Newborn Millionaire : জন্মেই কোটিপতি! ভূমিষ্ঠ হয়েই ৫২ কোটি টাকা ও বহুমূল্য বাড়ির মালকিন এই কন্যা

Last Updated:

Newborn Millionaire : একেই বলে সোনার চামচ মুখে নিয়েই জন্ম! কারণ জন্মেই কোটিপতি হয়ে বসে আছে এক কন্যাসন্তান

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
একেই বলে সোনার চামচ মুখে নিয়েই জন্ম! কারণ জন্মেই কোটিপতি হয়ে বসে আছে এক কন্যাসন্তান৷ তার ধনকুবের দাদু তাকে ভারতীয় মুদ্রায় ১০ কোটি ৪৪ লক্ষ টাকা মূল্যের বাড়ি উপহার দিয়েছেন৷ এখানেই শেষ নয়৷ তার নামে নথিবদ্ধ করা হয়েছে ৫২ কেটির ট্রাস্ট ফান্ড৷ সদ্যোজাতর এই প্রাপ্তি সংবাদ জানিয়েছেন তার ধনকুবের দাদু ব্যারি ড্রেউইট বার্লো নিজেই৷ শনিবার তাঁর মেয়ে স্যাফ্রন ডেউইট বার্লো এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন৷
নাতনির ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে ব্যারি লিখেছেন ‘‘আজ আমার মেয়েরও একটা মেয়ে হয়েছে৷ শেষ কিছু সপ্তাহ আমাদের জন্য খুব যন্ত্রণাদায়ক ছিল৷ কিন্তু অবশেষে আজ আমার নতুন রাজকুমারির আগমন ঘটেছে৷ আমি তোমাদের সকলের সঙ্গে মেরিনা ড্রেউইট বার্লো টাকারের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই৷ ৩৬ সপ্তাহ ৩ দিন বয়সেই সে ভূমিষ্ঠ হয়েছে৷’’
advertisement
advertisement
ছোট্ট রাজকুমারিকে উপহার দেওয়ার জন্য তিনি ধন্যবাদ জানান তাঁর কন্যা স্যাফ্রন ড্রেউইট বার্লো এবং জামাই কোনর টাকারকে৷ নাতনিকে পেয়ে তিনি গর্বিত, জানিয়েছেন ধনকুবের ব্যারি ড্রেউইট বার্লো৷
সংবাদমাধ্যমে তিনি বলেছেন, ‘‘আমি স্যাফ্রন ও তাঁর স্বামী কোনরের জন্য গর্বিত৷ ওদের জুটি অসাধারণ৷ এখন আমি আরও একজন রাজকুমারিকে পেয়ে গিয়েছি৷ আমার আর তর সইছে না!’’ তার পরই জানান তিনি নাতনির জন্য আস্ত একটি বাড়ি কিনেছেন৷ ইন্টেরিয়র ডিজাইনাররা তাঁর নির্দেশে নতুন করে সে বাড়ির অন্দরসাজ করছে৷ বাড়িতে ঘোরার জন্য রাজকুমারির জন্য হাজির ডি’ওর প্র্যাম এবং পুশচেয়ার৷ কবে হাসপাতাল থেকে তার নিজের নতুন বাড়িতে পা রাখবে খুদে কোটিপতি, চলছে তারই অপেক্ষা৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Newborn Millionaire : জন্মেই কোটিপতি! ভূমিষ্ঠ হয়েই ৫২ কোটি টাকা ও বহুমূল্য বাড়ির মালকিন এই কন্যা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement