বাথরুমের আয়নার পিছনে আস্ত একটা অ্যাপার্টমেন্ট! রহস্যভেদ করলেন মার্কিন মহিলা

Last Updated:

বাথরুমের আয়নার পিছনের এই রহস্য উদঘাটন নিয়ে TikTok-এ একটি চার পর্বের ভিডিও সিরিজ বানান সামান্থা হার্টসো।

#নিউ ইয়র্ক: যেন কোনও থ্রিলার বা হরর মুভি। বাথরুমে মাঝে মাঝেই একটা ঠাণ্ডা বাতাস ছুঁয়ে যেত মহিলাকে। বাতাসে চুল পর্যন্ত উড়ত। কিন্তু ঘরে বাতাস ঢোকার কোনও জায়গা ছিল না। তাহলে কী করে হচ্ছে এসব? কৌতূহলের সিঁড়ি বেয়ে শেষমেশ এক রহস্য উদঘাটন করলেন নিউইয়র্কের সামান্থা হার্টসো (Samantha Hartsoe)। বাথরুমের আয়নার পিছন থেকে খুঁজে পেলেন একটা আস্ত অ্যাপার্টমেন্ট।
নিউ ইয়র্কে নিজের অ্যাপার্টমেন্টের বাথরুমের আয়নার পিছনের এই রহস্য উদঘাটন নিয়ে TikTok-এ একটি চার পর্বের ভিডিও সিরিজ বানান সামান্থা হার্টসো। প্রথম পর্ব থেকেই ব্যাপক মাত্রায় ভাইরাল হতে শুরু করে ভিডিওটি। প্রথম পর্বে ভিউজের সংখ্যা ছিল ৭.৪ মিলিয়ন। আর শেষ পর্যন্ত সেই টানটান উত্তেজনা দেখা যায়। সবাই যেন অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। প্রথম পর্বে তিনি জানান, নানা ধরনের ঘটনায় রীতিমতো চমকে গিয়েছিলেন। কোনও জানালা বা ছিদ্র ছিল না তাঁর বাথরুমের মধ্যে। কিন্তু একটা বাতাস প্রায়শই ছুঁয়ে যেত তাঁকে। বাতাসে মাথার চুল পর্যন্ত উড়েছে। সেই থেকে সন্দেহ বাড়তে থাকে। কোথাও কি তাহলে কোনও ছিদ্র আছে? এই ছিদ্রের সন্ধানেই বাথরুমের আয়নার পিছনের গুপ্ত রহস্যের হদিশ পান তিনি।
advertisement
বলা বাহুল্য, কৌতূহলের তেষ্টা থেকে রেহাই পাননি হার্টসো। তাই শেষমেশ বন্ধু-বান্ধব ও রুমমেটদের সাহায্য নিয়ে রহস্য উদঘাটনে নেমে পড়েন। ফেস মাস্ক, টর্চ, কোদাল, হাতুড়ি নিয়ে আয়নার পিছনের সুড়ঙ্গ ধরে ওই গুপ্ত ঘরের সন্ধানে এগিয়ে যান। হার্টসোর কথায়, বাথরুমের ওপারে কী রয়েছে, তা দেখার জন্য বেশ কয়েকদিন ধরেই একটা অজানা কৌতূহল তাড়া করে বেড়াচ্ছিল। পরিত্যক্ত অন্ধকার রুমের মধ্য দিয়ে যাওয়ার পর শেষমেশ একটি থ্রি-বেডরুম অ্যাপার্টমেন্ট খুঁজে পাই। রীতিমতো চমকে গিয়েছিলাম। টর্চ মেরে এদিক-ওদিক দেখি, মেঝেতে কয়েকটি ছেঁড়া ব্যাগ ও জলের বোতল রয়েছে। শেষমেশ ওই রহস্যজনক অ্যাপার্টমেন্টের সামনের দরজা বন্ধ করে নিজের রুমে ফিরে আসি। আর আয়নাটি যথাস্থানে লাগিয়ে দিই।
advertisement
advertisement
TikTok ভিডিওর পর নিজের Instagram অ্যাকাউন্টে এ নিয়ে আরও একটি ভিডিও পোস্ট করেছেন ওই মহিলা।
https://www.instagram.com/p/CMBmmD5nIPi/?utm_source=ig_embed
আয়নার ওপারের জগৎ খুঁজে বের করার এই পুরো সিরিজ ঘিরে রীতিমতো উচ্ছ্বসিত দর্শকরা। ভিডিওটি দেখার পর থেকেই প্রবল কৌতূহলের পাশাপাশি রীতিমতো ভয়ও পেয়েছেন অনেকে। তাঁদের কথায়, প্রতিটি পার্টের পর এক নতুন উত্তেজনা কাজ করছিল। কৌতূহল ছিল। তবে ভয়ও লাগছিল। ওই রকম সুড়ঙ্গের মধ্যে ঢোকার পর হার্টসোর প্রাণহানি পর্যন্ত হতে পারত। অনেকক্ষণ পর্যন্ত ভিতরে ছিলেন তিনি। তাই এই অভিযানও অত্যন্ত ভয়ঙ্কর ছিল।
advertisement
Sovan Chanda
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
বাথরুমের আয়নার পিছনে আস্ত একটা অ্যাপার্টমেন্ট! রহস্যভেদ করলেন মার্কিন মহিলা
Next Article
advertisement
West Bengal Weather Update: ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
  • দক্ষিণবঙ্গে আগামী দু’দিন সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে

  • ফিরছে শীত

  • জাঁকিয়ে ঠান্ডা গোটা রাজ্যেই

VIEW MORE
advertisement
advertisement