Nonalcoholic Fatty Liver: নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার মারাত্মক! কী করবেন? জানুন চিকিৎসকের পরামর্শ

Last Updated:

Nonalcoholic Fatty Liver: ফ্যাটি লিভার মানেই চিন্তার বিষয়! আর তা যদি হয় নন-অ্যালকোহলিক, তবে সময় নষ্ট করলেই হতে পারে মারাত্মক বিপদ! জানুন

+
title=

কোচবিহার: ফ্যাটি লিভার মানেই চর্বিযুক্ত যকৃৎ, এটুকু আমরা প্রায় সকলেই বুঝি। কিন্তু ফ্যাটি লিভারের জন্য শরীরের নানা রকম সমস্যা হতে পারে। আর চিন্তার বিষয় হল, ফ্যাটি লিভারের প্রাথমিক লক্ষণগুলি আলাদা করে চেনা খুব মুশকিল। অন্য কোনও সমস্যার জন্য আলট্রাসোনোগ্রাফি করাতে গিয়েই বেশির ভাগ ক্ষেত্রে লিভারের ফ্যাট ধরা পড়ে। কিন্তু অতিরিক্ত চর্বি জমে গেলে তা বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে। যা জীবনযাপনের জন্য নানা ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে ভবিষ্যত সময়ে। এছাড়া মৃত্যু পর্যন্ত হতে পারে এই সমস্যার কারণে। তাই দ্রুত এই সমস্যায় প্রতিকার নেওয়া ভাল।
কোচবিহারের এক অভিজ্ঞ চিকিৎসক বিশ্বজিৎ দত্ত জানান, “যকৃৎ বা লিভারে একটা নির্দিষ্ট মাত্রায় চর্বি থাকাটা স্বাভাবিক। কিন্তু সেই নির্দিষ্ট মাত্রার চেয়ে ৫ থেকে ১০ শতাংশ বেশি হলেই তা ফ্যাটি লিভার বলে বিবেচিত হয়। খাদ্যাভ্যাস বা জীবনযাত্রায় মাত্রাতিরিক্ত অনিয়মের ফলে লিভার বাড়তি ফ্যাট জমতে শুরু করে। ফ্যাটি লিভার মূলত দুই প্রকার। এক, অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এবং দুই, নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। মাত্রাতিরিক্ত মদ্যপানের কারণে যকৃৎ বা লিভারে যে ফ্যাট জমা হয়, তাকে ‘অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ’ বলে। অন্যদিকে মূলত খাদ্যাভ্যাস বা জীবনযাত্রায় মাত্রাতিরিক্ত অনিয়মের ফলে লিভারে যে ফ্যাট জমা হয়, তাকে ‘নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ’ বলা হয়।”
advertisement
advertisement
তিনি আরও জানান, “এই নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বংশানুক্রমিক ভাবেও হতে পারে। তবে নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ কোনও রকম ওষুধ না খেয়ে খুব সহজেই সারিয়ে তোলা সম্ভব। এজন্য খাদ্যাভ্যাস বা জীবনযাত্রায় পরিবর্তন আনা অত্যন্ত জরুরি। তবে সময় মতো সতর্ক না হতে পারলে লিভার সিরোসিসের মতো মারাত্মক অসুখের আশঙ্কা বহুগুণ বেড়ে যায় এই ক্ষেত্রে।
advertisement
লিভার সিরোসিসে লিভার তার স্বাভাবিক কর্মক্ষমতা হারায়। যার ফলে বেড়ে যায় মৃত্যুর ঝুঁকি। সকাল সকাল ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস লেবু আর মধু মিশিয়ে খেয়ে নিতে পারেন। লেবুতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট লিভারে এনজাইম তৈরি করে যা লিভারের চর্বি গলাতে সাহায্য করে। এছাড়া বেশি করে শারীরিক পরিশ্রম করলেও উপকার পাওয়া যায়।” তবে যাঁরা ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন তাঁদের অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Nonalcoholic Fatty Liver: নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার মারাত্মক! কী করবেন? জানুন চিকিৎসকের পরামর্শ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement