Support your colleague : কর্মক্ষেত্রে সমস্যায় পড়ছেন সহকর্মী ? পাশে থাকুন এ ভাবেই
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
LGBTQ কমিউনিটির মানুষজনকে কাজে সুস্থ পরিবেশ উপহার দেওয়া এবং কর্মক্ষেত্রে তাদের যোগদান সুনিশ্চিত করতে সকলকে বোঝাতে হবে। জানাতে হবে, তাঁরাও এই সমাজেরই একটা অংশ। তাদের সঙ্গে স্বাভাবিক ব্যবহারই করতে হবে।
LGBTQ Community-র মানুষজনকে অনেকসময়ই কর্মক্ষেত্রে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়। সেই সহকর্মী আপনার কাছে এসে তাঁর সমস্যার কথা জানাতে পারেন। এই সময়ে অবশ্যই তাঁকে বা তাঁদের পাশে থাকা প্রয়োজন (Support your colleague )। এতে তাঁদের মনোবল বাড়বে এবং কাজেও কোনও সমস্যা হবে না। কারণ কেউ মানসিকভাবে সমস্যায় থাকলে তা তাঁর কাজেও প্রভাব ফেলতে পারে। কিন্তু এই কমিউনিটির মানুষজনের পাশে থাকতে গেলে বেশ কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে ।
যদি সহকর্মীর অস্বস্তিবোধ হয়
অনেকসময়ই এমন হয়, এই কমিউনিটির সহকর্মীরা নিজের সমস্যাগুলো খুলে বলতে পারেন না। এই সময় তাঁদের কাছ থেকে জোর করে কথা বার করা বা পাশে থাকার চেষ্টা না করাই ভাল। তাঁদের সময় দেওয়া উচিত। নিজের সময় হলে, তিনি আপনার কাছে এসে নিজের কথা শেয়ার করবেন। আর প্রথমেই পরিচয় নিয়ে প্রশ্ন না করাই ভাল, কারণ পরিচয় এক্ষেত্রে অস্বস্তি তৈরি করতে পারে।
advertisement
advertisement
সর্বনাম ব্যবহারের আগে জেনে নেওয়া
ইংরেজিতে কথাবার্তার সময় কোন লিঙ্গের সর্বনাম তাঁর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এ ব্যাপারে নিজে থেকে সিদ্ধান্ত না নিয়ে সহকর্মীকেই জিজ্ঞাসা করলে সমস্যা কম হবে না এবং উল্টোদিকের মানুষটিও অস্বস্তিতে পড়বেন না। যদি জিজ্ঞাসা না করতে পারেন, তা হলে কিছুদিন দেখে, শুনে বুঝতে হবে কোন লিঙ্গের সর্বনাম ব্যবহারে তিনি বিরক্ত হচ্ছেন না।
advertisement
কথা বলতে হবে
অনেকসময় অফিসের (Work Place) আড্ডা, ইয়ার্কি চলার সময় হোমোফোবিক জোক হয়, সেক্ষেত্রে আপনার সহকর্মী তাতে অস্বস্তিতে পড়তে পারে। এমন হলে যাঁরা এই ধরনের জোক করছেন বা এই বিষয়ে ব্যঙ্গ করছে, তাদের সঙ্গে কথা বলা প্রয়োজন এবং এ বিষয়ে তাদের বোঝানো প্রয়োজন। যদি আপনি এ ক্ষেত্রে চুপ করে থাকেন, তা হলে আপনার প্রতি সহকর্মীর বিশ্বাস ভেঙে যেতে পারে।
advertisement
অন্যকে এই বিষয়ে বোঝাতে হবে
LGBTQ কমিউনিটির মানুষজনকে কাজে সুস্থ পরিবেশ উপহার দেওয়া এবং কর্মক্ষেত্রে তাদের যোগদান সুনিশ্চিত করতে সকলকে বোঝাতে হবে। জানাতে হবে, তাঁরাও এই সমাজেরই একটা অংশ। তাদের সঙ্গে স্বাভাবিক ব্যবহারই করতে হবে।
আরও পড়ুন : ত্বকের পরিচর্যাতেও দারুণ মিষ্টি; সঙ্গে থাক চিনির এই ৮ ঘরোয়া স্ক্রাব!
advertisement
সহকর্মীকে সমর্থন করতে হবে
যত সম্ভব সহকর্মীকে সমর্থন করতে হবে। যেহেতু সমাজে এমনিতেই এই কমিউনিটির মানুষজনের জন্য একাধিক সমস্যা আগে থেকেই তৈরি থাকে, তাই কর্মক্ষেত্রে বাড়তি সমস্যা যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 23, 2021 8:34 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Support your colleague : কর্মক্ষেত্রে সমস্যায় পড়ছেন সহকর্মী ? পাশে থাকুন এ ভাবেই