Viral : নখই যখন ছাকনি! নেইল আর্ট করা সুসজ্জিত নখে চা ছেঁকে নিলেন ব্লগার, দেখুন ভিডিও

Last Updated:

Viral :কেউ যদি নিজের নখে ছেঁকে নেন চা (tea strainer)? সেরকমই এক ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়৷

ভারতীয়দের চা প্রেম অতুলনীয়৷ কেউ হয়তো চায়ের স্বাদ রাখেন হাল্কা৷ কেউ আবার চা ভালবাসেন মশালাদার করে পান করতে৷ তাঁরা চায়ে মিশিয়ে নেন আদা, এলাচ এবং লবঙ্গ৷ দুধ চা কিন্তু ভাল করে ছেঁকে না নিলে স্বাদ মনের মতো হয় না৷ কিন্তু কেউ যদি নিজের নখে ছেঁকে নেন চা (tea strainer)? সেরকমই এক ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়৷
আরও পড়ুন : বাড়িভাড়া মেটাতে না পেরে রাস্তায় পোহা ও আলু বোন্ডা বিক্রি সত্তরোর্ধ্ব দম্পতির, আর্দ্র নেটিজেনদের হৃদয়
নেইল আর্টের (nail art) পর এক মহিলা তাঁর সজ্জিত নখে ছাকনি লাগিয়েছেন৷ তার পর তাতেই ছেঁকে নিচ্ছেন পানীয়৷ এক পেয়ালা চা ছেঁকে নিয়ে তিনি ভিডিও পোস্টও করেছেন৷ এই ভিডিও শেয়ার করেছেন জনপ্রিয় সেই নেইল ব্লগার৷ তিনি তাঁর নেইল আর্ট ডিজাইনের জন্য বিখ্যাত৷ তাঁর এই নখ-ছাকনির ভিডিও ইতিমধ্যেই দেখা হয়েছে ৪ লক্ষ ৭৫ হাজার বার৷ ‘লাইক’ এসেছে ২৭ হাজার৷
advertisement
View this post on Instagram

A post shared by ILYSM Nails (@ilysmnails)

advertisement
advertisement
আরও পড়ুন : ছিলেন মধ্যবিত্ত বাড়ির মেধাবী মেয়ে, বিয়েতে বীণার হাতেই মেহন্দি পরেন বলিউডের নায়িকারা
নখকে ছাকনিতে রূপান্তরের প্রতি ধাপ ভিডিওতে দেখিয়েছেন ওই নেইল ব্লগার৷ তার পর নখ-ছাকনিতে এলাচ বা দারচিনি রেখে তিনি চা ছেঁকে নিয়েছেন৷
এই ভিডিওটা দেখে নেটিজেনরা উচ্ছ্বসিত৷ কেউ কেউ আবার আরও বেশি কল্পনাপ্রবণ৷ বলেছেন এই ব্যবস্থা মন্দ নয়৷ এর মতো একটা কফি ফিল্টার মেশিন থাকলেও বেশ হয়৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral : নখই যখন ছাকনি! নেইল আর্ট করা সুসজ্জিত নখে চা ছেঁকে নিলেন ব্লগার, দেখুন ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement