়ার্স, মিরিক, লাভা, লোলেগাঁও ও কালিম্পং-এর মত মনোরম ঠান্ডা জায়গাগুলিতে। মিরিকের হর্স রাইডিং থেকে শুরু করে লাভার পাহাড়ি ট্রেইল, ছোট বড় সবাই উপভোগ করছেন প্রকৃতির নিঃশব্দ জাদু। পর্যটন ব্যবসায়ীরাও খুশি।
আরও পড়ুনঃ আটা, ময়দা মাখার সময় মেশান ‘এক’ চামচ ঠান্ডা জিনিস, সামান্য তেলও শোষণ করবে না! প্রতিটি লুচি ফুলবে বলের মতো, থাকবে তুলতুলে নরম, রইল দারুণ টোটকা
হোটেল, হোমস্টে এবং লোকাল গাইড সবারই মুখে এখন খুশির হাসি। অনেকে বলছেন, বর্ষার চেয়ে এই ‘বৃষ্টি-বিহীন ঠান্ডা’ অনেক বেশি পর্যটক টানছে। ডুয়ার্সের এক হোমস্টেতে দেখা মিলল জলপাইগুড়ির কলেজ পড়ুয়া স্বর্ণালী দাসের। তার কথায়, “শহরের গরম আর যানজট থেকে একটু শান্তি পেতেই আমরা বন্ধুদের নিয়ে এসেছি ডুয়ার্সে। এখানকার প্রকৃতি, ঠান্ডা পরিবেশ, সব কিছুই এক অন্যরকম অনুভূতি দিচ্ছে।”
advertisement
advertisement
শিলিগুড়ি থেকে আসা এক পর্যটক জানান, “মিরিকের ঠান্ডা হাওয়া আর লেকপাড়ের সৌন্দর্য দেখে মনে হচ্ছে যেন ক্ষণিকের কাশ্মীরে রয়েছি। এই রোদে এমন পরিবেশ সত্যিই অমূল্য।” প্রকৃতির এই শান্ত ছোঁয়া আর শহরের কোলাহল থেকে একটু নিঃশ্বাস নেওয়ার মুহূর্ত, এই মিশ্র আবেগেই পাহাড় ডাকে, বারবার।
সুরজিৎ দে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 26, 2025 8:19 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Weekend Trip: মিরিকেই লুকিয়ে ভূস্বর্গ 'কাশ্মীর'! বর্ষায় পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে 'এই' জায়গা, ঠিকানা জেনে ঘুরে আসুন