Non-smoker: ধূমপায়ী না হলেও ক্যানসারের আশঙ্কা আছে যথেষ্টই

Last Updated:

ধূমপায়ী না হলেও (Non-smoker) ক্যানসার (risk of cancer) হওয়ার আশঙ্কা আছে

ধূমপায়ী না হলেও (Non-smoker) ক্যানসার  (risk of cancer) হওয়ার আশঙ্কা আছে৷ নয়াদিল্লির শ্রী গঙ্গারাম হাসপাতালের পালমোনোলজিস্ট অমিত ধমীজা জানিয়েছেন বর্তমান পরিস্থিতিই এর কারণ৷ তাঁর কথায়, ‘‘ঘরে বাইরে পরিবেশ দূষণ অত্যন্ত বেড়ে যাওয়া, রান্নায় অত্যধিক জ্বালানির ব্যবহার-সহ আরও কিছু কারণের ফলে অধূমপায়ীদের ফুসফুসেও যথেচ্ছ বাসা বাঁধছে ক্যানসার৷’’
ব্রেস্ট, লিভার এবং প্যানক্রিয়াসের ক্যানসারের জন্য দূষণ অতিমাত্রায় দায়ী৷ গবেষণায় দাবি, দূষণের জেরে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ৷ দেখা দেয় টিউমরের সমস্যা৷
advertisement
advertisement
বায়োমাস জ্বালানির অসমাপ্ত ব্যবহার দূষণের মাত্রা বাড়িয়ে তোলে৷ পরিবেশে কার্বন মোনোক্সাইডের মতো বিষাক্ত গ্যাসের মাত্রা বেড়ে যায়৷ এর ফলে বাতাসে তথা পরিবেশে মিশতে থাকে দহনপরবর্তী দূষণকণা৷ সেগুলি শ্বাসপ্রশ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করলে ফুসফুসে ক্যানসারের আশঙ্কা বেড়ে যায়৷
আরও পড়ুন : হিমালয়ে জন্মানো বিরল রসুনের কোয়াতেই বশে থাকে মধুমেহ, উচ্চরক্তচাপ-সহ বহু অসুখ
শরীরে প্রোটিন কীভাবে কাজ করবে, তার উপর প্রভাব থাকে জেনেটিক মিউটেশনের৷ কোষ ক্যানসারাস হয়ে পড়ার পিছনে জেনেটিক মিউটেশনও দায়ী৷ তাই নিয়মিত ডাক্তারি পরীক্ষা প্রয়োজনীয়৷ ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে ক্যানসার নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হল এক্স রে এবং সিটি স্ক্যান৷ রেডিওলজি টেস্ট এক্স রে-এর ফলে টিউমর থাকলে তার অবস্থান চিহ্নিত করা যায়৷ টিউমরের আকার, আয়তন এবং অবস্থান নির্ধারণ করা হয় সিটি স্ক্যানে৷ এছাড়া ক্যানসারের চিকিৎসাতেও সিটি স্ক্যান প্রয়োগ করা হয়৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Non-smoker: ধূমপায়ী না হলেও ক্যানসারের আশঙ্কা আছে যথেষ্টই
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement