Natural Home Remedy for Migraine : অসহ্য মাথাব্যথায় মাঝে মাঝেই কষ্ট পান? এই সবুজ ঘরোয়া টোটকাতেই মাইগ্রেনের যন্ত্রণামুক্তি

Last Updated:

আপনি কি মাঝে মাঝেই অসহ্য মাথার যন্ত্রণায় (Migraine) কষ্ট পান? কিংবা মাসের মধ্যে তিন-চার দিন মাইগ্রেনের ব্যথায় ছটফট করেন?

আপনি কি মাঝে মাঝেই অসহ্য মাথার যন্ত্রণায় (Migraine) কষ্ট পান? কিংবা মাসের মধ্যে তিন-চার দিন মাইগ্রেনের ব্যথায় ছটফট করেন?  তাহলে শুধু স্মুদি (Smoothy) খেয়েই আপনি আরাম পেতে পারেন। অবাক হচ্ছেন ? শুনতে আশ্চর্য লাগলেও পালংশাক, বাধাকপি এবং সবুজ শাকের তৈরি স্মুদি (Natural Home Remedy for Migraine) খুব তাড়াতাড়ি মাথার ব্যথা কমিয়ে দিতে পারে। তাই হাতের কাছে থাকা বেশ কিছু সবুজ শাক সব্জি দিয়ে তৈরি ঘরোরা টোটকা দিয়ে মাইগ্রেন থেকে স্বস্তি পেয়ে যান। তা হলে কিভাবে এই স্মুদি তৈরি করতে হবে জেনে নিন।
কীভাবে মাইগ্রেন কমানোর স্মুদি তৈরি করতে হবে?
ব্যথা কমানোর স্মুদি তৈরি করতে কিছু সব্জি এবং সবুজ শাক ধুয়ে কেটে নিতে হবে। একটি ব্লেন্ডারে ৪-৫ টা বাধাকপির পাতা, ১ কাপ আনারস, ১ টি কাটা শশা, ১ ইঞ্চি আদা, ১ টেবিল চামচ লেবুর রস, এবং এক চিমটে বিটনুন ও গোলমরিচ নিয়ে ব্লেন্ড করতে হবে। খুব ভালভাবে ব্লেন্ড করতে হবে যাতে সব কিছু ঠিকমতো মিশে যায়। এ বার কয়েক টুকরো বরফ দিয়ে মিশ্রণটি না ছেঁকে পান করতে হবে। এবার স্বাদ বাড়াতে খাওয়ার সময় একটু লেবুর রস মিশিয়ে নিতে পারেন।
advertisement
advertisement
আরও পড়ুন : কর্মক্ষেত্রে সমস্যায় পড়ছেন সহকর্মী ? পাশে থাকুন এ ভাবেই
কীভাবে স্মুদি মাথা ব্যথা কমায়
দৈনন্দিন দৌড়ঝাঁপ, কাজের চাপ, ব্যস্ততার জীবনে মাথা ব্যথা বলা যায় আমাদের জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। আট থেকে আশি সকলেই মাথা ব্যথার শিকার হচ্ছে। এর মধ্যে মাইগ্রেন হল এক বিশেষ ধরনের মাথাব্যথা। মাথার যে কোনও একপাশ থেকে শুরু হয়ে অনেক সময় পুরো মাথায় ব্যথা করে। এতে মস্তিষ্কে স্বাভাবিক রক্তপ্রবাহ ব্যাহত হয়। মাইগ্রেনের ব্যথা আমাদের অস্থির করে তোলে এবং একেবারে ক্লান্ত করে দেয়। যদিও বেশিরভাগ মানুষই ব্যথা কমাতে ওষুধের উপর ভরসা রাখেন, কিন্তু শুধু এই মিশ্রণ পান করে স্বাভাবিকভাবে এই ব্যথা কমে যেতে পারে। কারণ সবুজ শাকসব্জি যেমন বাধাকপি ও পালংশাকে ফলিক অ্যাসিড, আয়রন, ম্যাগনেসিয়াম রয়েছে যা কর্টিসল হরমোন কমাতে সাহায্য করে। আসলে শরীরে কর্টিসল হরমোনের মাত্রা বেড়ে গেলে তা হজম, দুশ্চিন্তা এবং মাথা ব্যথায় প্রভাব ফেলে। এছাড়াও সবুজ শাকসব্জিতে ভিটামিন বি ও বি-৯ রয়েছে যা মাইগ্রেন কমাতে সাহায্য করে। তাই এই স্মুদি খেয়ে স্বাভাবিকভাবে মাইগ্রেনের ব্যথায় বেশ আরাম পাওয়া যাবে।
advertisement
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Natural Home Remedy for Migraine : অসহ্য মাথাব্যথায় মাঝে মাঝেই কষ্ট পান? এই সবুজ ঘরোয়া টোটকাতেই মাইগ্রেনের যন্ত্রণামুক্তি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement