বুধবার জন্মদিন ? কেমন হবে আপনার প্রেম-জীবন ?

Last Updated:

আজ বুধবার ৷ সমীক্ষা বলছে সপ্তাহের সবচেয়ে বিরক্তির দিন নাকি বুধবার ৷ অনেকেই বুধকে ‘মোস্ট ডিপ্রেসিং ডে’-র তকমা দিয়েছেন ৷ কিন্তু তা বলে ভাববেন না বুধের জাতকরাও বিরক্তিকর ব্যক্তিত্বের হন ৷ তা একেবারেই নয় ৷

#কলকাতা: আজ বুধবার ৷ সমীক্ষা বলছে সপ্তাহের সবচেয়ে বিরক্তির দিন নাকি বুধবার ৷ অনেকেই বুধকে ‘মোস্ট ডিপ্রেসিং ডে’-র তকমা দিয়েছেন ৷ কিন্তু তা বলে ভাববেন না বুধের জাতকরাও বিরক্তিকর ব্যক্তিত্বের হন ৷ তা একেবারেই নয় ৷ বরং অনেক গুণের সমাবেশ থাকে এঁদের মধ্যে ৷ আদতে কেমন মানুষ হন বুধের জাতকরা ?
১৷ সৌরজগতের সবচেয়ে ছোট আর সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ ৷ বুধের জাতকরা খুব ছটফটে চরিত্রের হয় ৷ সমস্ত কিছুতেই নানারকম প্রশ্ন থাকে এঁদের মনে ৷ অনেক রকম গুণের সমাবেশ থাকে বুদের জাতকদের মধ্যে ৷ তবে জীবন নিয়ে খুব একটা সিরিয়াস থাকেন না এঁরা ৷ জানার খিদে সারাক্ষণ এঁদের তাড়িয়ে নিয়ে যায় ৷ ফলে যা কিছু হাতের সামনে পাওয়া যায় পড়ে ফেলেন এঁরা ৷
advertisement
advertisement
২৷ বিশ্লেষণ করা এঁদের স্বভাব ৷ ভাইবোন আর প্রতিবেশীদের সঙ্গে দুর্দান্ত সম্পর্ক থাকে এঁদের ৷ খুব গভীরে চিন্তা করেন বুধের জাতকরা ৷ গুটহাট বেড়িয়ে পড়া, নতুন লোকের সঙ্গে ভাব জমানো, পরিচয় করা, নতুন অ্যাডভেঞ্চার, অভিজ্ঞতা এইগুলোই এঁদের জীবনের প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য ৷ সমাজসেবামূলক কাজ করতে ভালবাসেন বুধবারের জাতকরা ৷ খুবই হাসিখুশি থাকেন ৷ আর পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ থাকেন ৷
advertisement
৩৷ বুধবারে যাঁদের জন্মদিন কর্মক্ষেত্রেও দারুন সফল হন তাঁরা ৷ অঙ্ক আর বিজ্ঞানে তুখড় হন এঁরা ৷ নতুন নতুন জিনিস আবিষ্কার করাই এই এঁদের বৈশিষ্ট্য ৷
৪৷ অন্যদের সঙ্গে সংযোগের ক্ষমতা আপনার তুখড় ৷ প্রেমের জীবনে পা দিয়েও দারুণ ব্যালেন্স করে চলবেন আপনি ৷ আপনি জানেন, কোন পরিস্থিতিতে কীভাবে ভারসাম্য রাখতে হয় ৷ ভালবাসার মানুষের থেকে কখনওই বেশি কিছু আশা করবেন না আপনি ৷ শুধু হাতে হাত রেখে এগিয়ে যাবেন ৷ যাকে ভালবাসবেন তাঁকে তাঁর মতো করেই গ্রহণ করতে পারেন আপনি ৷ বুধের জাতকরা সবসময়ই খুব ভাল প্রেমিক বা প্রেমিকা হতে পারেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
বুধবার জন্মদিন ? কেমন হবে আপনার প্রেম-জীবন ?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement